X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

সুইডেনে অ্যাসাঞ্জের আটকের আবেদন খারিজ

বিদেশ ডেস্ক
০৪ জুন ২০১৯, ১৭:২১আপডেট : ০৪ জুন ২০১৯, ১৭:২২

সুইডেনে উইকিলিকস প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে আটকের আবেদন খারিজ করে দিয়েছে দেশটির এক আদালত। দেশটির আপসালার এক আদালত জানায় তাকে আটকের প্রয়োজন নেই। ফলে প্রসিকিউটরদের অ্যাসাঞ্জকে সুইডেনে প্রত্যর্পণের প্রচেষ্টা আটকে গেল।

সুইডেনে অ্যাসাঞ্জের আটকের আবেদন খারিজ সুইডেনে দুই নারীকে ধর্ষণের অভিযোগ ওঠার পর ২০১২ সালে যুক্তরাজ্যের আদালত থেকে কয়েক দফা জামিন নেন উইকিলিকস প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ। পরে তাকে সুইডেনে ফেরত পাঠানো হলে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেওয়া হতে পারে এমন আশঙ্কায় লন্ডনের ইকুয়েডর দূতাবাসে রাজনৈতিক আশ্রয়ে নেন তিনি। গত ১১ এপ্রিল তার রাজনৈতিক আশ্রয় বাতিলের পর তাকে ব্রিটিশ পুলিশের হাতে তুলে দেয় ইকুয়েডর। ওই দিনই তাকে ব্রিটিশ আদালতে তোলা হলে জামিনের শর্ত ভঙ্গের অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়। গত ১ মে ৫০ সপ্তাহের কারাদণ্ড দিয়েছে ব্রিটিশ আদালত। আর তার একদিন পরই (২ মে) যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণের ব্যাপারে ব্রিটিশ আদালতে তার বিরুদ্ধে শুনানি শুরু হয়। গ্রেফতারের পর থেকে ‘যুক্তরাজ্যের গুয়ান্তানামো বে’ খ্যাত কুখ্যাত কারাগারে রাখা হয়েছে অ্যাসাঞ্জকে।

২০১০ সালের ধর্ষণ অভিযোগকে ভিত্তি করে তাকে সুইডেনে আনার আবেদন করেছিলেন প্রসিকিউটাররা। ২০১৭ সালে তদন্ত কার্যক্রম বন্ধ করলেও চলতি বছর এপ্রিলে আবারও এর তদন্ত শুরু করেন তারা।

সোমবার সুইডেনের আদালতে বলা হয়, অ্যাসাঞ্জ ইতোমধ্যে ব্রিটিশ কারাগারে বন্দি রয়েছে। তাই সুইডিশ প্রসিকিউটরদের জিজ্ঞাসাবাদের জন্য তাকে আলাদা করে বন্দি করার প্রয়োজন নেই। রায়ে বলা হয়, যেহেতু জুলিয়ান অ্যাসাঞ্জ কারাদণ্ড ভোগ করছেন সেক্ষেত্রে ইউরোপীয় নিয়মেই তদন্ত কার্যক্রম পরিচালনা সম্ভব তাই সুইডেনে তাকে আটকের প্রয়োজন নেই।

অ্যাসাঞ্জের আইনজীবী পার স্যামুয়েলসন বলেন, ব্রিটেনে অ্যাসাঞ্জ বন্দি রয়েছেন মানে তার কোনও ফ্লাইট ঝুঁকি নেই। সেখানে অন্তত ৬ মাস বন্দি থাকবেন। তাই সুইডেনে পক্ষ থেকে আবারও তাকে আটকের কোনও মানে নেই।

সুইডিশ প্রসিকিউটর ইভা মারি পেরসন বলেন, ‘তদন্ত কার্যক্রমটি সুইডেনে জিজ্ঞাসাবাদের মাধ্যমে হবে। এছাড়া জিজ্ঞাসাবাদের জন্য আমি ইউরোপীয় ইনভেস্টিগেশন অর্ডার জারি করবো। যদিও এখনও কোনও তারিখ নির্ধারণ হয়নি।

এর আগে গত বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ সংক্রান্ত মামলার শুনানিতে অংশ নেওয়ার কথা থাকলেও তা পারেননি অ্যাসাঞ্জ। ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, সুইডেন ও যুক্তরাষ্ট্র দুই পক্ষই যদি অ্যাসাঞ্জকে প্রত্যপর্ণের চেষ্টা করে তবে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী সাজিদ জাভিদকে। 

বিগত প্রায় এক দশক ধরে অ্যাসাঞ্জের বিরুদ্ধে মরিয়া যুক্তরাষ্ট্র। তাদের চোখে অ্যাসাঞ্জ এমন একজন হ্যাকার, যিনি তাদের জাতীয় স্বার্থের পরিপন্থী কাজ করেছেন এবং জাতীয় নিরাপত্তা বিঘ্নিত করেছেন। ২০১০ সালে পেন্টাগন ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের লাখ লাখ সামরিক ও কূটনৈতিক গোপন নথি ফাঁস করেছিল তার উইকিলিকস। ওই সব নথির মধ্যে মার্কিন বাহিনীর বিরুদ্ধে আফগান যুদ্ধসম্পর্কিত ৭৬ হাজার এবং ইরাক যুদ্ধ সম্পর্কিত আরও ৪০ হাজার নথি ছিল,যা মার্কিন সরকার ও পেন্টাগনকে চরম বেকায়দায় ফেলে দেয়। মার্কিন সামরিক গোয়েন্দা বিভাগের কর্মকর্তা ব্র্যাডলি ম্যানিং সূত্র হিসেবে অ্যাসাঞ্জকে ওইসব দলিল সরবরাহ করেছিলেন। সে সময় দায়ের করা মামলায় অ্যাসাঞ্জকে চিহ্নিত করা হয়েছিল ঘটনার মন্ত্রণাদাতা হিসেবে।

/এমএইচ/
সম্পর্কিত
রুশ গুপ্তচর সন্দেহে জার্মানিতে গ্রেফতার ২
ইইউ দেশগুলোকে ইউক্রেনে ক্ষেপণাস্ত্র-বিধ্বংসী অস্ত্র পাঠাতে হবে: বোরেল
ইউক্রেনীয় পাইলটদের প্রশিক্ষণরোমানিয়াকে তিনটি এফ-১৬ দিচ্ছে নেদারল্যান্ডস
সর্বশেষ খবর
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল আজ
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল আজ
টিভিতে আজকের খেলা (২০ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২০ এপ্রিল, ২০২৪)
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া