X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

বুথ ফেরত জরিপকে মিথ্যাচার বলছে বিজেপির জোটসঙ্গীরাও!

বিদেশ ডেস্ক
২১ মে ২০১৯, ১৪:২৩আপডেট : ২১ মে ২০১৯, ১৪:২৭

বিভিন্ন বুথ ফেরত জরিপে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের নিরঙ্কুশ বিজয়ের  সম্ভাব্য চিত্র ফুটে উঠলেও তামিল নাড়ুর বাস্তবতা ভিন্ন। জরিপের তথ্য অনুযায়ী সেখানে কংগ্রেসকে নিয়ে গড়া ডিএমকে নেতৃত্বাধীন জোট বেশিরভাগ আসন পেতে যাচ্ছে। ভরাডুবির আভাস দেওয়া হয়েছে বিজেপিকে নিয়ে গড়া এআইএডিএমকে নেতৃত্বাধীন জোটের। তবে এআইএডিএমকে নেতা ও রাজ্যের মুখ্যমন্ত্রী ই পালানিস্বামী জরিপের ফলাফলকে মিথ্যা দাবি করেছেন। সম্প্রচার মাধ্যম এনডিটিভি বলছে, ঐতিহাসিক বিজয়ের আভাসে বিজেপি নেতারা উল্লসিত হলেও তামিল নাড়ুতে তাদের মিত্র এআইএডিএমকে-এর বক্তব্যে তাদের হতাশ হওয়ার কারণ রয়েছে। তামিল নাড়ুর মুখ্যমন্ত্রী ই পালানিস্বামী

দেড় মাস ধরে সাত ধাপে অনুষ্ঠিত লোকসভা নির্বাচনের ভোটগ্রহণের ফল ঘোষণা করা হবে আগামী ২৩ মে (বৃহস্পতিবার)। নির্বাচন শেষে প্রকাশিত বুথফেরত জরিপগুলো গড় করে দেখা গেছে, ক্ষমতাসীন বিজেপি তিনশতাধিক আসন ও প্রধান বিরোধীদল কংগ্রেস ১২২টির মতো আসন পেতে পারে। বিরোধীরা জরিপের ফলাফল প্রত্যাখ্যান করেছে। শুরু থেকেই তারা বলছে জরিপের দাবি ভুল প্রমাণিত হবে। নিজ রাজ্যে ভরাডুবির আভাস মেলায় এবার বিজেপির জোটসঙ্গী এআইএডিএমকে’র পক্ষ থেকেও জরিপকে ‘মিথ্যা’ আখ্যা দেওয়া হলো।

এনডিটিভির খবরে বলা হয়েছে, তামিল নাড়ুতে ইউপিএ জোটের সম্ভাব্য মুখ রক্ষার আভাস মিলেছে বুথ ফেরত জরিপে। কংগ্রেসকে নিয়ে গড়া রাজ্যের ডিএমকে নেতৃত্বাধীন ফ্রন্ট ৩৯ আসনের মধ্যে ২৭টিতে  তারা জয় পেতে পারে বলে আভাস মিলেছে। জরিপের ফলাফল অনুযায়ী, বিজেপির সঙ্গে গড়া ক্ষমতাসীন এআইএডিএমকে জোট পেতে পারে ১১টি আসন। তবে বুথ ফেরত জরিপের এই ফলাফল মানতে রাজি নন মুখ্যমন্ত্রী পালানাস্বামী। জরিপকে মিথ্যা দাবি করে তিনি বলেন, ‘এআইএডিএমকে জোট রাজ্যের ৩৯টি আসনেই জয় পাবে’।

২০১৪ সালের নির্বাচনে জে জয়ললিতার নেতৃত্বাধীন তৎকালীন এআইএডিএমকে রাজ্যের ৩৭ আসনে জয় পেয়েছিল। তবে তারপর থেকে দক্ষিণাঞ্চলীয় রাজ্যের দলটির পরিস্থিতি খানিকটাই পাল্টে গেছে। ২০১৬ সালে তার মৃত্যুর পর দলে ভাঙন দেখা দেয়। জয়ললিতার দীর্ঘদিনের সহযোগী ভিকে শশীকলা ও তার ভাইপো টিটিভি দিনাকরণ এআইএডিএমকে চ্যালেঞ্জের মুখে ফেলে দেয়। তাদের গড়া দল এএমএমকের নিবন্ধন প্রক্রিয়াধীন থাকায়ওই দলের প্রার্থীরা একই প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছে। ধারণা করা হচ্ছে, তারা এআইএডিএমকের ভোটে ভাগ বসাতে পারে, যা ডিএমকে-কে লাভবান করবে।

/জেজে/বিএ/
সম্পর্কিত
লোকসভা নির্বাচন: প্রথম ধাপে পশ্চিমবঙ্গের ৩ আসনে ভোট আজ
মানব ও সুপারি পাচারের অভিযোগে ভারতে শুল্ক কর্মকর্তা গ্রেফতার 
ভুয়া পরিচয়ে ভারতে বসবাস বাংলাদেশির, ৪ বছরের কারাদণ্ড
সর্বশেষ খবর
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন