X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

কাশ্মিরে ফের ভারতের সামরিক কনভয়ে হামলা

বিদেশ ডেস্ক
১৭ জুন ২০১৯, ২১:১৯আপডেট : ১৮ জুন ২০১৯, ০০:০৪

ভারত অধিকৃত জম্মু ও কাশ্মিরের পুলওয়ামায় সোমবার ফের একটি সামরিক কনভয়ে হামলা চালানো হয়েছে। এর আগে গত ফেব্রুয়ারিতেও অঞ্চলটিতে সিআরপিএফ-এর বাসে আত্মঘাতী হামলা চালানো হয়েছিল। ওই হামলায় ৪০ ভারতীয় জওয়ান নিহত হয়। সোমবারের হামলায় পাঁচ জওয়ান আহতের খবর পাওয়া গেছে। তবে এখন পর্যন্ত প্রাণহানির কোনও সংবাদ পাওয়া যায়নি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

কাশ্মিরে ফের ভারতের সামরিক কনভয়ে হামলা

প্রতিবেদনে বলা হয়, রবিবার পুলওয়ামার আরিহাল গ্রামের কাছে ৪৪ রাষ্ট্রীয় রাইফেলস বাহিনীর ওপর হামলা চালানো হয়। এতে বাহিনীর ক্যাসপার গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে। এরপরই তীব্র গুলিবর্ষণ ও পাথর নিক্ষেপ শুরু হয়।

এর আগে দক্ষিণ কাশ্মিরের অনন্তনাগেও হামলার ঘটনা ঘটে। এর ঘণ্টাখানেকের মধ্যেই পুলওয়ামায় হামলা চালানো হয়।

কাশ্মিরে সশস্ত্র বিদ্রোহী সংগঠনগুলোর কেউ কেউ সরাসরি স্বাধীনতার দাবিতে আন্দোলনরত। কেউ কেউ আবার ‘ভারতীয় আধিপত্যবাদ’ মোকাবিলায় অঞ্চলটিকে পাকিস্তানের অঙ্গীভূত করার পক্ষে। ইতিহাস পরিক্রমায় ক্রমেই সেখানকার স্বাধীনতা আন্দোলনের ইসলামিকরণ হয়েছে। এখন সেখানকার বিদ্রোহী সংগঠনগুলোর মধ্যে হিজবুল মুজাহিদীন সবচেয়ে সক্রিয়। তবে ভারতীয় কর্তৃপক্ষ কাশ্মিরের জাতিমুক্তি আন্দোলনকে বিভিন্ন জঙ্গিবাদী তৎপরতা থেকে আলাদাভাবে দেখে না। সন্দেহভাজন জঙ্গি নাম দিয়ে বহু বিদ্রোহীর পাশাপাশি বেসামরিকদের হত্যার অভিযোগ রয়েছে ভারতীয় বাহিনীর বিরুদ্ধে।

সোমবার এমন সময়ে কাশ্মিরে ভারতীয় বাহিনীর কনভয়ে এ হামলার ঘটনা ঘটলো, যার মাত্র কিছুদিন আগেই ঝাড়খণ্ডে রক্তক্ষয়ী মাওবাদী হামলার কবলে পড়ে দেশটির নিরাপত্তা বাহিনী। গত ১২ জুন কাশ্মিরের অনন্তনাগ জেলায় সেন্ট্রাল রিজার্ভ পুলিশ বাহিনী (সিআরপিএফ)-এর টহল দলের ওপর হামলায় অন্তত পাঁচ জওয়ান নিহত হন।

/এমপি/এমওএফ/
সম্পর্কিত
জলপাইগুড়িতে বিজেপির ইস্যু বাংলাদেশের তেঁতুলিয়া করিডর
ইডি হেফাজতে আরও ৪ দিন কেজরিওয়াল
সরকার ক্ষমতায় থাকতে ভোটের ওপর নির্ভর করে না: সাকি
সর্বশেষ খবর
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বিরল সূর্যগ্রহণ দেখতে নায়াগ্রা জলপ্রপাতে জড়ো হবেন ১০ লাখ দর্শনার্থী
বিরল সূর্যগ্রহণ দেখতে নায়াগ্রা জলপ্রপাতে জড়ো হবেন ১০ লাখ দর্শনার্থী
সর্বাধিক পঠিত
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!