X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

কারগিল যুদ্ধের বিজয় দিবসে পাকিস্তানকে ভারতীয় সেনাপ্রধানের হুঁশিয়ারি

বিদেশ ডেস্ক
২৬ জুলাই ২০১৯, ১৯:৪০আপডেট : ০৯ ডিসেম্বর ২০২১, ১২:১৫

কারগিল যুদ্ধের ২০তম বিজয় বার্ষিকীতে পাকিস্তানের প্রতি হুঁশিয়ারি জানিয়েছেন ভারতের সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত। তিনি বলেছেন, আগামীতে কারগিলের মতো ভুল অভিযানে নামলে পাকিস্তানকে আরও ভয়ঙ্কর পরিস্থিতিতে পড়তে হবে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এ খবর জানিয়েছে।

কারগিল যুদ্ধের বিজয় দিবসে পাকিস্তানকে ভারতীয় সেনাপ্রধানের হুঁশিয়ারি

যুদ্ধে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে জেনারেল বিপিন রাওয়াত বলেন, এমন ভুল আর করবেন না। আগামীতে এমন হলে আরও ভয়ঙ্কর পরিণতি হবে।

একদিন আগে ভারতীয় সেনাপ্রধান কারগিলের মতো যুদ্ধের কথা উড়িয়ে দিয়েছিলেন। তিনি বলেন, ১৯৯৯ সালের তুলনায় ভারতীয় সশস্ত্র বাহিনী এখন অনেক শক্তিশালী। ওই সময় পাকিস্তান সেনাবাহিনী ভুল অভিযানে নেমেছিল। তারা বুঝতে পারেনি ভারতীয় সেনা ও রাজনৈতিক শক্তি কখনোই তাদের জয়ী হতে দেবে না।

কারগিল যুদ্ধের সময় পাকিস্তানি অনুপ্রবেশকারীদের ইঙ্গিত করে জেনারেল বিপিন বলেন, পাকিস্তান যত উঁচু পাহাড়ই দখল করুক না কেন, কার্গিলের মতো আবার ভারতীয় সেনাবাহিনী তা পুনর্দখল করবে।

জেনারেল বিপিন আরও বলেন, পাকিস্তানের বরং নিজেদের এলাক নিয়ে সতর্ক থাকা উচিত। কারণ ভারত চাইলেই পাকিস্তানের ভূমি দখল করে নিতে পারে। কারগিলে পাকিস্তানকে পিছনের পায়ে ঠেলে দিয়েছে। আগামী দিনেও তাই করে যাবে।

সম্প্রতি পুলওয়ামার হামলা নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান দাবি করেছিলেন ওই হামলার পিছনে পাকিস্তানের হাত নেই। হামলার ছক কাশ্মিরেই করা হয়েছিল। কিন্তু তার দাবিকে পাত্তাই দেননি বিপিন রাওয়াত। তিনি সাফ জানিয়েছেন, কে কি বলল, তাতে কিছু আসে যায় না। কারণ ভারত জানে সত্যিটা কী।

একই সঙ্গে ভারতীয় সেনাপ্রধানের দাবি, বর্তমানে ভারতে অনুপ্রবেশে পরিমান অনেক কমে গিয়েছে। এর পিছনে দুটি কারণ রয়েছে বলে তিনি জানান। প্রথমত, সীমান্তে ভারতীয় সেনাবাহিনী এখন আগের থেকে অনেক বেশি সতর্ক রয়েছে। আর দ্বিতীয়ত কাশ্মিরে বাহিনীর উপস্থিতিও আগের থেকে বাড়ানো হয়েছে। ফলে কার্গিলের মতো নিয়ন্ত্রণরেখা পার করার চেষ্টা করলে, এখন পাকিস্তানকে কেবলই মৃতদেহ নিয়ে যেতে হবে।

কারগিল যুদ্ধ শুরু হয় ৩ মে ’৯৯। শেষ ২৬ জুলাই ’৯৯। লড়াই চলে মোট ২ মাস তিন সপ্তাহ ২ দিন। যদিও ১৪ জুলাই অটলবিহারী বাজপেয়ী ‘অপারেশন বিজয়’-এর সাফল্য ঘোষণা করেছিলেন।

 

 

/এএ/
সম্পর্কিত
জলপাইগুড়িতে বিজেপির ইস্যু বাংলাদেশের তেঁতুলিয়া করিডর
ইডি হেফাজতে আরও ৪ দিন কেজরিওয়াল
সরকার ক্ষমতায় থাকতে ভোটের ওপর নির্ভর করে না: সাকি
সর্বশেষ খবর
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা