X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

বোমা হামলার হুমকিতে দিল্লি বিমানবন্দরের কার্যক্রম ৭০ মিনিট বিঘ্নিত

বিদেশ ডেস্ক
১৩ আগস্ট ২০১৯, ০৫:০৭আপডেট : ১৩ আগস্ট ২০১৯, ০৫:৪২

বোমা হামলার হুমকি পাওয়ার পর দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের ২ নম্বর টার্মিনাল থেকে সব যাত্রীকে সরিয়ে নেওয়া হয়। প্রায় ৭০ মিনিট বিমানবন্দরের কার্যক্রম ব্যাহত হওয়ার প্রায় ৭০ মিনিট পর সোমবার রাত ১০টার দিকে সেখানকার পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, রাত আটটা ৪৯ মিনিটে দিল্লি পুলিশ টার্মিনাল ২ এলাকায় বোমা হামলার হুমকি রয়েছে বলে খবর পায়। পরে অবশ্য সেখানে কোনও বোমা পাওয়া যায়নি বলে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম দ্য হিন্দু। দিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দরের একাংশ

গত ৫ আগস্ট (সোমবার) ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের মধ্য দিয়ে কাশ্মিরের স্বায়ত্তশাসনের অধিকার কেড়ে নেয় বিজেপি নেতৃত্বাধীন ভারতের কেন্দ্রীয় সরকার। ওই দিন সকাল থেকে জম্মু-কাশ্মিরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগর কার্যত অচলাবস্থার মধ্যে রয়েছে। দোকান, স্কুল, কলেজ ও অফিস বন্ধ রাখা হয়েছে। কোনও গণপরিবহন নেই। ইন্টারনেট-মোবাইল পরিষেবা বন্ধ রাখা হয়েছে। গত ৮ আগস্ট ভারতের ১৯টি বিমানবন্দরকে বিদ্যমান নিরাপত্তা ব্যবস্থা জোরালো করতে সতর্ক করা হয়। স্বাধীনতা দিবসের আগে যেকোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে ওই নির্দেশনা দিয়েছিল অ্যাভিয়েশন নিরাপত্তা তদারকি সংস্থা বিসিএএস।

দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর পুলিশের ডেপুটি কমিশনার সঞ্জয় ভাটিয়া বলেন, সোমবার রাতে বোমা হামলার হুমকি পাওয়ার পর তাৎক্ষনিকভাবে সংশ্লিষ্ট সকলকে অবহিত করে সতর্ক করা হয়।  তিনি বলেন, ‘নিবিড়ভাবে টার্মিনাল ২ পরীক্ষা করে দেখা হয়। বিস্তারিত তল্লাশি অভিযান চালিয়েও সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। ফোনদাতাকে চিহ্নিত করা হয়েছে কিন্তু তিনি এই ধরণের কোনও কল করার কথা অস্বীকার করেছেন’। এই ঘটনায় সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। আর এর তদন্ত চলছে বলে জানান তিনি।

বিমানবন্দরের কর্মকর্তারা জানিয়েছেন, রাত দশটার দিকে টার্মিনাল ২ এর কার্যক্রম স্বাভাবিক হয়ে যায়।

 

/জেজে/
সম্পর্কিত
পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোট শেষেই বিজয় মিছিল
লোকসভা নির্বাচনপ্রথম ধাপে ভোটের হার ৬০ শতাংশ, সর্বোচ্চ পশ্চিমবঙ্গে
পশ্চিমবঙ্গে কংগ্রেস, সিপিআই-এম ইন্ডিয়া জোট নয়, বিজেপির এজেন্ট: মমতা
সর্বশেষ খবর
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
লখনউর কাছে হারলো চেন্নাই
লখনউর কাছে হারলো চেন্নাই
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া