X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

আধুনিক এফবিএফ মডেলের মাধ্যমেই দুর্যোগ মোকাবিলা করছে বাংলাদেশ

অদিতি খান্না, যুক্তরাজ্য
০৬ জুন ২০১৯, ০২:১৪আপডেট : ০৬ জুন ২০১৯, ০২:২০

প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ পূর্বাভাস ভিত্তিক আর্থিক(এফবিএফ) মডেল অনুসরণ করে সাফল্য পেয়েছে। সম্প্রতি ঘূর্ণিঝড় ফণী মোকাবিলাতেও এই আধুনিক মডেল অনুসরণ করে বাংলাদেশ। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, এই মডেলের মাধ্যমে ঘূর্ণিঝড়ের মতো মারাত্মক প্রাকৃতিক দুযোর্গের স্পষ্ট পূর্বাভাস পাওয়াও পদক্ষেপ নেওয়া সম্ভব হয়েছে।

আধুনিক এফবিএফ মডেলের মাধ্যমেই দুর্যোগ মোকাবিলা করছে বাংলাদেশ

সংস্থাটি জানায়, ‘জার্মান রেড ক্রসের সহায়তায় এফবিএফ মডেল ব্যবহার করছে বাংলাদেশ রেড ক্রস। এর ফলে ঘূর্ণিঝড় ফণী যখন সৃষ্টি হয় তখন নীতিনির্ধারকরা একটি প্রতিষ্ঠিত মডেলেরে উপর আস্থা রাখতে চাইছিলেন। এতে করে কখন এবং কিভাবে পদক্ষেপ নিতে হবে তা সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পান তারা।

ঘূর্ণিঝড় ফণী আঘাত আনার অনেক আগেই বাংলদেশ রেড ক্রিসেন্ট আর্লি অ্যাকশন প্রোটোকলের আওতায় একটি কমিটি গঠন করে। কমিটিটির কাজ ছিল নিয়মিত তারা আবহাওয়া তথ্য নিয়ে সিদ্ধান্ত জানাবে যে কি পদক্ষেপ নিতে হবে।

অ্যাকটিভেশন কমিটির চেয়ারম্যান ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্টের উপ-মহাসচিব। এছাড়া ঘূর্ণিঝড় প্রতিরোধ প্রকল্প, জার্মান রেড ক্রস, ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস এর বিশেষজ্ঞরাও ছিলেন। এর অর্থায়ন করেছে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস। গত বছর মে মাসে গঠিত দুযোর্গ ত্রাণ জরুরি তহবিলের অংশ হিসেবে এই অর্থায়ন করা হয়।

পূর্বাভাসের তথ্য নিয়ে উপকূলের স্থানীয় শাখা গুলো তাদের নিয়ন্ত্রণ কক্ষ, স্বেচ্ছাসেবকের মাধ্যমে সতর্কবার্তা সবার কাছে পৌঁছে দেয়। জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা দলের আটজন সদস্যকে সাতক্ষীরা খুলনা, বাগেরহাট এবং বরগুনায় মোতায়েন করা হয়। সেখানের স্থানীয় কার্যক্রমকে সহায়তা করাই তাদের উদ্দেশ্য। এছাড়া দুই জেলায় জার্মান রেড ক্রসের সহায়তা ছিলো।

এছাড়া আশ্রয়কেন্দ্র, বাজারসহ সবজায়গাতেই ফণীর প্রস্তুতি চলছিলো। এফবিএফ মডেলের আওতায় থৈরি করা ডাটাবেজ প্রত্যেক জেলায় অনেক কার্যকরী ভূমিকা রাখে। সবাইকে নিরাপদে সরিয়ে নেওয়ার ক্ষেত্রে এর কার্যকরিতা প্রমাণ হয় আরও একবার। সময়মতো তথ্য পাওয়ায় তা পদক্ষেপ নেওয়া সহজ হয়।

বাংলাদেশ রেড ক্রিসেন্টের তথ্য অনুযায়ী এই পদক্ষেপগুলো মূলত এফবিএফ মডেলের কারণেই সমন্বয় করা সম্ভব হয়েছে। 

/এমএইচ/
সম্পর্কিত
ইউক্রেনকে ৬২ কোটি ডলারের অস্ত্র সহায়তা দেবে যুক্তরাজ্য
বিলেতে নানা অপরাধে জড়িয়ে পড়ছেন নতুন আসা বাংলাদেশিরা: কমিউনিটিতে প্রতিক্রিয়া
ইরানে পাল্টা হামলা না চালাতে ইসরায়েলকে ক্যামেরনের আহ্বান
সর্বশেষ খবর
ফাইনালে ১১ মিনিট লড়াই, জব্বারের বলী খেলায় চ্যাম্পিয়ন বাঘা শরীফ
ফাইনালে ১১ মিনিট লড়াই, জব্বারের বলী খেলায় চ্যাম্পিয়ন বাঘা শরীফ
বন ডাকাতদের জন্যই পরিবেশের মারাত্মক বিপর্যয়: জিএম কাদের
বন ডাকাতদের জন্যই পরিবেশের মারাত্মক বিপর্যয়: জিএম কাদের
ঢাবির জগন্নাথ হলে বসে প্রাথমিকের প্রশ্নের সমাধান!
ঢাবির জগন্নাথ হলে বসে প্রাথমিকের প্রশ্নের সমাধান!
চেন্নাইয়ের হয়ে খেলাটা আমার কাছে ছিল স্বপ্ন: মোস্তাফিজ (ভিডিও)
চেন্নাইয়ের হয়ে খেলাটা আমার কাছে ছিল স্বপ্ন: মোস্তাফিজ (ভিডিও)
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা