X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০
ভারতের পরমাণু হুমকিতে সমর্থন

প্রিয়াঙ্কার ‘জাতিসংঘ দূত’ মর্যাদা প্রত্যাহারের দাবি

বিদেশ ডেস্ক
২১ আগস্ট ২০১৯, ২১:৩৪আপডেট : ২১ আগস্ট ২০১৯, ২১:৩৭
image

বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াকে  দেওয়া শান্তিদূতের মর্যাদা প্রত্যাহারে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছেন পাকিস্তানের মানবাধিকার বিষয়ক মন্ত্রী শিরিন মাজারি। সংস্থাটির কাছে পাঠানো এক চিঠিতে তিনি অভিযোগ করেন, পাকিস্তানকে দেওয়া ভারতের পরমাণু হুমকিতে সমর্থন দিয়েছেন তিনি, যা তাকে দেওয়া মর্যাদার সঙ্গে সাংঘর্ষিক।  

প্রিয়াঙ্কার ‘জাতিসংঘ দূত’ মর্যাদা প্রত্যাহারের দাবি

উল্লেখ্য, চলতি বছর ফেব্রুয়ারিতে সীমানা পেরিয়ে পাকিস্তানের ভূখণ্ডে ভারতীয় বিমানবাহিনী হামলা চালানোর পর প্রিয়াঙ্কা একটি টুইটে উচ্ছ্বাস প্রকাশ করেন। হ্যাশট্যাগে ভারতীয় বিমান বাহিনীর নাম লিখে টুইটে তিনি বলেন, ‘জয় হিন্দ’। কাশ্মিরের বিশেষ মর্যাদা প্রত্যাহারের পর পুরনো সেই টুইটকে কেন্দ্র করেই তিনি সমালোচনার মুখে পড়েন। প্রশ্ন ওঠে জাতিসংঘের শান্তিদূত হিসেবে তিনি এমন ভূমিকা নিতে পারেন কি না। 

সম্প্রতি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস এক অনুষ্ঠানে এক পাকিস্তানি নারী প্রিয়াঙ্কাকে ভণ্ড আখ্যা দেন।  সেখানে প্রশ্ন তোলা হয়, শান্তিদূত হওয়ার পরও কিভাবে পরমাণু যুদ্ধকে সমর্থন করেন তিনি। জবাবে প্রিয়াঙ্কা ওই নারীকে চিৎকার না করার অনুরোধ জানিয়ে বলেন, সবাইকেই মধ্যবর্তী একটি অবস্থানে আসতে হবে। তিনি দাবি করেন, ‘আমি যুদ্ধ পছন্দ করি না। কিন্তু আমি দেশপ্রেমী।’ এবার একই সেই টুইটকে সামনে এনে প্রিয়াঙ্কার বিরুদ্ধে অভিযোগ এনেছেন পাকিস্তানি মানবাধিকার বিষয়ক মন্ত্রী। তিনি বলেন, প্রিয়াঙ্কা চোপড়া জাতিসংঘের নিজের অবস্থানকে প্রশ্নবিদ্ধ করছে। এই বিষয়ে শান্তিবিষয়ক দূত প্রিয়াঙ্কাকে নিয়ে জাতিসংঘ মহাসচিবের কাছে চিঠি পাঠিয়েছেন তিনি।

ইউনিসেফের প্রধানের কাছে পাঠানো চিঠিতে পাকিস্তানি মন্ত্রী বলেন, আমি জাতিসংঘের শান্তিদূত হিসেবে নিযুক্ত প্র্রিয়াঙ্কা চোপড়ার ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করে কিছু কথা বলতে চাই। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নিয়ম ও সকল আন্তর্জাতিক নীতি ভেঙে মোদি সরকারের পদক্ষেপের কারণেই  সম্প্রতি ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে সংকট তৈরি হয়েছে। এছাড়া আসামে ৪০ লাখ মুসলিমদের নাগরিকত্বও অস্বীকার করছে মোদি সরকার। কাশ্মিরে নারী ও শিশুসহ সাধারণ নাগরিকদের ওপর ছররা গুলি ব্যবহার করেছ ভারতয়ি নিরাপত্তা বাহিনী। বিজেপি সরকারের পুরো নীতিই আসলে নাৎসি বাহিনীর বর্ণবাদ, গণহত্যা ও ফ্যাসিবাদের সঙ্গে সমতুল্য। আর প্রিয়াঙ্কা চোপড়া সম্প্রতি জনসমক্ষে ভারত সরকারের পক্ষ অবস্থান নিয়েছেন এমনকি পাকিস্তানকে উদ্দেশ্য করে ভারতীয় প্রতিরক্ষামন্ত্রীর দেওয়া পরমাণু হুমকিরও সমর্থন করেছেন।

পাকিস্তানি মানবাধিকার মন্ত্রী দাবি করেন, জাতিসংঘের শান্তিদূত হিসেবে প্রিয়াঙ্কার যা দায়িত্বপালন করার কথা এটা সেই আদর্শের সঙ্গে সম্পূর্ণ সাংঘর্ষিক।  তার এই কথিত দেশপ্রেম এবং মোদি সরকারের আন্তর্জাতিক আইন ভাঙার প্রতি সমর্থন আসলে কাশ্মির নিয়ে নিরাপত্তা পরিষদের আন্তর্জাতিক আইনের পরিপন্থী। একইসঙ্গে পরমাণু হুমকিসহ যুদ্ধের প্রতি সমর্থন জাতিসংঘের শান্তিদূত হিসেবে তার অবস্থানকে প্রশ্নবিদ্ধ করে।

প্রিয়াঙ্কা চোপড়াকে অবিলম্বে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া না হলে বিশ্বজুড়ে জাতিসংঘের শান্তিদূতের ব্যাপারটি হাস্যরসে পরিণত হবে বলে মন্তব্য করেন শিরিন মাজারি। 

১৯৪৭ সালে ব্রিটিশ উপনিবেশ থেকে স্বাধীনতা লাভের পর ভারত-পাকিস্তান তিনটি যুদ্ধের মধ্যে দুটি অনুষ্ঠিত হয়েছে কাশ্মির ইস্যুতে। গত ৫ আগস্ট (সোমবার) ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের মধ্য দিয়ে কাশ্মিরের স্বায়ত্তশাসনের অধিকার ও বিশেষ মর্যাদা কেড়ে নেয় বিজেপি নেতৃত্বাধীন ভারতের কেন্দ্রীয় সরকার। এর প্রতিবাদে ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক হ্রাস করাসহ ইসলামাবাদে নিযুক্ত ভারতীয় হাইকমিশনারকে বহিষ্কার করেছে পাকিস্তান। দুই দেশের সীমান্তে অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে। কাশ্মির সীমান্তে চলছে টানটান উত্তেজনা। একইসঙ্গে সব ধরনের দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি স্থগিত ও ভারতের স্বাধীনতা দিবসকে কালো দিবস হিসেবে পালন করেছে পাকিস্তান।

/এমএইচ/বিএ/
সম্পর্কিত
সমলিঙ্গের বিয়ে অনুমোদনের পথে থাইল্যান্ড
মস্কোয় কনসার্টে হামলা: প্রশ্নের মুখে রুশ গোয়েন্দা সংস্থা
সুপেয় পানির অপচয়, বেঙ্গালুরুতে ২২ পরিবারকে জরিমানা
সর্বশেষ খবর
ইসরায়েল যা যা অস্ত্র চেয়েছিল সব পায়নি: মার্কিন সেনাপ্রধান
ইসরায়েল যা যা অস্ত্র চেয়েছিল সব পায়নি: মার্কিন সেনাপ্রধান
ছুটির দিনে নিউ মার্কেটে জনসমুদ্র
ছুটির দিনে নিউ মার্কেটে জনসমুদ্র
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
বাংলাদেশে আইসিটির ভবিষ্যৎ কেন হুমকির মুখে?  
বাংলাদেশে আইসিটির ভবিষ্যৎ কেন হুমকির মুখে?  
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’