X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

মালদ্বীপের সাবেক ভাইস প্রেসিডেন্টকে ফেরত পাঠিয়েছে ভারত

বিদেশ ডেস্ক
০৩ আগস্ট ২০১৯, ১৬:১২আপডেট : ০৩ আগস্ট ২০১৯, ১৬:১৫

নিজ দেশে হত্যাচেষ্টা ও দুর্নীতির অভিযোগের মুখে পড়া মালয়েশিয়ার সাবেক ভাইস প্রেসিডেন্ট আহমেদ আদিবকে ফেরত পাঠিয়েছে ভারত। নৌকায় করে পাসপোর্ট ছাড়াই ভারতে প্রবেশের চেষ্টার সময় গত বৃহস্পতিবার তাকে আটক করে ভারতীয় কর্তৃপক্ষ। শনিবার আদিবসহ তার সঙ্গে আটক নয় জনকে মালদ্বীপের সমুদ্রসীমায় দেশটির নিরাপত্তা বাহিনীর হাতে তুলে দিয়েছে ভারতীয় কোস্ট গার্ড। মালদ্বীপের সাবেক ভাইস প্রেসিডেন্ট আহমেদ আদিব

২০১৫ সালের জুলাইয়ে ৩৩ বছর বয়সে মালদ্বীপের সর্বকনিষ্ঠ ভাইস প্রেসিডেন্ট নিযুক্ত হন আহমেদ আদিব। এর কয়েক মাস পরেই তৎকালীন প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামিনকে বহনকারী একটি স্পিডবোটে রহস্যজনক বিস্ফোরণ ঘটে। ওই হামলায় প্রেসিডেন্ট অক্ষত থাকলেও তার স্ত্রী ও দুই সহযোগী আহত হন। এই বিস্ফোরণে আদিবের সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে। আদালতে হত্যা চেষ্টার অভিযোগ খারিজের পর চলতি বছরের মে মাসে কারাগার থেকে মুক্তি পান তিনি।

তবে নতুন করে ওই মামলায় তার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে মালয়েশিয়ার পুলিশ। এছাড়া ক্ষমতাসীন অবস্থায় তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগেরও তদন্ত শুরু হয়েছে। তদন্ত প্রক্রিয়ায় তার পাসপোর্ট জব্দ করেছে মালয়েশিয়ার বর্তমান সরকার।

এই বিষয়ে অবগত একটি সূত্রের বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, নিজের ও পরিবারের সদস্যদের জীবন নিয়ে শঙ্কায় গত ২৭ জুলাই ভারতগামী ভার্গো ৯ জাহাজের সঙ্গে যুক্ত একটি নৌকায় উঠে পড়েন আদিব। সিঙ্গাপুরের পতাকাবাহী জাহাজটির কর্তৃপক্ষকে ঘুষ দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করেন তিনি।

শনিবার দক্ষিণ ভারতের তামিল নাড়ু রাজ্যের তুতিকোরিন বন্দরে পৌঁছায় তাদের বহনকারী নৌকাটি। বেআইনিভাবে ভারতে প্রবেশের চেষ্টার অভিযোগে আদিবসহ নৌকাটির নয় আরোহীকে আটক করে কর্তৃপক্ষ। শনিবার তাদের মালদ্বীপের কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক তামিল নাড়ুর এক পুলিশ কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, শনিবার ভোরে মালদ্বীপের সমুদ্র সীমায় তাদের হস্তান্তর করা হয়েছে।

এর কয়েক ঘণ্টা পরে আদিবের আইনজীবী টবি ক্যাডম্যান জানিয়েছেন, ভারতের কাছে রাজনৈতিক আশ্রয় চাওয়ার প্রক্রিয়া শুরু করেছিলেন মালদ্বীপের সাবেক ভাইস প্রেসিডেন্ট। তিনি জানান নিজ দেশে ধারাবাহিকভাবে মারাত্মক রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত নিপীড়নের মুখে পড়ে ভারতের কাছে সুরক্ষার দাবি করতে চেয়েছিলেন।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রবিশ কুমার এক বিবৃতিতে জানিয়েছেন, আদিবকে ভারতে প্রবেশ করতে দেওয়া হয়নি কারণ তিনি কোনও স্বীকৃতি প্রবেশ পথ দিয়ে প্রবেশের চেষ্টা করেননি এবং বৈধ ভ্রমণ নথি দেখাতে পারেন নি।

মালদ্বীপের পুলিশ জানিয়েছে রাষ্ট্রীয় তহবিলের অপব্যবহারের মামলায় সাবেক ভাইস প্রেসিডিন্টকে বুধবার তদন্তকারীদের মুখোমুখি হতে হবে।

/জেজে/
সম্পর্কিত
জলপাইগুড়িতে বিজেপির ইস্যু বাংলাদেশের তেঁতুলিয়া করিডর
ইডি হেফাজতে আরও ৪ দিন কেজরিওয়াল
সরকার ক্ষমতায় থাকতে ভোটের ওপর নির্ভর করে না: সাকি
সর্বশেষ খবর
ধাক্কা মেরে ফেলে চাপা দিলো কাভার্ডভ্যান, মোটরসাইকেলচালক নিহত
ধাক্কা মেরে ফেলে চাপা দিলো কাভার্ডভ্যান, মোটরসাইকেলচালক নিহত
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!