X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

মোদি-মাহাথিরের বৈঠক: জাকির নায়েকের বহিঃসমর্পণ বিষয়ে আলোচনা

বিদেশ ডেস্ক
০৬ সেপ্টেম্বর ২০১৯, ১৩:৩৪আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৯, ১৩:৩৯

রাশিয়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সঙ্গে বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ইস্টার্ন ইকনোমিক ফোরামের সম্মলেনের ফাঁকে অনুষ্ঠিতে পার্শ্ববৈঠকে মিলিত হন এই দুই নেতা। সে সময় মালয়েশিয়ায় অবস্থানরত বিতর্কিত ইসলামি বক্তা জাকির নায়েকের বহিঃসমর্পণ বিষয়ে আলোচনা হয়। অর্থপাচারসহ বেশ কয়েকটি মামলায় বিচারের মুখোমুখি করতে তাকে দেশে ফেরাতে চায় ভারত। সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এ তথ্য উঠে আসছে। মোদি-মাহাথিরের বৈঠক: জাকির নায়েকের বহিঃসমর্পণ বিষয়ে আলোচনা

ভারতের আদালতে অর্থপাচার ও ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর মধ্য দিয়ে জিহাদি কার্যক্রম উদ্বুদ্ধ করার অভিযোগ রয়েছে জাকিরের বিরুদ্ধে। দিল্লির পক্ষ থেকে তাকে ফেরত পাঠানোর আনুষ্ঠানিক আবেদন করা হলে ২০১৮ সালে মাহাথির এ ব্যাপারে অনিচ্ছা প্রকাশ করেছিলেন। সম্প্রতি তার বিরুদ্ধে মালয়েশিয়ায় সংখ্যালঘুদের নিয়ে বিতর্কিত মন্তব্যের অভিযোগে তদন্ত করেছে সেখানকার কর্তৃপক্ষ। তখন মাথাথির বলেছিলেন, তার বিরুদ্ধে আনিত অভিযোগের সত্যতা পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে। এর প্রেক্ষিতে দেশটির কয়েকটি রাজ্যে তার বক্তব্য দেওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। এই পরিস্থিতিকে কাজে লাগিয়ে জাকির নায়েককে দেশে ফিরিয়ে আনতে চাইছে দেশটি। গত তিন বছর ধরে মালয়েশিয়ায় বসবাস করছেন তিনি।

রাশিয়ায় মাহাথিরে সঙ্গে ওই পার্শ্ববৈঠকে জাকির নায়েকের বহিঃসমর্পণের বিষয়টি তুলে ধরেন ভারতীয় প্রধানমন্ত্রী। পরে সংবাদ সম্মেলনে দেশটির পররাষ্ট্র সচিব বিজয় গোখলে এ বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, এ ব্যাপারে দুই দেশই একমত হয়েছে যে, যেহেতু এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তাই দুই দেশের কর্মকর্তারা এ বিষয়ে আলোচনা চালিয়ে যাবেন।

তবে তিনি এ বিষয়ে বিস্তারিত কোনও তথ্য দেননি। তিনি বলেন, মোদি এ বিষয়টি আলোচনায় তুললে মাহাথির ইতিবাচকভাবে নিয়েছেন। তবে দুই নেতার মাঝে জাকিরের প্রত্যর্পণ বিষয়ে কোনও চুক্তি হয়নি।

বিজয় গোখলে বলেন, সন্ত্রাসবাদ বিষয়েও মোদি ও মাহাথিরের মধ্যে আলোচনা হয়েছে। সব ধরনের সন্ত্রাসবাদের নিন্দা জানান মাহাথির। এবং বলেন, তার দেশ সব সময় সন্ত্রাসবাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এ সময় সন্ত্রাসবাদ মোকাবিলায় এ দুই নেতা পারস্পারিক সহযোগিতার ভিত্তিতে কাজ করবেন বলেও জানান তারা।

 

/এইচকে/
সম্পর্কিত
সীমান্তে কোনও ধরনের হত্যাকাণ্ড চায় না বাংলাদেশ
কেক কেটে আর কাচ্চি বিরিয়ানিতে বন্ধুত্বের উদযাপন দিল্লি ও ঢাকার
শ্রীলঙ্কায় গভীর সমুদ্রবন্দর ও বিমানবন্দর তৈরি করবে চীন
সর্বশেষ খবর
ভারতীয় শাড়ি দিয়ে কাঁথা সেলাই করা হয়েছে: প্রধানমন্ত্রীর উদ্দেশে রিজভী
ভারতীয় শাড়ি দিয়ে কাঁথা সেলাই করা হয়েছে: প্রধানমন্ত্রীর উদ্দেশে রিজভী
স্বাধীনতার মর্মার্থকে অকার্যকর চায় বিএনপি: ওবায়দুল কাদের
স্বাধীনতার মর্মার্থকে অকার্যকর চায় বিএনপি: ওবায়দুল কাদের
খিলগাঁওয়ে রিকশাচালকের মরদেহ উদ্ধার
খিলগাঁওয়ে রিকশাচালকের মরদেহ উদ্ধার
ইউনূস সেন্টার মিথ্যাচার করেছে, অভিযোগ পররাষ্ট্রমন্ত্রীর
ইউনূস সেন্টার মিথ্যাচার করেছে, অভিযোগ পররাষ্ট্রমন্ত্রীর
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
কারাগারে যেভাবে সেহরি-ইফতার করেন কয়েদিরা
কারাগারে যেভাবে সেহরি-ইফতার করেন কয়েদিরা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি