X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

২০ আগস্ট চাঁদের কক্ষপথ স্পর্শ করবে চন্দ্রযান-২: ভারত

বিদেশ ডেস্ক
১৩ আগস্ট ২০১৯, ১৮:৪৪আপডেট : ১৩ আগস্ট ২০১৯, ১৯:৩২
image

এখনও ভারতের কক্ষপথেই রয়েছে চন্দ্রাযান-২। তবে ২০ আগস্ট সেটি চাঁদের কক্ষপথে  পাড়ি দেবে। চাঁদের মাটি স্পর্শ করবে এরও ১৮ দিনের মাথায়। সোমবার আমেদাবাদে এক অনুষ্ঠানে এসব তথ্য জানিয়েছেন ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন- আইএসআরও  প্রধান কে শিবম। ১০০০ কোটি টাকার মিশন এই চন্দ্রযান-২।  ৬৪০ টন ওজনের ৪৪ মিটার লম্বা, ১৫ তলা সমান উচ্চতার এ রকেটের নাম দেওয়া হয়েছে ‘বাহুবলী'।

২০ আগস্ট চাঁদের কক্ষপথ স্পর্শ করবে চন্দ্রযান-২: ভারত ২২ জুলাই ভারতের মাটি ছেড়ে চাঁদের উদ্দেশ্যে রওনা দেয় চন্দ্রযান-২। এখন পর্যন্ত এটি পরিকল্পনামাফিকই এগোচ্ছে বলে ইসরোর তরফে জানানো হয়েছে। এর পৃথিবীর কক্ষপথ  অতিক্রমের পরের ধাপটা খুবই গুরুত্বপূর্ণ। ইতোমধ্যেই পাঁচটি পদক্ষেপ সম্পন্ন হয়েছে, যার সাহায্যে চন্দ্রযান ২ পৃথিবীর কক্ষপতেই আপাতত চারদিকে ঘুরপাক খেতে পারছে। ডঃ শিবমের কথায়, ‘আগামী ১৪ই আগস্ট ভোর সাড়ে তিনটের সময় ট্রান্স লুনার ইনজেক্ট করা হবে। ফলে চন্দ্রযান ২-কে পৃথিবী ছেড়ে চাঁদের দিকে পাড়ি দেবে।'

ভারতীয় এই মহাকাশযানটির সব সিস্টেম বর্তমানে ভালো করে কাজ করছে। ইসরোর  প্রধান জানাচ্ছেন তাঁর সংস্থার বিজ্ঞানীরা আসন্ন ডিসেম্বর মাসে ব্যস্ত থাকবেন। কারণ ওই সময় বেশ কয়েকটি উপগ্রহ মহাকাশে পাঠানো হবে।

গত ৩ অগস্টই পৃথিবীর চতুর্থ কক্ষপথে পৌঁছেছিল চন্দ্রযান ২৷ তারপর ওই চন্দ্রযানের তুলে পাঠানো ছবি প্রকাশ করে ইসরো জানায়,  নীলাভ সবুজ গোলাকার পৃথিবীর যেটুকু অংশ দেখা যাচ্ছে,  তার ডানদিকটা আটলান্টিক মহাসাগর,  বাঁ দিকে প্রশান্ত মহাসাগর৷ দুই সমুদ্রের মাঝবরাবর উত্তর আমেরিকার জঙ্গলঘেরা অংশ৷

২২ জুলাই অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে দুপুর ২.৪৩ মিনিটে  বিশাল আকৃতির এই মহাকাশযানটি উৎক্ষেপণ করা হয়। তার এক সপ্তাহ আগে এটি মহাকাশে উৎক্ষেপণ করার কথা ছিল। কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে দেখা দেওয়ায় ঠিক ৫৬ মিনিট আগে যাত্রা স্থগিত করা হয়। 

/বিএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রথম ধাপে ভোটের হার ৬০ শতাংশ, সর্বোচ্চ পশ্চিমবঙ্গে
লোকসভা নির্বাচনপ্রথম ধাপে ভোটের হার ৬০ শতাংশ, সর্বোচ্চ পশ্চিমবঙ্গে
ইসরায়েলি বিমান কীভাবে এল বাংলাদেশে, প্রশ্ন নুরের
ইসরায়েলি বিমান কীভাবে এল বাংলাদেশে, প্রশ্ন নুরের
মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি
মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি
১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
কান উৎসব ২০২৪১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
সর্বাধিক পঠিত
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরানের ওপর কোনও ক্ষেপণাস্ত্র হামলা হয়নি: ইরানি কর্মকর্তা   
ইরানের ওপর কোনও ক্ষেপণাস্ত্র হামলা হয়নি: ইরানি কর্মকর্তা