X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

গরুই একমাত্র প্রাণী যে বাতাসে অক্সিজেন ছাড়ে, বললেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী

বিদেশ ডেস্ক
২৬ জুলাই ২০১৯, ১৮:০০আপডেট : ২৬ জুলাই ২০১৯, ১৮:৫৩
image

গরুকে কেন্দ্র করে সহিংসতা-হত্যাযজ্ঞ আর গরু বন্দনা ক্ষমতাসীন বিজেপি নেতৃত্বের জন্য নতুন কিছু নয়। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ সিং সেই বন্দনায় নতুন মাত্রা যোগ করে খবরের শিরোনাম হয়েছেন। তিনি দাবি করেছেন, গরুই একমাত্র প্রাণী যে অক্সিজেন গ্রহণের পাশাপাশি বাতাসে অক্সিজেন ছাড়ে। বৃহস্পতিবার (২৫ জুলাই) তার এ সংক্রান্ত ভাষ্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।    

প্রতীকী ছবি

বৃহস্পতিবার দেরাদুন এলাকায় একটি অনুষ্ঠানে যোগ দেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত। গরুর দুধ এবং গোমূত্রে থাকা ঔষধি গুণাগুণ নিয়ে কথা বলছিলেন তিনি। ভাইরাল হওয়া ওই ভিডিওতে তাকে বলতে শোনা যায়, গরুই একমাত্র প্রাণী যেটি অক্সিজেন গ্রহণের পাশাপাশি বাতাসে অক্সিজেনের জোগানও দেয়। তিনি আরও বলেন, গরুর সান্নিধ্যে থাকলে শ্বাসকষ্টজনিত সমস্যা থেকেও মুক্তি পাওয়া যায়। শুধু তা-ই নয়, গরুর কাছাকাছি থাকলে যক্ষ্মার মতো রোগও সেরে যায় বলে দাবি তার।

মুখ্যমন্ত্রীর দফতর থেকে এক কর্মকর্তা ত্রিবেন্দ্র সিং রাওয়াতের বক্তব্যের পক্ষে সাফাই গেয়েছেন। বলেছেন, এতে অবাক হওয়ার কিছুই নেই। উত্তরাখণ্ডের পাহাড়ে বসবাসকারী সাধারণ মানুষের বিশ্বাসের প্রতিফলনই ঘটেছে ত্রিবেন্দ্র রাওয়াতের মন্তব্যে। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, ‘এতদিন গরুর দুধের এবং মূত্রের ঔষধি গুণ সম্পর্কে সকলেই ওয়াকিবহাল ছিলেন। পাহাড়ের মানুষরা এটাও বিশ্বাস করেন, গরু তাদের অক্সিজেন দেয়।’

দিন কয়েক আগেই আবার উত্তরাখণ্ডের বিজেপি রাজ্য সভাপতি ও সংসদ সদস্য অজয় ভাট দাবি করেছিলেন, অন্তঃসত্ত্বা মহিলারা যদি গারুদ গঙ্গার জল পান করেন, তবে সিজারিয়ান ডেলিভারি এড়িয়ে যাওয়া সম্ভব। আর এরপরই প্রকাশ্যে এলো উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর এই মন্তব্য।

গত কয়েক বছরে উত্তর ভারতে, বিশেষ করে বিহার, উত্তরপ্রদেশ, রাজস্থানের মতো রাজ্যে কথিত গো-রক্ষকদের তাণ্ডব এবং গরুচোর সন্দেহে গণপিটুনির ঘটনা নিয়মিত বিষয় হয়ে দাঁড়িয়েছে। বিজেপি সরকার ক্ষমতায় আসার পর গরু জবাইকারী সন্দেহে মুসলমান ও দলিতদের ওপর হামলার সংখ্যা বেড়েছে। হিউম্যান রাইটস ওয়াচ বলছে, ২০১৫ থেকে ২০১৮ সালে ভারতে গরুকেন্দ্রিক সহিংসতায় অন্তত ৪৪ জনকে হত্যা করা হয়েছে৷

/এফইউ/বিএ/এমওএফ/
সম্পর্কিত
ভারতে দ্বিতীয় দফায় ভোটপ্রচণ্ড গরমেও ভোটকেন্দ্রে ভোটার, ভোটদানের হার ৬১ শতাংশ
ভোট গণনা প্রক্রিয়ায় কোনও পরিবর্তন হবে না: ভারতীয় সুপ্রিম কোর্ট
কেমন চলছে ভারতের লোকসভার দ্বিতীয় দফার ভোট?
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা