X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

রুশ বিমান লক্ষ্য করে কয়েকশ সতর্কতামূলক গুলি ছুড়লো দক্ষিণ কোরিয়া

বিদেশ ডেস্ক
২৩ জুলাই ২০১৯, ১৫:১০আপডেট : ২৩ জুলাই ২০১৯, ১৬:৫৮
image

রুশ ও চীনা বিমানের বিরুদ্ধে দক্ষিণ কোরিয়ার আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ তুলেছে সিউল। রাশিয়ার একটি সামরিক বিমান লক্ষ্য করে দক্ষিণ কোরীয় বিমান থেকে কয়েকশ’ রাউন্ড সতর্কতামূলক গুলিও ছোড়া হয়েছে। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা কর্মকর্তারা জানিয়েছেন, মঙ্গলবার (২৩ জুলাই) তাদের দেশের যুদ্ধবিমান থেকে এসব গুলি ছোড়া হয়। তবে আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ অস্বীকার করে রাশিয়া বলছে, দক্ষিণ কোরিয়ার পাইলটরা বেপরোয়া আচরণ করছে। আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ অস্বীকার করেছে চীনও।

প্রতীকী ছবি
দক্ষিণ কোরিয়ার জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা সিউলে বলেন, প্রথমবারের মতো একটি রুশ সামরিক বিমান দক্ষিণ কোরীয় আকাশসীমা লঙ্ঘন করেছে। মঙ্গলবার (২৩ জুলাই) মন্ত্রণালয় দাবি করে, এদিন সকালে দুটি রুশ ও দুটি চীনা বোমারু বিমান একসঙ্গে কোরিয়া এয়ার ডিফেন্স আইডেন্টিফিকেশন জোন (কাডিজ)-এ প্রবেশ করে। আবার সকাল ৯টার পর পর আলাদা একটি রুশ বিমান ডোকডো দ্বীপের উপর দিয়ে দক্ষিণ কোরিয়ার আকাশসীমায় প্রবেশ করে। ডোকডো দ্বীপটি দক্ষিণ কোরিয়ার নিয়ন্ত্রণাধীন। তবে জাপানও এর মালিকানা দাবি করে থাকে এবং একে ডাকে তাকেশিমা নামে।

রুশ বার্তা সংস্থা আরআইএ’র প্রতিবেদন অনুযায়ী, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় নিজেদের কৌশলগত বোমারু বিমানের দক্ষিণ কোরীয় আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ অস্বীকার করেছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, দক্ষিণ কোরীয় সামরিক বিমান হঠাৎ রুশ বোমারু বিমানের কাছাকাছি চলে এসেছিল এবং তাদের মধ্যে কোনও যোগাযোগ হয়নি।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, দক্ষিণ কোরিয়ার এয়ার ডিফেন্স আইডেন্টিফিকেশন জোন কোনও রাষ্ট্রাধীন আকাশসীমা নয়। সেখানে সব দেশের বিমানেরই চলাচলের স্বাধীনতা রয়েছে।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ-এর এক কর্মকর্তা জানান, রুশ বিমান লক্ষ্য করে তার দেশের যুদ্ধবিমান থেকে ৩৬০ রাউন্ড গুলি ছোড়া হয়েছে। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা রয়টার্সকে বলেন, রাশিয়ার বিমান কোনও হুমকিমূলক জবাব দেয়নি। বিমানটি দক্ষিণ কোরিয়ার আকাশসীমা ছেড়ে গিয়েছিল। তবে ২০ মিনিট পর আবার সেটি প্রবেশ করে। এতে আরও বেশি করে সতর্কতামূলক গুলি ছুড়তে বাধ্য হয় সিউল।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট কার্যালয় জানিয়েছে, সে দেশের শীর্ষ নিরাপত্তা উপদেষ্টা চুং ইউই ইয়ং রুশ নিরাপত্তা পরিষদের সেক্রেটারি নিকোলাই পাত্রুশেভের কাছে আকাশসীমা লঙ্ঘনের ব্যাপারে কঠোর আপত্তি জানিয়েছেন। তিনি বলেছেন, ‘আমরা এ ঘটনাকে গভীরভাবে আমলে নিয়েছি। যদি এ ধরনের পরিস্থিতির পুনরাবৃত্তি ঘটে, তবে আমরা আরও কঠোর ব্যবস্থা নেবো।’

/এফইউ/এমওএফ/
সম্পর্কিত
মিয়ানমারে বিদ্রোহী-নিয়ন্ত্রিত শহরে কোণঠাসা জান্তা
আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা চায় চীন ও ইন্দোনেশিয়া
ভারতীয় নিরাপত্তাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে ২৯ মাওবাদী নিহত
সর্বশেষ খবর
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া