X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

হামাস তাড়াতে গাজা দখলের পরামর্শ ইসরায়েলি মন্ত্রীর

বিদেশ ডেস্ক
০৬ মে ২০১৯, ১৬:১০আপডেট : ০৬ মে ২০১৯, ১৬:১৯
image

হামাসকে নির্মূল করতে ইসরায়েলকে অবশ্যই গাজা জয় করতে হবে বলে মন্তব্য করেছেন দেশটির জ্বালানিমন্ত্রী ও নিরাপত্তাবিষয়ক মন্ত্রিপরিষদ সদস্য ইউভাল স্টেইনিৎজ। সোমবার (৬ মে) সকালে আর্মি রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

ইউভাল স্টেইনিৎজ
ইসরায়েলি আগ্রাসন প্রতিরোধের ধারাবাহিকতায় গাজা উপত্যকায় দশ বছরের বেশি সময় ধরে চলা অবরোধের প্রতিবাদে শুক্রবার আবারও বিক্ষোভে নামে ফিলিস্তিনিরা। ওই বিক্ষোভের মধ্য থেকে এক ফিলিস্তিনির ছোড়া গুলিতে সীমান্ত বেড়ার কাছে দুই সেনা আহত হওয়ার দাবি করে ইসরায়েল। এর জবাবে বিমান হামলা চালিয়ে দুই ফিলিস্তিনিকে হত্যা করা হয়। এ ঘটনার জেরে শনিবার সকাল থেকে ফিলিস্তিনের গাজা উপত্যকা থেকে ইসরায়েলি ভূমি লক্ষ্য করে রকেট ছোড়া শুরু হয়। ইসরায়েলি সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে, ফিলিস্তিনের অভ্যন্তরে ৩২০টি লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালানো হয়েছে। আর ফিলিস্তিনি ভূমি থেকে ৬০০ রকেট হামলা চালানো হলেও বেশিরভাগই প্রতিহত করা হয়েছে। গাজার কর্মকর্তাদের দাবি, দুই দিনে ইসরায়েলি বিমান হামলায় ২৩ ফিলিস্তিনি নিহত হয়েছে। আর ফিলিস্তিনি রকেট হামলায় চার নাগরিক নিহতের দাবি করেছে ইসরায়েল। রবিবার রাতে দুই দুই পক্ষ অস্ত্রবিরতিতে সম্মত হয়।

ইসরায়েলি জ্বালানিমন্ত্রী ইউভাল স্টেইনিৎজ হুঁশিয়ার করে বলেন, রবিবার (৫ মে) রাতে গাজায় ইসরায়েল যে হামলা চালিয়েছে তা সর্বোচ্চ পর্যায়ের হামলা। তার দাবি, ২০১৪ সালে গাজায় চালানো হামলার মতোই শক্তিশালী ছিল এগুলো। ‘৫০ দিন পর আমরা ভবনগুলো গুঁড়িয়ে দিয়েছিলাম, আর এখন আমরা তা একদিনেই করে ফেলেছি।’

তিনি আরও বলেন, ‘হামাসকে তাড়াতে হলে আমাদেরকে গাজা জয় করতে হবে। এটা সম্ভব। তবে এর জন্য অনেক চড়া মূল্য দিতে হবে।’

দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানকে ঠেকাতেই ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছ থেকে গাজাকে আলাদা করার চেষ্টা করছেন কিনা, এমন প্রশ্নের জবাবে স্টেইনিৎজ উল্টো ফিলিস্তিনিদের দায়ী করেন। বলেন, ‘গাজা আর রামাল্লাহর মধ্যে বিচ্ছিন্নতা তৈরি করছে ফিলিস্তিনিরাই।’ 

/এফইউ/
সম্পর্কিত
ইসরায়েলের আকরে শহরে হামলার দাবি করলো হিজবুল্লাহ
গাজার হাসপাতালে গণকবর, আতঙ্কিত জাতিসংঘ মানবাধিকার প্রধান
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
সর্বশেষ খবর
যুদ্ধ কোনও সমাধান আনতে পারে না: প্রধানমন্ত্রী
যুদ্ধ কোনও সমাধান আনতে পারে না: প্রধানমন্ত্রী
শপথ নিলেন আপিল বিভাগের নতুন তিন বিচারপতি
শপথ নিলেন আপিল বিভাগের নতুন তিন বিচারপতি
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
সারা দেশে আরও ৭২ ঘণ্টার ‘হিট অ্যালার্ট’ জারি
সারা দেশে আরও ৭২ ঘণ্টার ‘হিট অ্যালার্ট’ জারি
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি