X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

টাইগারদের লড়াইয়ে মুগ্ধ ভারতীয়রাও

আশিষ বিশ্বাস, কলকাতা
০৩ জুলাই ২০১৯, ২২:০০আপডেট : ০৩ জুলাই ২০১৯, ২৩:১৪

বিশ্বকাপ ক্রিকেটে ভারতের সঙ্গে হেরে সেমিফাইনাল স্বপ্ন ভেঙে গেছে বাংলাদেশের। বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতের সঙ্গে ২৮ রানে হারলেও ঠিকই মন জয় করে নিয়েছেন টাইগাররা। ভারতীয় ক্রিকেট ভক্তদেরও সমর্থন পেয়েছে বাংলাদেশ দল। বাংলাদেশিদের হার না মানা প্রত্যয়ের ভূয়সী প্রশংসা করেছে কট্টর ভারতপন্থী অনেক বিশ্লেষক ও লেখক।

টাইগারদের লড়াইয়ে মুগ্ধ ভারতীয়রাও

ভারতের বৃহত্তম ইংরেজি দৈনিক দ্য টাইমস অব ইন্ডিয়ার ক্রিকেট বিষয়ক প্রতিবেদক বার্মিংহাম থেকে জানান, ‘৩১৫ রানের স্কোর অনেক চ্যালেঞ্জিং। কিন্তু ৪৮ ওভারে ২৮৬ রান করা বাংলাদেশ ঠিকই লড়াই করে যাচ্ছিলো। তাদের লড়াইয়ে কখনোই ওই স্কোরকে ধরাছোঁয়ার বাইরে মনে হয়নি। কিন্তু নিয়মিত বিরতিতে উইকেট পড়ে যাওয়ায় আর সেই লক্ষ্যে পৌঁছাতে পারেনি তারা। কিন্তু নতুন ফরম্যাটের এই বিশ্বকাপ সূচিতে দারুণ খেলেছে বাংলাদেশ। আর আবারও সাকিব ৭৪ বলে ৬৬ রান করে দলকে এগিয়ে নিয়েছেন। তিনিই টুর্নামেন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়।

কলকাতাভিত্তিক ইংরেজি দৈনিক সময় পরিবর্তনে এক ভারতীয় সাংবাদিক লেখেন, টুর্নামেন্টে ‘কালো ঘোড়া’ হিসেবে এলেও বাংলাদেশ ধারাবাহিকভাবে ভালো খেলে এই বিশ্বকাপে সবাইকে চমকে দিয়েছেন। মাশরাফি মুর্তজা, সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানসহ অন্য ক্রিকেটারদের প্রতি বিসিবির অব্যাহত সমর্থনের প্রতিফলনই ছিল এটা আসলে।

সবশেষে ভারতের কঠিন ও দৃঢ়চেতা অধিনায়কও বাংলাদেশের প্রশংসা করেন। তিনি বলেন, পুরো কৃতিত্ব বাংলাদেশের। এই দলটি ধারাবাহিকভাবে ভালো খেলছে। আজকেও তারা শেষ বল পর্যন্ত লড়াই করেছে।

কলকাতার সাবেক ক্রীড়া প্রতিবেদক প্রভাত মিশ্র বলেন, ‘আজকে টেলিভিশনে ম্যাচ দেখার সময় আমি অনেক ভারতীয়র চেহারায় উদ্বেগ দেখেছি। তামিম, সাকিব, লিটন এবং পরবর্তীতে যখন সাইফুদ্দিন আমাদের বোলারদের বাউন্ডারিতে পাঠাচ্ছিলো, অনেক ভারতীয়র চোখেমুখে তখন উদ্বেগ। প্রয়োজনীয় রানরেটও সাধ্যের মধ্যে ছিল সবসময়। সৌভাগ্যবশত আমরা জিতেছি। তারা মাত্র ২৯ রানে হেরেছে। আমাদের নির্বাচক এবং বিশেষজ্ঞরা তাই নতুন করে ভাবতে শুরু করেছেন।

দেশটির বৃহত্তম বাংলা পত্রিকা আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়, এই হারে তারা টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছে কিন্তু বিনাযুদ্ধে এক ইঞ্চি ময়দানও ছাড়েনি। মহাভারত মহাকাব্য থেকে এক লাইন জুড়ে তারা শিরোনাম করে ‘বিনা যুদ্ধে সুচিগ্র মেদেনি ছাড়েনি তারা।’ এছাড়াও সাকিবের নৈপুণ্য, মুস্তাফিজুরের দারুণ বোলিং ও সাইফুদ্দিনের দায়িত্বশীল ব্যাটিংয়ের কথাও আলাদাভাবে উঠে আসে।
ভারতের প্রায় সবক’টি পত্রিকাই লিখেছে, ভারতের সেঞ্চুরিয়ান রোহিত শর্মার সহজ ক্যাচটি তামিম ইকবাল ধরতে পারলে ম্যাচের ফল কি হতে পারতো। ওই ক্যাচ মিসের পর উদ্বোধনী জুটিতে ১৮০ রান যোগ করেন দুই ওপেনার। শেষে বাংলাদেশ পান্ডিয়া ও ধোনির মতো হার্ডহিটার ব্যাটসম্যানকে আউট করায় ২০/৩০ রান কম হয় বলে মনে করেন বেশিরভাগ পর্যবেক্ষক।

বাংলাদেশের লড়াইয়ের প্রশংসা করে অমিত মিশ্র বলেন, মূলত অভিজ্ঞতার অভাব এবং ভারতের বিরুদ্ধে লেখার উত্তেজনায় বাংলাদেশ পিছিয়ে পড়েছে। তামিম ও সৌম্য ভালোভাবেই ভারতের পেস আক্রমণ সামাল দিয়েছেন। তামিমের আউটটি দুর্ভাগ্যজনক ছিল। শাকিব নিখুঁত খেলেছেন। লিটন বেশি আগ্রাসী হতে গিয়ে ফাঁদে পা দিয়েছেন। রানের চাপ খুব বেশি না থাকায় তিনি আরও ধৈর্য ধরে খেলতে পারতেন।

/এমএইচ/এমওএফ/
সম্পর্কিত
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা
ভারতের মণিপুরে হয়রানির শিকার হয়েছে সাংবাদিক-সংখ্যালঘুরা: যুক্তরাষ্ট্র
ভারতের রাষ্ট্রপতির হাত থেকে পদ্মশ্রী নিলেন রেজওয়ানা চৌধুরী বন্যা
সর্বশেষ খবর
দুর্নীতি মামলায় এসকে সিনহার বিরুদ্ধে প্রতিবেদন ২৬ জুন
দুর্নীতি মামলায় এসকে সিনহার বিরুদ্ধে প্রতিবেদন ২৬ জুন
পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ২ জনের
পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ২ জনের
শচীনের ৫১, জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত ‘ক্রিকেট ঈশ্বর’
শচীনের ৫১, জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত ‘ক্রিকেট ঈশ্বর’
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা