X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

চীন ও রাশিয়াকে নিয়ে নতুন পারমাণবিক চুক্তি স্বাক্ষর করতে চান ট্রাম্প

বিদেশ ডেস্ক
০৩ আগস্ট ২০১৯, ০৮:৫০আপডেট : ০৩ আগস্ট ২০১৯, ০৮:৫৩

চীন ও রাশিয়াকে যুক্ত করে নতুন একটি পারমাণবিক চুক্তি স্বাক্ষরের আগ্রহ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই পরিকল্পনা নিয়ে দেশ দুটির সঙ্গে আলোচনা করার কথা জানিয়েছেন তিনি। এই আলোচনায় উভয় দেশই খুবই উৎসাহ দেখিয়েছে বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট। স্নায়ুযুদ্ধের যুগে স্বাক্ষরিত রাশিয়ার সঙ্গে স্বাক্ষরিত একটি পারমাণবিক চুক্তি বাতিলের পর নতুন অস্ত্র প্রতিযোগিতার আশঙ্কার মধ্যে এই পরিকল্পনার কথা জানালেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

শুক্রবার রাশিয়ার সঙ্গে ১৯৮৭ সালে স্বাক্ষরিত দ্য ইন্টারমিডিয়েট-রেঞ্জ নিউক্লিয়ার ফোর্সেস ট্রিটি (আইএনএফ) বাতিল করে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যান ও সোভিয়েত নেতা মিখাইল গর্বাচেভের শাসনামলে স্বাক্ষরিত এই চুক্তির আওতায় ৫০০ থেকে ৫ হাজার ৫০০ কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র উৎপাদন নিষিদ্ধ হয়েছিল। রাশিয়ার বিরুদ্ধে নতুন ক্ষেপণাস্ত্র মোতায়েনের মাধ্যমে এই চুক্তি লঙ্ঘনের অভিযোগ এনে ওই চুক্তি বাতিল করে যুক্তরাষ্ট্র। তবে এই অভিযোগ অস্বীকার করে আসছে রাশিয়া। দুই পরাশক্তির চুক্তি বাতিলের পর বিশ্বে নতুন করে অস্ত্র প্রতিযোগিতার আশঙ্কা তৈরি হয়।

চুক্তি বাতিলের পর নতুন পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতা কিভাবে এড়াবেন এমন প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেন তার প্রশাসন রাশিয়ার সঙ্গে নতুন পারমাণবিক চুক্তির বিষয়ে আলোচনা করছে। ‘যাতে করে তারাও কিছু ছাড় পায়, আমরাও কিছু ছাড় পাই’ বলেন তিনি। ট্রাম্প বলেন, ‘কোনও কোনও ক্ষেত্রে আমাদের চীনকেও যুক্ত করতে হবে’। নতুন এই চুক্তি স্বাক্ষরিত হবে বলে আশা প্রকাশ করে তিনি বলেন এটি দুনিয়ার জন্য একটি বড় ঘটনা হবে। সাংবাদিকদের তিনি বলেন, ‘এই নিয়ে আলোচনায় চীন খুবই উৎসাহ দেখিয়েছে আর রাশিয়ার মনোভাবও একই। সেকারনে আমার মনে হয় আমরা চুক্তিতে পৌঁছাতে পারবো’।

২০১৯ সালের শুরুতে যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের সামরিক জোট ন্যাটো রাশিয়ার বিরুদ্ধে আইএনএফ চুক্তি লঙ্ঘনের অভিযোগ তোলে। ট্রাম্প প্রশাসনের দাবি তাদের কাছে প্রমাণ রয়েছে রাশিয়া এসএসসি-৮ নামের পরিচিত ৯এম৭২৯ ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে। এই অভিযোগ ন্যাটোর কাছে তুলে ধরলে তারাও মার্কিন দাবির পক্ষে অবস্থান নেয়। তবে ক্রেমলিন এসব অভিযোগ অস্বীকার করেছে।

শুক্রবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেন, এই চুক্তি ভেস্তে যাওয়ার জন্য রাশিয়া এককভাবে দায়ী। ন্যাটো মিত্রদের পূর্ণ সমর্থনের মাধ্যমে যুক্তরাষ্ট্র নিশ্চিত হয়েছে যে চুক্তির শর্ত ভঙ্গের জন্য রাশিয়া দায়ী। এর ফলে এই চুক্তির শর্ত মানতে যুক্তরাষ্ট্রের আর কোনও দায়বদ্ধতা নেই। এরপরই রুশ বার্তা সংস্থা রিয়া নভোস্তি জানায়, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী এক বিবৃতিতে নিশ্চিত করেছেন চুক্তিটি ‘আনুষ্ঠানিকভাবে মৃত’।

দুই পরাশক্তির চুক্তি বাতিলের জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস সতর্ক করে দিয়ে বলেন, পারমাণবিক যুদ্ধ বন্ধের এক অমূল্য সম্ভাবনা নষ্ট হয়ে গেছে। তিনি বলেন, ‘এর মাধ্যমে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্রের হুমকি বাড়বে বৈ কমবে বলে মনে হয় না’। বৈশ্বিক অস্ত্র নিয়ন্ত্রণের জন্য  চুক্তি স্বাক্ষরের জন্য নতুন একটি সাধারণ উপায় তৈরিতে সব পক্ষকে আহ্বান জানান তিনি।

 

/জেজে/
সম্পর্কিত
ইউক্রেনে মার্কিন সামরিক সহায়তা আইনে বাইডেনের সই
দুর্নীতির অভিযোগে গ্রেফতার রুশ উপ-প্রতিরক্ষামন্ত্রী
ডিএনসিসি ও চীনের আনহুই প্রদেশের মধ্যে সহযোগিতামূলক চুক্তি সই
সর্বশেষ খবর
মিয়ানমারে ফেরত পাঠানো হলো সেনাসহ ২৮৫ বিজিপি সদস্যকে
মিয়ানমারে ফেরত পাঠানো হলো সেনাসহ ২৮৫ বিজিপি সদস্যকে
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
ইউক্রেনে মার্কিন সামরিক সহায়তা আইনে বাইডেনের সই
ইউক্রেনে মার্কিন সামরিক সহায়তা আইনে বাইডেনের সই
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা