X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

মেক্সিকোর সেই ‘মাদক সম্রাট’র যাবজ্জীবন

বিদেশ ডেস্ক
১৮ জুলাই ২০১৯, ০২:২৫আপডেট : ১৮ জুলাই ২০১৯, ০২:৩০
image

'এল চ্যাপো' নামে পরিচিত কুখ্যাত মেক্সিকান মাদ্রক সম্রাট হোয়াকিন গুজমানকে যাবজ্জীবন কারাদণ্ডসহ আরও ৩০ বছরের সাজা দিয়েছে যুক্তরাষ্ট্রের আদালত। গত ফেব্রুয়ারিতে নিউ ইয়র্কের ফেডারেল কোর্টে মাদক ও অর্থ পাচারসহ মোট ১০ টি অভিযোগে দোষী সাব্যস্ত হয় ৬২ বছর বয়সী গুজমান।

মেক্সিকোর সেই ‘মাদক সম্রাট’র যাবজ্জীবন

এল চ্যাপোর মাদক ও অপরাধ চক্র মেক্সিকো ছাড়িয়ে যুক্তরাষ্ট্রসহ আমেরিকার বিভিন্ন দেশে কোকেন, হেরোইন, মারিজুয়ানা ও মেথাম্ফেটামাইন পাচারের জন্য কুখ্যাত। ২০১৫ সালে মেক্সিকোর সুরক্ষিত কারাগার থেকে টানেল খুঁড়ে পালিয়েছিল গুজমান। আবার ধরা পড়ার পর ২০১৭ সালে তাকে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করা হয়। 

বিবিসির এক প্রতিবেদন অনুযায়ী, প্রত্যক্ষদর্শীরা শুনানিকালে জানিয়েছেন, গুজমান তার কার্টেলের বিরুদ্ধের মানুষদের নির্যাতন এবং হত্যা করত। বুধবার ব্রুকলিনের আদালতকক্ষে সাজার রায় ঘোষণার আগে এক দোভাষীর মাধ্যমে গুজমান বলে, যুক্তরাষ্ট্রে তাকে আটকে রাখা দিনে ২৪ ঘণ্টাই মানসিক নিপীড়ন এবং মানবেতর অবস্থায় রাখার সামিল। তার অভিযোগ, খারাপ আচরণের পাশাপাশি ন্যায়বিচার থেকে বঞ্চিত করা হয়েছে তাকে।

গুজমানের বিরুদ্ধে প্রমাণিত অভিযোগের ন্যূনতম সাজা হিসাবেই তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাড়তি ৩০ বছরের সাজা ঘোষণা করা হয়েছে আগ্নেয়াস্ত্রের বেআইনি ব্যবহারের অপরাধে। তাকে প্রায় তেরশ কোটি মার্কিন ডলার জরিমানও গুনতে হবে।

গুজমানকে কলোরাডোর ফ্লোরেন্সে দেশটির সবচেয়ে সুরক্ষিত ফেডারেল কারাগারে রাখা হবে। এ বিষয়ে সরকার পক্ষের আইনজীবীদের মত, গুজমান ‘টন টন স্টিলের পেছনে’ কারাভোগ করবেন। আদালতের রায়ের বিরুদ্ধে গুজমান আবেদন করবে কিনা তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এর আগে ২০০১ ও ২০১৫ সালে মেক্সিকোর কারাগার থেকে কৌশলে পালিয়েছিল  ‘এল চ্যাপো’ বা ‘পিচ্চি’ নামে পরিচিত গুজমান। গত কয়েক দশকে সে বিশ্বের সবচেয়ে সুগঠিত ও অন্যতম ক্ষমতাশালী অপরাধী চক্রের ‘বস’ হয়ে উঠেছিল, এমনকি ফোর্বস সাময়িকীতে বিশ্বের র্শীর্ষস্থানীয় কোটিপতিদের তালিকায় তার নাম উঠেছিল। সর্বশেষ ২০১৬ সালের জানুয়ারিতে গুজমানকে মেক্সিকোর উত্তরাঞ্চলীয় শহর লস মোচিস থেকে গ্রেপ্তার করা হয়। পরের বছরে মেক্সিকো সরকার তাকে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করে।



/বিএ/
সম্পর্কিত
বিরল সূর্যগ্রহণ দেখতে নায়াগ্রা জলপ্রপাতে জড়ো হবেন ১০ লাখ দর্শনার্থী
ইউএস-মেক্সিকো সীমান্তে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩ নিরাপত্তারক্ষী
ট্রাম্পের চাপের মুখে পদত্যাগ করলেন রিপাবলিকান পার্টির প্রধান
সর্বশেষ খবর
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’