X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

এনডিটিভিকে সাক্ষাৎকার দেওয়ার পর গৃহবন্দি শ্রীনগরের মেয়র

বিদেশ ডেস্ক
০৪ সেপ্টেম্বর ২০১৯, ২১:০৩আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৯, ২১:০৫

চিকিৎসা শেষে দিল্লি থেকে ফেরার পর ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের রাজধানী শ্রীনগরের মেয়র জুনায়েদ আজিম মাত্তুকে আবারও গৃহবন্দি করা হয়েছে। সোমবার ভারতের সম্প্রচারমাধ্যম এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে কাশ্মিরে চলমান বিধিনিষেধ ও রাজনৈতিক নেতাকর্মীদের বন্দির বিষয়ে বক্তব্য দেন তিনি। মঙ্গলবার দিল্লি থেকে শ্রীনগরে ফেরার পর তাকে গৃহবন্দি করা হয়েছে বলে জানিয়েছে সম্প্রচারমাধ্যমটি। কাশ্মিরের বিশেষ মর্যাদা বাতিলের পর তার চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ করে ভারতীয় কর্তৃপক্ষ। শ্রীনগরের মেয়র জুনায়েদ আজিম মাত্তু

২০১৯ সালের ৫ আগস্ট ভারত অধিকৃত কাশ্মিরের স্বায়ত্তশাসন ও বিশেষ অধিকার বাতিল করে অঞ্চলটিকে দুটি কেন্দ্র শাসিত অঞ্চলে বিভক্ত করে দিল্লি। ওই দিন সকাল থেকে কার্যত অচলাবস্থার মধ্যে নিমজ্জিত হয় পৃথিবীর ভূস্বর্গখ্যাত কাশ্মির উপত্যকা। সেখানে কারফিউ জারি ও বিভিন্ন বিধিনিষেধ আরোপ করেছে কেন্দ্রীয় সরকার। রাজনৈতিক নেতা, ব্যবসায়ী ও অ্যাক্টিভিস্টসহ তিন সহস্রাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে। তবে ভারতীয় কর্তৃপক্ষ সেখানকার পরিস্থিতিকে স্বাভাবিক দাবি করে বলেছে, জম্মু-কাশ্মিরের ৯০ শতাংশ এলাকার বিধিনিষেধ দিনের বেলায় প্রত্যাহার করা হয়েছে।

এমন পরিস্থিতিতে চিকিৎসার জন্য দিল্লি গিয়েছিলেন শ্রীনগরের মেয়র জুনায়েদ আজিম মাত্তু। সেখানে মঙ্গলবার ভারতের সম্প্রচারমাধ্যম এনডিটিভিকে একটি সাক্ষাৎকার দেন তিনি। ওই সাক্ষাৎকারে তিনি বলেন, যেখানে রাস্তায় কোনও মানুষকে দেখা যায় না, সে অঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক হওয়ার ধারণা ‘খুবই অবাস্তবিক’। জম্মু-কাশ্মিরের পিপলস কনফারেন্স পার্টির (জেকেপিসি) মুখপাত্র মাত্তু কাশ্মিরের বিশেষ মর্যাদা বাতিল ইস্যুতে সেখানকার মূলধারার নেতাদের গ্রেফতারের বিষয়ে তীব্র নিন্দা জানান। তিনি বলেন, ‘বছরের পর বছর ধরে মূলধারাকে বাঁচিয়ে রাখতে সন্ত্রাসীদের সহিংসতা ও হুমকি সাহসের সঙ্গে মোকাবিলা করছে আসছে কাশ্মিরের রাজনৈতিক অ্যাক্টিভিস্টরা। তবে আজ তারা নির্যাতনের শিকার।’ এই সাক্ষাৎকার প্রচারের পর চিকিৎসা শেষে দিল্লি থেকে শ্রীনগরে ফেরেন মেয়র জুনায়েদ আজিম মাত্তু। পরে তাকে গৃহবন্দি করা হয়। এর আগে শ্রীনগরে তার চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ করা হয়।

শ্রীনগরের মেয়রকে গৃহবন্দি করার আগে কাশ্মিরি সাংবাদিক গওহর গিলানী দাবি করেছিলেন, তাকে বিদেশ ভ্রমণে বাধা দিয়েছে দিল্লি বিমান বন্দর কর্তৃপক্ষ। মিডিয়া সংগঠনের আয়োজিত প্রশিক্ষণ অনুষ্ঠানে অংশ নিতে জার্মানিতে যাচ্ছিলেন তিনি। গত মাসে কাশ্মিরের বিশেষ মর্যাদা বাতিলের বিষয়ে সরকারের পদক্ষেপের সমালোচনা করেন তিনি।

 

/এইচকে/জেজে/
সম্পর্কিত
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা
ভারতের মণিপুরে হয়রানির শিকার হয়েছে সাংবাদিক-সংখ্যালঘুরা: যুক্তরাষ্ট্র
ভারতের রাষ্ট্রপতির হাত থেকে পদ্মশ্রী নিলেন রেজওয়ানা চৌধুরী বন্যা
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্র বড় শক্তি, তাদের পরোয়া করতে হয়: শ্রম প্রতিমন্ত্রী
যুক্তরাষ্ট্র বড় শক্তি, তাদের পরোয়া করতে হয়: শ্রম প্রতিমন্ত্রী
ব্যাংক ডাকাতি রোধে যেসব পদক্ষেপ নেওয়া হচ্ছে
ব্যাংক ডাকাতি রোধে যেসব পদক্ষেপ নেওয়া হচ্ছে
রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে
কাতারের আমিরের সফররাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে
পুড়ছে সড়ক, তবু অবিরাম কাজ তাদের
পুড়ছে সড়ক, তবু অবিরাম কাজ তাদের
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
৭ দফা আবেদন করেও প্রশাসনের সহায়তা পায়নি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট
৭ দফা আবেদন করেও প্রশাসনের সহায়তা পায়নি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট