X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

ভিডিও প্রকাশ করে হংকংকে চীনা সেনাবাহিনীর হুমকি!

বিদেশ ডেস্ক
০১ আগস্ট ২০১৯, ২১:০৬আপডেট : ০১ আগস্ট ২০১৯, ২১:০৮
image

দাঙ্গাবিরোধী প্রশিক্ষণের একটি ভিডিও প্রকাশ করেছে হংকং-এ মোতায়েন চীনের সেনাবাহিনী। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা তিন মিনিটের ওই ভিডিওতে চীনের সেনা সদস্যদের প্রশিক্ষণ নিতে দেখা গেছে। ওই অঞ্চলে টানা আট সপ্তাহের বিক্ষোভের জেরে সৃষ্ট উত্তেজনার মধ্যে এই ভিডিও প্রকাশ করা হলো। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, বিক্ষোভকারীদের হুঁশিয়ার করতে এই ভিডিও প্রকাশ করা হয়েছে বলে মনে করা হচ্ছে।

ভিডিও প্রকাশ করে হংকংকে চীনা সেনাবাহিনীর হুমকি!

এক সময়কার ব্রিটিশ উপনিবেশ হংকং এখন চীনের অংশ। যদিও ‘এক দেশ, দুই ব্যবস্থা’র অধীনে বেশ কিছু মাত্রায় স্বায়ত্তশাসন ভোগ করছে হংকং। অঞ্চলটির নিজস্ব বিচার ও আইন ব্যবস্থা রয়েছে, যা মূল চীনের চেয়ে ভিন্ন। গত ৯ জুন থেকে গণতন্ত্রপন্থীরা কথিত অপরাধী প্রত্যর্পণ বিল নিয়ে আন্দোলন শুরু করেছে। টানা আট সপ্তাহ ধরে সেই বিক্ষোভ চলছে। এতদিন পর্যন্ত এ বিষয়ে নিশ্চুপ ছিল চীনের পিপলস লিবারেশন আর্মি (পিএলএ)। তবে বুধবার ৯২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে হংকং-এ চীনা সেনানিবাসের কমান্ডার বিক্ষোভের বিষয়ে মুখ খুলেছেন। হংকং ভিত্তিক সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট জানিয়েছে ওই অনুষ্ঠানে সেনা কমান্ডার চেন দাওজিয়াং বলেছেন, ‘এসব সহ্য করা উচিত হবে না। আমরা এর কঠোর নিন্দা জানাচ্ছি।’

সেনাকমান্ডারের হুঁশিয়ারির পর চীনের সামাজিক যোগাযোগ মাধ্যম উইবুতে প্রকাশিত ভিডিওতে সারিবদ্ধ সেনা সদস্যদের গার্ড ও লাঠি হাতে দাঙ্গা বিরোধী অনুশীলন করতে দেখা যায়। ভিডিওতে ট্যাঙ্ক, রকেট লাঞ্চার, পানি ছোড়ার মেশিন ও কাঁটা তারের ব্যারিকেড দেখানোর পর ভারী অস্ত্রে সজ্জিত সেনা সদস্যদের হেলিকপ্টার থেকে অবতরণ করে রাস্তায় চলতে চলতে গুলিবর্ষণ করতে দেখা যায়।  এই সেনা সদস্যদের বিভিন্ন বাড়ির অভ্যন্তরে ঢুকে পড়ে তল্লাশি চালাতেও দেখা গেছে ওই ভিডিওতে।

আন্দোলনকারীদের আশঙ্কা, কথিত অপরাধী প্রত্যর্পণ বিল অনুমোদন করা হলে ভিন্নমতাবলম্বীদের চীনের কাছে প্রত্যর্পণের সুযোগ সৃষ্টি হবে। লাখো মানুষের উত্তাল গণবিক্ষোভের মুখে বিলটি থেকে পিছু হটতে বাধ্য হন হংকংয়ের চীনপন্থী শাসক ক্যারি ল্যাম। প্রথমে বিলের কার্যক্রম সাময়িকভাবে স্থগিতের ঘোষণা দিলেও পরে আন্দোলনের তীব্রতায় এটি ‘মৃত’ বলে ঘোষণা দেন তিনি। উদ্ভূত পরিস্থিতিতে এক বিবৃতিতে ক্ষমা চান হংকংয়ের বাসিন্দাদের কাছে। তবে এতে আশ্বস্ত হতে না পেরে বিক্ষোভ অব্যাহত রেখেছে সেখানকার নাগরিকেরা। তারা এখন বৃহত্তর গণতান্ত্রিক সংস্কার ও আন্দোলনে পুলিশি হস্তক্ষেপের নিরপেক্ষ তদন্তের দাবি তুলেছেন।  

গত রবিবারের বিক্ষোভ সহিংস ওঠার পরে বুধবার ৪০ জনেরও বেশি বিক্ষোভকারীকে দাঙ্গার অভিযোগে আদালতে হাজির করা হয়। দোষী প্রমাণিত হলে তাদের দশ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

পর্যবেক্ষকদের বিশ্বাস এই ভিডিও’র ফুটেজ হংকং থেকে ধারণ করা। কারণ ভিডিওতে হংকং-এর স্থানীয় ভাষায় কথা বলতে শোনা গেছে। এমনকি এতে ওই অঞ্চলের ট্যাক্সি ও স্থানীয় পুলিশের ব্যবহার করা একটি পতাকা উড়তে দেখা গেছে।

 

/জেজে/বিএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
নাটোরে উপজেলা নির্বাচনরুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া