X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

প্রতিদিন যৌন সংক্রমণে আক্রান্ত হয় ১০ লাখ মানুষ: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

বিদেশ ডেস্ক
০৭ জুন ২০১৯, ১৪:১৬আপডেট : ০৭ জুন ২০১৯, ১৬:৩৮
image

বিশ্বে প্রতিদিন ১০ লাখ মানুষ নতুন করে যৌন সংক্রমণে আক্রান্ত হয়। আর বছরে ক্ল্যামাইডিয়া, গনোরিয়া, ট্রিকোমোনিয়াসিস ও সিফিলিস এ চারটি সংক্রমণে নতুন আক্রান্তের সংখ্যা ৩৭ কোটি ৬০ লাখ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রকাশিত নতুন এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

প্রতীকী ছবি
বিশ্বজুড়ে চারটি যৌনবাহিত সংক্রমণের মাত্রা নিয়ে নিয়মিত পর্যালোচনা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিশ্বের বিভিন্ন দেশে নিয়োজিত কর্মীদের কাছ থেতে তথ্য সংগ্রহ করে গবেষণা প্রতিবেদন প্রকাশ করে তারা। নতুন প্রতিবেদনে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, ২০১২ সালে পরিচালিত সর্বশেষ বিশ্লেষণে পাওয়া তথ্যের তুলনায় নতুন করে আক্রান্ত হওয়ার হার কমেনি। বিশ্বজুড়ে প্রতি ২৫ জনের ১ জন চারটি সংক্রমণের (ক্ল্যামাইডিয়া, গনোরিয়া, ট্রিকোমোনিয়াসিস ও সিফিলিস) যেকোনও একটিতে আক্রান্ত হচ্ছে। আবার কেউ কেউ একই সময়ে একাধিক যৌনবাহিত সংক্রমণে আক্রান্ত হচ্ছে। এ ধরনের সংক্রমণের বিস্তারকে ‘সতর্ক বার্তা’ বলে উল্লেখ করেছে সংস্থাটি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মকর্তা পিটার সালামা বলেন, ‘বিশ্বজুড়ে যৌন রোগগুলোর বিস্তার ঠেকাতে পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে আমরা তেমন একটা অগ্রগতি দেখতে পাচ্ছি না। এটি একটি সতর্ক বার্তা। এ ধরনের রোগ প্রতিরোধ ও চিকিৎসার সুযোগ যেন সব জায়গায় ও সবার কাছে পৌঁছে দেওয়া যায়, তা নিশ্চিত করতে সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন।’

চারটি যৌন সংক্রমণের মধ্যে ট্রিকোমোনিয়াসিস হলো এক ধরনের পরজীবী দ্বারা সৃষ্ট। আর ক্ল্যামাইডিয়া, গনোরিয়া, ও সিফিলিস হলো ব্যাকটেরিয়া দ্বারা সংক্রমিত। ব্যাকটেরিয়া দ্বারা সংক্রমিত যৌন রোগগুলোর ওষুধ সহজলভ্য হলেও সিফিলিসের ক্ষেত্রে তা কঠিন। কারন এ রোগের চিকিৎসায় সুনির্দিষ্ট পেনিসিলিন প্রয়োজন হয়, যার ঘাটতি রয়েছে।

যৌন রোগগুলোর উপসর্গের মধ্যে রয়েছে, রক্তপাত, প্রস্রাব করার সময় ব্যথা, ঋতুস্রাবের মাঝামাঝি সময়ে রক্তপাত। অবশ্য, অনেক ক্ষেত্রে কোনও উপসর্গই থাকে না। ক্ল্যামাইডিয়া ও গনোরিয়ার কারণে অনেকসময় নারীরা গর্ভধারণের ক্ষমতা হারিয়ে ফেলেন। আর সিফিলিসের কারণে কার্ডিওভাস্কুলার ও স্নায়ু রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে। গর্ভবতী নারীর ক্ষেত্রে যৌন সংক্রমণের কারণে বিপত্তি হতে পারে সবচেয়ে বেশি। এক্ষেত্রে নির্ধারিত সময়ের আগেই নবজাতকের জন্ম, নিউমোনিয়া, অন্ধত্বসহ বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে।

/এফইউ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফ্যাটি লিভার প্রতিরোধে কোন কোন খাবার এড়িয়ে চলবেন?
বিশ্ব যকৃৎ দিবসফ্যাটি লিভার প্রতিরোধে কোন কোন খাবার এড়িয়ে চলবেন?
শিশু হাসপাতালে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না: ফায়ার সার্ভিস
শিশু হাসপাতালে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না: ফায়ার সার্ভিস
ভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!
বায়ার্নের নজরে থাকা নাগেলসমানের সঙ্গে জার্মানির নতুন চুক্তি
বায়ার্নের নজরে থাকা নাগেলসমানের সঙ্গে জার্মানির নতুন চুক্তি
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!