X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

প্রবাসীদের প্রতি বিএনপি-জামায়াতের দেশবিরোধী প্রোপাগান্ডা ঠেকানোর আহ্বান প্রধানমন্ত্রীর

বিদেশ ডেস্ক
০৬ জুন ২০১৯, ১৩:০৭আপডেট : ০৬ জুন ২০১৯, ১৬:৫৪
image

দেশবিরোধী প্রোপাগান্ডা ছড়িয়ে বিএনপি-জামায়াত বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিদেশে বিএনপি-জামায়াতের এ ধরনের প্রোপাগান্ডা ঠেকাতে প্রবাসী বাংলাদেশি, বিশেষ করে আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। বুধবার (৫ জুন) রাতে ফিনল্যান্ডে বাংলাদেশ কমিউনিটির এক সংবর্ধনায় অংশ নিয়ে শেখ হাসিনা এ আহ্বান জানান। প্রধানমন্ত্রীকে উদ্ধৃত করে তার বক্তব্য রচয়িতা এমডি নজরুল ইসলাম এসব কথা জানিয়েছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা
ত্রিদেশীয় সফরের অংশ হিসেবে সোমবার (৩ জুন) ফিনল্যান্ড পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার রাতে হেলসিংকির হোটেল কাম্পে প্রবাসী বাংলাদেশিদের এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন তিনি। অল ইউরোপিয়ান আওয়ামী লীগ ও ফিনল্যান্ড আওয়ামী লীগের সৌজন্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি অভিযোগ করেন, বিএনপি-জামায়াত বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে। প্রধানমন্ত্রী বলেন, ‘ষড়যন্ত্র করে এবং দেশবিরোধী মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়ে বিএনপি-জামায়াত বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করছে।’ তার অভিযোগ, বিদেশে দেশবিরোধী প্রোপাগান্ডা ছড়াতে অবৈধভাবে উপার্জিত অর্থ বিনিয়োগ করছে বিএনপি-জামায়াত। প্রোপাগান্ডা ছড়াতে লবিস্ট নিয়োগের জন্য এ অর্থ বিনিয়োগ করা হচ্ছে।

বিদেশের মাটিতে দেশবিরোধী প্রোপাগান্ডা ঠেকিয়ে বাংলাদেশের ভাবমূর্তি বাড়াতে ভূমিকা রাখার জন্য প্রবাসী আওয়ামী লীগ নেতাকর্মীদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। বলেন, ‘বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে যারা সফল হবে, তাদের দলের ভেতরে যথাযথভাবে মূল্যায়ন করা হবে।’

শেখ হাসিনা আরও বলেন, ২১ বছর পর ১৯৯৬ সালে ক্ষমতায় এসে আওয়ামী লীগ সরকার দেশকে খাদ্যে উদ্বৃত্তের দেশে পরিণত করেছিল। তবে ১৯৯৬ সালে বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় আসার পর আবারও বাংলাদেশ পরিণত হয় খাদ্য-ঘাটতির দেশে।

দেশের উন্নয়নের জন্য তার সরকার নিরলসভাবে কাজ করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, জনগণ এর ফল পেতে শুরু করেছেন।

ত্রিদেশীয় সফরের অংশ হিসেবে ফিনল্যান্ড যাওয়ার আগে জাপান ও সৌদি আরব সফর করেছেন প্রধানমন্ত্রী। এ সফরে ফিনল্যান্ড তার সর্বশেষ গন্তব্য।

সূত্র: বিএসএস

/এফইউ/এমওএফ/
সম্পর্কিত
বাংলাদেশ উপ-হাইকমিশন কলকাতায় উদযাপিত হলো ‘জাতীয় সংবিধান দিবস’
২০২৪ সালের দ্রুত বর্ধনশীল অর্থনীতির তালিকায় বাংলাদেশ ১৬তম
বিএনপির প্রবাসী নেতাদের গ্রেফতারের অপেক্ষায় অ্যাসাইলাম শিকারিরা
সর্বশেষ খবর
এবার ‘হুব্বা’ নামে হলো গানচিত্র
এবার ‘হুব্বা’ নামে হলো গানচিত্র
আঙুরের গোড়া কালো হয়ে যাচ্ছে? জেনে নিন টিপস
আঙুরের গোড়া কালো হয়ে যাচ্ছে? জেনে নিন টিপস
টেকনাফে ১০ জন কৃষক অপহরণের ঘটনায় ২ জন আটক
টেকনাফে ১০ জন কৃষক অপহরণের ঘটনায় ২ জন আটক
এরদোয়ানের যুক্তরাষ্ট্র সফর, যা জানা গেলো
এরদোয়ানের যুক্তরাষ্ট্র সফর, যা জানা গেলো
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা