X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

রাশিয়ায় বিরোধী রাজনীতিকদের ওপর ব্যাপক ধরপাকড়

বিদেশ ডেস্ক
০৩ আগস্ট ২০১৯, ১৯:৩৩আপডেট : ০৩ আগস্ট ২০১৯, ১৯:৩৫

রাশিয়ায় বিরোধী রাজনীতিকদের ওপর ব্যাপক ধরপাকড় শুরু করেছে দেশটির পুলিশ। শনিবার একদিনেই অবাধ নির্বাচনের দাবিতে বিক্ষোভে অংশ নেওয়া প্রায় শতাধিক আন্দোলনকারীকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে খ্যাতনামা অ্যাক্টিভিস্ট, আইনজীবী, বিরোধীদলীয় প্রভাবশালী রাজনীতিকরাও রয়েছেন। রাশিয়ায় বিরোধী রাজনীতিকদের ওপর ব্যাপক ধরপাকড়
অবাধ নির্বাচনের দাবিতে শনিবার মস্কোর রাজপথে জড়ো হন বিক্ষোভকারীরা। এক পর্যায়ে শান্তিপূর্ণ বিক্ষোভে অংশগ্রহণকারীদের ওপর চড়াও হয় পুলিশ। এর আগেই এ ধরনের বিক্ষোভকে অবৈধ ঘোষণা করে কর্তৃপক্ষ।

২০১৯ সালের ৮ সেপ্টেম্বর মস্কোর স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওই নির্বাচনে বিরোধীদলীয় প্রার্থীদের বাইরে রাখার পরিকল্পনা করছে দেশটির কর্তৃপক্ষ। কর্তৃপক্ষের এমন ষড়যন্ত্রের বিরুদ্ধে অবস্থান নিয়ে বিরোধীদলীয় সদস্যদের প্রার্থী হওয়ার সুযোগ দেওয়ার দাবিতে বিক্ষোভের ডাক দিয়ে গত মাসে গ্রেফতার হন রাশিয়ার বিরোধীদলীয় নেতা অ্যালেক্সেই নাভালনি। ‘অননুমোদিত বিক্ষোভ সমাবেশের’ ডাক দেওয়ার অপরাধে তাকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়। অভিযান শুরু হয় বিরোধীদলের সম্ভাব্য প্রার্থীদের বাড়িতে। এসব অভিযানে ধরপাকড়ের শিকার হন অনেক বিরোধী রাজনীতিক।

কর্তৃপক্ষের বিধিনিষেধ সত্ত্বেও সম্প্রতি একাধিক বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন কয়েক হাজার বিক্ষোভকারী। এ সময় তারা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পদত্যাগের দাবিতে আওয়াজ তোলেন। আন্দোলনকারীদের ওপর লাঠিচার্জ করে পুলিশ। আটক করা হয় সহস্রাধিক বিক্ষোভকারীকে।

এদিকে রাশিয়ার কারাবন্দি বিরোধীদলীয় নেতা অ্যালেক্সেই নাভালনিকে বিষ প্রয়োগের অভিযোগ উঠেছে। আর এমন অভিযোগ করেছেন খোদ তার চিকিৎসক অ্যানাস্তাসিয়া ভাসিলিয়েভা। পাতানো স্থানীয় সরকার নির্বাচনের বিরুদ্ধে বিক্ষোভ আহ্বানের ৩০ দিনের কারাদণ্ডপ্রাপ্ত নাভালনিকে গত রবিবার কারাগার থেকে হাসপাতালে নেওয়া হয়। তবে একদিনের মাথায় সোমবার চিকিৎসকের সম্মতি ছাড়াই তাকে ফের কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে।

কারাগারে ত্বক লাল হয়ে উঠা এবং মুখ ফুলে যাওয়ায় নাভালনিকে হাসপাতালে নেওয়া হয়েছিল। তবে তার চিকিৎসক জানান, নাভালনি-র অ্যালার্জি নেই, কখনো ছিলও না। তার শরীরে রাসায়নিকের বিষক্রিয়া হয়েছে। নিশ্চয়ই তাকে রাসায়নিক এজেন্ট প্রয়োগ করা হয়েছে।

এ মুহূর্তে নাভালনিকে চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে রাখা দরকার বলে মত দেন চিকিৎসক অ্যানাস্তাসিয়া ভাসিলিয়েভা। তবে তার মতামত উপেক্ষা করেই সোমবার অ্যালেক্সেই নাভালনি-কে ফের হাসপাতাল থেকে কারাগারে পাঠানো হয়। সূত্র: সিএনএন, রয়টার্স।

/এমপি/
সম্পর্কিত
ইউক্রেনের শান্তি পরিকল্পনা অর্থহীন: ল্যাভরভ
ক্রিমিয়া উপকূলে রুশ সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত
রুশ ক্ষেপণাস্ত্র হামলার পর নিরাপত্তা জোরদার করছে কিয়েভ
সর্বশেষ খবর
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
ইউক্রেনের শান্তি পরিকল্পনা অর্থহীন: ল্যাভরভ
ইউক্রেনের শান্তি পরিকল্পনা অর্থহীন: ল্যাভরভ
বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা চাইলেন ওবায়দুল কাদের
বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা চাইলেন ওবায়দুল কাদের
৭ বছর পর নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নতুন কমিটি
৭ বছর পর নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নতুন কমিটি
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়