X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

কাশ্মিরে জঙ্গি হামলায় সেনাসদস্য নিহত

বিদেশ ডেস্ক
০৭ জুন ২০১৯, ০২:৪০আপডেট : ০৭ জুন ২০১৯, ০২:৪৭
image

কাশ্মিরে জঙ্গি হামলায় এক সেনাসদস্য প্রাণ হারিয়েছেন৷ সম্প্রচারমাধ্যম এনডিটিভি জানিয়েছে, দক্ষিণ কাশ্মিরের অনন্তনাগে ওই জওয়ানের বাড়িতে হামলা চালিয়ে তাকে হত্যা করা হয়৷ ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, নিহত সেনাসদস্য মনজুর আহমেদ বেগ ঈদের ছুটিতে বাড়িতে এসেছিলেন।

কাশ্মিরে জঙ্গি হামলায় সেনাসদস্য নিহত

কাশ্মিরে সশস্ত্র বিদ্রোহী সংগঠনগুলোর কেউ কেউ সরাসরি স্বাধীনতার দাবিতে আন্দোলনরত। কেউ কেউ আবার কাশ্মিরকে পাকিস্তানের অঙ্গীভূত করার পক্ষে। ইতিহাস পরিক্রমায় ক্রমেই সেখানকার স্বাধীনতা আন্দোলন ইসলামিকীকরণ হয়েছে। সন্দেহভাজন জঙ্গি নাম দিয়ে বহু বিদ্রোহীর পাশাপাশি বেসামরিকদের হত্যার অভিযোগ রয়েছে ভারতীয় বাহিনীর বিরুদ্ধে। এর বিপরীতে ভারতীয় নিরাপত্তা বাহিনীর সদস্যরা প্রায়ই কাশ্মিরে সন্ত্রাসী হামলার লক্ষ্যবস্তু হয়।

স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে এনডিটিভি বলছে,  মুখ ঢাকা কয়েক জন সশস্ত্র জঙ্গি মনজুরের বাড়িতে ঢোকে৷ কয়েক রাউন্ড গুলি চালিয়ে পালিয়ে যায়৷ গুলিতে গুরুতর আহত মনজুরকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি৷

২০১৮ সালের জুনে ৪৪ রাষ্ট্রীয় রাইফেলসের সদস্য আওরঙ্গজেবকে অপহরণ করা হয়। সোপিয়ান জেলা থেকে অপহরণের পর দশ কিলোমিটার দূরে তার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়। এ বছর মার্চে সেনা বাহিনীর পলাতক ঘোষিত সদস্য সৈকত আহমেদকে পুলওয়ামার পিনগ্লেনায় গুলি করে হত্যা করা হয়। একই মাসে কাশ্মিরের লাইট ইনফ্যান্ট্রির সদস্য ইয়াসিন ভাটের পরিবারের সদস্যরা তাকে অপহরণ চেষ্টা রুখে দেয়।

এ বছর এপ্রিলে গ্রামের বাড়িতে ছুটি কাটাতে এসে হত্যার শিকার হন মোহাম্মদ রফিক ইয়াতু নামের এক সেনা সদস্য। একইভাবে ছুটি কাটাতে এসে প্রাণ হারালেন ভারতীয় সেনার ৩৪ নম্বর রাষ্ট্রীয় রাইফেলসের জওয়ান মনজুর। সোপিয়ানে কর্মরত সেনাসদস্য মনজুর ইদের ছুটিতে পরিবারের সময় কাটাতে এসেছিলেন৷ তার হত্যাকাণ্ডে জড়িতদের সন্ধানে  তল্লাশি শুরু করেছে পুলিশ৷

 

/বিএ/
সম্পর্কিত
পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোট শেষেই বিজয় মিছিল
লোকসভা নির্বাচনপ্রথম ধাপে ভোটের হার ৬০ শতাংশ, সর্বোচ্চ পশ্চিমবঙ্গে
পশ্চিমবঙ্গে কংগ্রেস, সিপিআই-এম ইন্ডিয়া জোট নয়, বিজেপির এজেন্ট: মমতা
সর্বশেষ খবর
তামাকে বিষ, তবুও ঝুঁকছেন কৃষক 
তামাকে বিষ, তবুও ঝুঁকছেন কৃষক 
মার্কিন কংগ্রেসে ইউক্রেনের বহুল প্রতীক্ষিত সহায়তা বিলে ভোট আজ
মার্কিন কংগ্রেসে ইউক্রেনের বহুল প্রতীক্ষিত সহায়তা বিলে ভোট আজ
ড্রোন হামলার কথা অস্বীকার করলো ইরান, তদন্ত চলছে
ড্রোন হামলার কথা অস্বীকার করলো ইরান, তদন্ত চলছে
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
দেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
সিনেমা সমালোচনাদেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা