X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

আবারও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উ. কোরিয়া

বিদেশ ডেস্ক
০৬ আগস্ট ২০১৯, ০৮:৫৪আপডেট : ০৬ আগস্ট ২০১৯, ০৯:০১

দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে চতুর্থবারের মতো ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, দক্ষিণ হুয়ানগায়ে প্রদেশের উপকূল থেকে পূর্ব দিকে নতুন করে দুটি ক্ষেপণাস্ত্র চালিয়েছে। তবে এগুলো কী ধরণের ক্ষেপণাস্ত্র তা জানানো হয়নি। যুক্তরাষ্ট্র বলছে তারা পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি দক্ষিণ কোরিয়া ও জাপানের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। এদিকে সোমবার থেকে শুরু হওয়া যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়া নিয়ে এক বিবৃতিতে ক্ষোভ প্রকাশ করেছে উত্তর কোরিয়া। গত দুই সপ্তাহে একাধিকবার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া

গত বছর পারমাণবিক পরীক্ষা বন্ধ এবং আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষা না চালানোর ঘোষণা দেয় উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। আন্তর্জাতিক পর্যবেক্ষকদের উপস্থিতিতে ধ্বংস করা হয় একটি পারমাণবিক স্থাপনা। এ বছরের ফেব্রুয়ারিতে ভিয়েতনামে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বৈঠক কোনও চুক্তি ছাড়াই শেষ হয়। কিম বাজে চুক্তির প্রস্তাব করেছেন এমন অভিযোগ করে বৈঠক ছেড়ে বেরিয়ে যান প্রেসিডেন্ট ট্রাম্প। গত মাসে কৌশলগত নিয়ন্ত্রিত অস্ত্র পরীক্ষার কথা স্বীকার করে পিয়ংইয়ং। গত জুনে ট্রাম্প এবং উনের মধ্যে সাক্ষাতের পর গত সপ্তাহেই প্রথমবারের মতো ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে উত্তর কোরিয়া। ২৫ জুলাই দুটি পরীক্ষা চালায় তারা। এরপর ৩১ জুলাই দ্বিতীয়বারের মতো স্বল্পপাল্লার আরও দুটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে পিয়ংইয়ং।

সোমবার দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া শুরুর পর মঙ্গলবার এক বিবৃতিতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। ওই প্রতিক্রিয়া দেখানোর পর পিয়ংইয়ং-এর ক্ষেপণাস্ত্র পরীক্ষার কথা জানালো সিউল। দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী জানিয়েছে, মঙ্গলবার পরীক্ষা চালানো ক্ষেপণাস্ত্র দুটি স্বল্প পাল্লার ব্যালেস্টিক মিসাইল। এগুলো ৩৭ কিলোমিটার উচ্চতায় সাড়ে চারশো কিলোমিটার দূরে আঘাত হানতে সক্ষম।

 ১১ আগস্ট থেকে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের মূল মহড়া শুরু হওয়ার কথা থাকলেও সোমবার শুরু হয়েছে এর প্রস্তুতি। উত্তর কোরিয়া আগে থেকেই বলে আসছে এই মহড়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে ইন এর মধ্যে স্বাক্ষরিত চুক্তির লঙ্ঘন। মঙ্গলবার পিয়ংইয়ং-এর এক বিবৃতিতে বলা হয়, এই সামরিক মহড়াকে ন্যায্য হিসেবে প্রমাণ করতে সবধরণের কৌশল অবলম্বন করছে দেশ দুটি। তবে এর মাধ্যমে আগ্রাসী আচরণ লুকিয়ে রাখা যাবে না বলেও উল্লেখ করা হয় ওই বিবৃতিতে।  এই মহড়াকে যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মধ্যকার সাম্প্রতিক আলোচনার লঙ্ঘন বলেও জানানো হয় ওই বিবৃতিতে।

এতে বলা হয়, আমরা বেশ কয়েক বার সতর্ক করেছি যে যৌথ সামরিক মহড়া যুক্তরাষ্ট্র-উত্তর কোরিয়া এবং আন্ত কোরীয় সম্পর্ক উন্নয়ন ব্যাহত করবে।

এর আগে গত শুক্রবার (২ আগস্ট)  দুটি প্রজেক্টাইল মিসাইল উৎক্ষেপণ করে উত্তর কোরিয়া।  সিউলের দাবি, উৎক্ষেপিত ওই স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্রগুলোর ধরন নতুন।  তার আগে ৩১ জুলাই ও ২৫ জুলাই দুটি করে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে উত্তর কোরিয়া।

 

/জেজে/
সম্পর্কিত
মিয়ানমারে বিদ্রোহী-নিয়ন্ত্রিত শহরে কোণঠাসা জান্তা
আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা চায় চীন ও ইন্দোনেশিয়া
ভারতীয় নিরাপত্তাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে ২৯ মাওবাদী নিহত
সর্বশেষ খবর
জনগণ এনডিএ জোটকে একচেটিয়া ভোট দিয়েছে: মোদি
জনগণ এনডিএ জোটকে একচেটিয়া ভোট দিয়েছে: মোদি
সোনার দাম কমেছে, আজ থেকেই কার্যকর
সোনার দাম কমেছে, আজ থেকেই কার্যকর
অতিরিক্ত মদপানে লেগুনাচালকের মৃত্যু
অতিরিক্ত মদপানে লেগুনাচালকের মৃত্যু
পূজা শেষে বাড়ি ফেরার পথে বাসচাপায় বাবা-ছেলে নিহত
পূজা শেষে বাড়ি ফেরার পথে বাসচাপায় বাবা-ছেলে নিহত
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া