X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

আইএস জঙ্গিদের ছয় সন্তানকে ফিরিয়ে নিলো বেলজিয়াম

বিদেশ ডেস্ক
১৫ জুন ২০১৯, ১৯:৩৬আপডেট : ১৫ জুন ২০১৯, ২০:৪৫

সিরিয়ার একটি ক্যাম্প থেকে আইএস জঙ্গিদের ছয় সন্তানকে ফিরিয়ে নিয়েছে বেলজিয়াম। তারা ২০১৪ সালে জঙ্গিদের স্ত্রী হতে সিরিয়ায় পাড়ি দেওয়া একাধিক বেলজিয়ান নারীর সন্তান। শুক্রবার তাদের দেশে ফেরানো হয়। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।

আইএস জঙ্গিদের ছয় সন্তানকে ফিরিয়ে নিলো বেলজিয়াম এই শিশুদের বয়স ছয় থেকে ১৮ মাসের মধ্যে। সিরিয়ার উত্তরাঞ্চলীয় কুর্দি এলাকায় মা-বাবাহীন হয়ে পড়েছির শিশুগুলো। শুক্রবার দিনের শেষভাগে টুইটারে দেওয়া এক পোস্টে ছয় শিশুকে দেশে ফেরানোর বিষয়টি নিশ্চিত করেন বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রী দিদিয়ের রেন্ডার্স।

তিনি বলেন, এই মাত্র সিরিয়া থেকে ছয় শিশু দেশে পৌঁছেছে। স্থানীয় অ্যাটর্নি এবং যুব সহায়তা সেবা কর্তৃপক্ষের মাধ্যমে তাদের তত্ত্বাবধান করা হচ্ছে।

২০১৯ সালের মার্চে সিরিয়ায় আইএসের সর্বশেষ ঘাঁটির দখল নেয় যুক্তরাষ্ট্র সমর্থিত কুর্দি বিদ্রোহী বাহিনী এসডিএফ। এর মধ্য দিয়ে জঙ্গিদের কথিত খিলাফতের অবসান ঘটে।

ইরাকে ২০০৩ সালের মার্কিন আগ্রাসনের পর সেখানে সৃষ্ট গোষ্ঠীদ্বন্দ্বের ফলস্বরূপ আইএসের জন্ম হয়। অতীতের যে কোনও জঙ্গিগোষ্ঠীর থেকে হিংস্রতা নিয়ে তারা আবির্ভূত হয় 'ইসলামিক স্টেট ইন ইরাক' নামে। ২০১১ সালে তারা রাক্কাকে রাজধানী ঘোষণা করে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরুদ্ধে ‘জিহাদ’ শুরু করে। গোষ্ঠীটির নতুন নামকরণ হয় ইসলামিক স্টেট অব ইরাক এ্যান্ড দি লেভান্ট (সিরিয়া)। এক সময় ইরাক-সিরিয়ার ৮৮ হাজার বর্গকিলোমিটার এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নেয় জঙ্গিগোষ্ঠীটি। তাদের শাসনের অধীনস্ত হয় প্রায় এক কোটি মানুষ। তবে মার্কিন ও রুশ বাহিনীর বিমান হামলার পাশাপাশি ইরাক ও সিরিয়ায় বিভিন্ন বাহিনীর প্রতিরোধ-যুদ্ধে পাঁচ বছর পর জঙ্গিরা সঙ্কুচিত হয়ে পড়ে সিরিয়ার ইউফ্রেটিস নদীর এক বাঁকে। সর্বশেষ মরুভূমিতে অবস্থিত সেই বাঘুজেতে বিজয় নিশান উড্ডয়ন করে কুর্দিদের বিদ্রোহীদের সংগঠন এসডিএফ।

উত্থান পরবর্তী সময়ে আইএস মসুল এবং তিকরিতসহ অনেক ইরাকি শহর এবং সিরিয়ার বৃহত্তম হোমস তেলক্ষেত্র দখল করে জঙ্গি ধর্মীয় রাষ্ট্রব্যবস্থা কায়েম করে।  তেল বিক্রি, চাঁদাবাজি, অপহরণ এবং ডাকাতি করে তারা শত শত কোটি ডলার আয় করে। পশ্চিমা জিম্মিদের শিরশ্ছেদসহ বহু নৃশংস কর্মকাণ্ডের ভিডিও প্রচার করে আইএস। উন্মত্ততা প্রচারের মধ্য দিয়ে সারা বিশ্ব থেকে হাজার হাজার যোদ্ধা সংগ্রহ করে তারা। ইরাকের ইয়াজিদি সম্প্রদায়ের লোকদের হত্যা এবং ইয়াজিদি নারীদের যৌনদাসত্বে বাধ্য করে। তবে সিরিয়ার সরকারি বাহিনী এবং কুর্দি-প্রধান এসডিএফ বাহিনীর সাথে যুদ্ধে একের পর এক পরাজয় ঘটতে থাকে তাদের।

/এমপি/
সম্পর্কিত
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
ইসরায়েলের আকরে শহরে হামলার দাবি করলো হিজবুল্লাহ
সর্বশেষ খবর
নির্দেশের পরও হল ত্যাগ করছেন না চুয়েট শিক্ষার্থীরা, বাসে আগুন
নির্দেশের পরও হল ত্যাগ করছেন না চুয়েট শিক্ষার্থীরা, বাসে আগুন
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
এক কোরাল ৩৩ হাজার টাকায় বিক্রি
এক কোরাল ৩৩ হাজার টাকায় বিক্রি
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা