X
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

কাশ্মির ইস্যুতে উত্তপ্ত সোশ্যাল মিডিয়া, সংহতি জানাতে হ্যাশট্যাগ

বিদেশ ডেস্ক
০৬ আগস্ট ২০১৯, ১৮:২৪আপডেট : ০৬ আগস্ট ২০১৯, ১৮:২৮
image

কাশ্মিরের স্বায়ত্তশাসনের অধিকার ও বিশেষ মর্যাদা বাতিলের সিদ্ধান্তের পর ভারত সরকারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে নিন্দার ঝড় উঠেছে। পাশাপাশি বিভিন্ন হ্যাশট্যাগে কাশ্মিরি জনগণের প্রতি সংহতি জানাচ্ছেন অনেকে।

কাশ্মিরের একটি রাস্তায় ভারতীয় সেনারা
সোমবার (৫ আগস্ট) ভারতের সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের মধ্য দিয়ে কাশ্মিরের স্বায়ত্তশাসনের অধিকার বাতিলের সিদ্ধান্ত ঘোষণা করে মোদি সরকার। ৩৭০ ধারা বাতিল করার পর এর অন্তর্গত ৩৫-এ অনুচ্ছেদে বর্ণিত কাশ্মিরিদের বিশেষ সুবিধাও বাতিল হয়ে গেছে বলে মনে করা হচ্ছে।এরইমধ্যে জম্মু-কাশ্মিরের প্রশাসনিক ব্যবস্থাকে রাজ্য থেকে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করতে রাজ্যসভায় বিলও পাস করেছে বিজেপি সরকার। ‘জম্মু-কাশ্মির পুনর্গঠন বিল ২০১৯’ নামের এ বিলের আওতায় জম্মু-কাশ্মিরকে দু’ভাগ করে দুটি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল করা হয়েছে। জম্মু-কাশ্মির ও লাদাখ হবে পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল।

কাশ্মিরের স্বায়ত্তশাসন বাতিল ও বিশেষ মর্যাদা কেড়ে নেওয়ার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে নিন্দার ঝড় উঠেছে। #রেড ফর কাশ্মির, #ব্লিড ফর কাশ্মির, #স্ট্যান্ড উইথ কাশ্মির ও #কাশ্মির আন্ডার থ্রেট ইত্যাদি হ্যাশট্যাগের আওতায় একত্রিত হয়ে কাশ্মিরি জনগণের প্রতি সংহতি জানানো হচ্ছে।

জম্মু-কাশ্মিরের সাবেক জ্যেষ্ঠ আমলা ওয়াজাহাত হাবিবুল্লাহ সোমবার এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে বলেন, ‘কাশ্মিরের মানুষের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেবে। সেখানে আগে থেকেই অস্থিরতা বিরাজমান। আর এখন তা আরও বাজে রূপ ধারণ করবে।’

ভারতীয় ইতিহাসবিদ রামচন্দ্র গুহ এক টুইটার পোস্টে লিখেছেন-‘সরাসরি একটি প্রশ্ন: রাজ্য ও জনগণের ওপর প্রভাব ফেলে এমন একটি বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর আগে গোটা একটি রাজ্য অচল করা দেওয়া এবং মুখ্যমন্ত্রীদের আটক করা সম্পর্কে আপনারা কী মনে করেন? এটা যদি তাদের কাশ্মির না হয়ে আমাদের কর্নাটক হতো, তাহলে কী হতো?’

আরেকটি টুইটে অভিনেতা থেকে মোদি ভক্তে পরিণত হওয়া অনুপম খেরের একটি পোস্ট নিয়ে বিদ্রুপ করেছেন রামচন্দ্র গুহ। ওই টুইটার পোস্টে অনুপম খের লিখেছেন, ‘কাশ্মির সংকটের সমাধান শুরু হলো’। সে পোস্টটি তুলে ধরে রামচন্দ্র পাল্টা প্রশ্ন করেন, ‘আপনি কি চূড়ান্ত সমাধানের কথা বলছেন?’

আসাদ উমর নামে এক টুইটার ব্যবহারকারী লিখেছেন, ‘কাশ্মির ইস্যুতে ভারতের সংবিধানে সংশোধনী আনার সিদ্ধান্তটি আন্তর্জাতিক সমাধান প্রস্তাবের লঙ্ঘন। এটি ভারতের নিজস্ব সংবিধানকেও লঙ্ঘন করে। ভারত কি এখনও সাংবিধানিক গণতন্ত্রের দেশ আছে নাকি কার্যত হিন্দুত্ব রাজের অধীনে চলে গেছে?’

রেড ফর কাশ্মির হ্যাশট্যাগে অনেক টুইটার ব্যবহারকারীকে তাদের ছবি লাল করে নিতে দেখা গেছে। কাশ্মিরে ভারতীয়দের নৃশংসতার প্রতীক হিসেবে এ রঙ ব্যবহার করছেন তারা। নিজেদের ডিসপ্লেকে লাল রঙ করে নিতে অন্য ব্যবহারকারীদের প্রতিও আহ্বান জানানো হচ্ছে।

উল্লেখ্য, ৩৭০ ধারা হলো ভারতীয় সংবিধানের একটি অস্থায়ী বিধান (‘টেম্পোরারি প্রভিশন’)। এই ধারার আওতায় জম্মু-কাশ্মিরকে বিশেষ মর্যাদা ও বিশেষ স্বায়ত্তশাসন দেওয়া হয়েছিল। ৩৭০ ধারা সংবিধানের অন্তর্ভুক্ত হয়েছিল ১৯৪৯ সালের ১৭ অক্টোবর। এই ধারার আওতায় জম্মু-কাশ্মিরকে ভারতীয় সংবিধানের আওতামুক্ত রাখা হয় (অনুচ্ছেদ ১ ব্যতিরেকে) এবং ওই রাজ্যকে নিজস্ব সংবিধানের খসড়া তৈরির অনুমতি দেওয়া হয়। ৩৭০ ধারা অনুযায়ী প্রতিরক্ষা, পররাষ্ট্র, অর্থ এবং যোগাযোগ ছাড়া অন্য কোনও বিষয়ে জম্মু কাশ্মিরে হস্তক্ষেপের অধিকার ছিল না কেন্দ্রীয় সরকারের। এমনকি, কোনও আইন প্রণয়নের অধিকার ছিল না কেন্দ্র বা সংসদেরও। আইন প্রণয়ন করতে হলে জম্মু-কাশ্মির রাজ্যের সম্মতি নিতে হতো। সোমবার সেই ৩৭০ নম্বর ধারা বাতিলের সিদ্ধান্ত ঘোষণা করেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। স্বাভাবিকভাবেই এর আওতায় থাকা ৩৫/এ ধারাও বাতিল হয়ে গেছে। ৩৭০ ধারার অধীনেই ছিল ৩৫-এ ধারা, যা ১৯৫৪ সালের রাষ্ট্রপতির নির্দেশের মাধ্যমে কার্যকর হয়। ৩৫ (এ) ধারানুসারে, জম্মু কাশ্মিরের বাসিন্দা বলতে কী বোঝায়, তাদের বিশেষ অধিকারগুলি কী কী, এ সম্পর্কিত সিদ্ধান্ত নেওয়ার অধিকার জম্মু কাশ্মির বিধানসভার উপর ন্যস্ত রয়েছে। এই ধারা অনুযায়ী কাশ্মিরের স্থায়ী বাসিন্দারাও বিশেষ সুবিধা পেতেন। স্থায়ী বাসিন্দা ছাড়া অন্য রাজ্যের কেউ সেখানে স্থাবর সম্পত্তি কিনতে পারতেন না। কিনতে হলে অন্তত ১০ বছর জম্মু-কাশ্মিরে থাকতে হত। তবে ৩৫ এ ধারা বাতিলের পর যে কোনও রাজ্যের বাসিন্দা সেখানে জমি কিনতে পারবেন।

/এফইউ/
সম্পর্কিত
মানব ও সুপারি পাচারের অভিযোগে ভারতে শুল্ক কর্মকর্তা গ্রেফতার 
ভুয়া পরিচয়ে ভারতে বসবাস বাংলাদেশির, ৪ বছরের কারাদণ্ড
ভোটারদের কাছে পৌঁছাতে ভারতীয় নির্বাচনি কর্মকর্তাদের প্রস্তুতি কেমন?
সর্বশেষ খবর
মানব ও সুপারি পাচারের অভিযোগে ভারতে শুল্ক কর্মকর্তা গ্রেফতার 
মানব ও সুপারি পাচারের অভিযোগে ভারতে শুল্ক কর্মকর্তা গ্রেফতার 
ভুয়া পরিচয়ে ভারতে বসবাস বাংলাদেশির, ৪ বছরের কারাদণ্ড
ভুয়া পরিচয়ে ভারতে বসবাস বাংলাদেশির, ৪ বছরের কারাদণ্ড
৫ কোটি টাকা নিয়ে ব্যবস্থাপক নিখোঁজ, পূবালী ব্যাংকের ৮ কর্মকর্তাকে বদলি
৫ কোটি টাকা নিয়ে ব্যবস্থাপক নিখোঁজ, পূবালী ব্যাংকের ৮ কর্মকর্তাকে বদলি
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
সর্বাধিক পঠিত
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি