X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

প্রথম নারী প্রেসিডেন্ট পেতে যাচ্ছে ইউরোপীয় কমিশন?

বিদেশ ডেস্ক
০৩ জুলাই ২০১৯, ০১:১৭আপডেট : ০৩ জুলাই ২০১৯, ১০:২৯

ইউরোপীয় কমিশনের পরবর্তী প্রধান হিসেবে জার্মানির প্রতিরক্ষামন্ত্রী উরসুলা ভন ডার লিয়েনকে মনোনয়ন দিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেতারা। তিন দিনের দীর্ঘ সম্মেলন শেষে মঙ্গলবার জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মের্কেলের এই ঘনিষ্ঠ সহযোগীকে মনোনয়ন দেওয়া হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, এখন ইউরোপীয় পার্লামেন্টের অনুমোদন পেলে তিনিই হবেন ইউরোপীয় কমিশনের প্রথম নারী প্রেসিডেন্ট। জার্মানির প্রতিরক্ষামন্ত্রী উরসুলা ভন ডার লিয়েন ইউরোপীয় নেতাদের মনোনয়ন পাওয়ার পর চূড়ান্তভাবে ইউরোপীয়ান কমিশনের প্রেসিডেন্ট নির্বাচিত হতে ভন ডার লিয়েনকে ৫৭১ সদস্যের ইইউ পার্লামেন্টের দুই তৃতীয়াংশের সমর্থন পেতে হবে। পার্লামেন্ট সদস্যের সমর্থন পেলে কমিশনের বর্তমান প্রেসিডেন্ট জেন ক্লদ জাঙ্কারের স্থলাভিষিক্ত হবেন তিনি। আশা করা হচ্ছে আগামী ৩১ অক্টোবর নিজের পদ ছেড়ে যাবেন জাঙ্কার।
মঙ্গলবার ইউরোপীয় ইউনিয়নের মোট পাঁচটি শীর্ষ পদে মনোনয়ন চূড়ান্ত করেছেন ইইউ নেতারা। ইউরোপীয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্কের স্থলাভিষিক্ত হতে মনোনয়ন পেয়েছেন বেলজিয়ামের উদারপন্থী প্রধানমন্ত্রী চার্লস মাইকেল। ইইউ এর পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান হিসেবে মনোনয়ন পেয়েছেন স্পেনের পররাষ্ট্রমন্ত্রী জোসেফ বোরেল। এছাড়া ইউরোপীয় ইউনিয়নের কেন্দ্রীয় ব্যাংক (ইসিবি) প্রধান হিসেবে মনোনীত হয়েছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রধান ক্রিস্টিন লগার্দে। ইসিবি'র বর্তমান প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন মারিও দ্রাঘি। ইউরোজোনের ঋণ সংকটের সময়ে ইইউ এর অভিন্ন মুদ্রা ইউরো রক্ষার কৃতিত্ব পেয়ে থাকেন তিনি।

শীর্ষ পদগুলোতে মনোনয়ন চূড়ান্ত করবার পর ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক বলেন, 'ইউরোপীয় পার্লামেন্টের প্রথম অধিবেশনের আগেই আমরা পুরো প্যাকেজ-এর বিষয়ে একমত হতে পেরেছি'। শীর্ষ পদগুলোতে মনোনয়নের ক্ষেত্রে নারী-পুরুষ সমতার প্রশংসা করেন তিনি। টাস্ক জানান, ভন ডার লিয়েন এর মনোনয়ন নিশ্চিত হলেও জোট গঠন ইস্যুতে তাকে সমর্থন দেওয়া থেকে বিরত থাকে জার্মানি। যদিও ব্যক্তিগতভাবে তাকে সমর্থন করেন জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মের্কেল।





/জেজে/
সম্পর্কিত
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
ইউরোপে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তাপমাত্রা বাড়ছে
রুশ বিদ্যুৎকেন্দ্রে ইউক্রেনের হামলা, ৫০টি ড্রোন ভূপাতিতের দাবি মস্কোর
সর্বশেষ খবর
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
‘নীরব এলাকা’, তবু হর্নের শব্দে টেকা দায়
‘নীরব এলাকা’, তবু হর্নের শব্দে টেকা দায়
নির্দেশের পরও হল ত্যাগ করছেন না চুয়েট শিক্ষার্থীরা, বাসে আগুন
নির্দেশের পরও হল ত্যাগ করছেন না চুয়েট শিক্ষার্থীরা, বাসে আগুন
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা