X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

অস্ট্রেলিয়ায় দাবানলে পুড়ছে বনাঞ্চল

বিদেশ ডেস্ক
১০ সেপ্টেম্বর ২০১৯, ১৭:৫৫আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৯, ১৭:৫৭

অস্ট্রেলিয়ার পূর্বাঞ্চলীয় দুটি অঙ্গরাজ্যে ১৩০টিরও বেশি দাবানল ঠেকানোর চেষ্টা করে যাচ্ছেন অগ্নিনির্বাপণকর্মীরা। এরইমধ্যে এসব এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে কয়েক হাজার মানুষকে। কর্মকর্তারা বলছেন, দাবানল মওসুমের শুরুতে কুইন্সল্যান্ড অঙ্গরাজ্যের তীব্র আগুন রেকর্ড ছুয়েছে। মঙ্গলবার পার্শ্ববর্তী অঙ্গরাজ্যে নিউ সাউথ ওয়েলস-এ ৫৮টি দাবানলে এক লাখ হেক্টর এলাকার বনাঞ্চল পুড়েছে। দাবানলে বেশ কয়েকটি বাড়ি পুড়ে গেলেও কর্মকর্তারা অগ্নিনির্বাপণকর্মীদের বীরের মতো ভূমিকার প্রশংসা করেছেন। অস্ট্রেলিয়ায় দাবানলে পুড়ছে বনাঞ্চল

সোমবার রাতভর তিন শতাধিক অগ্নিনির্বাপণকর্মী কুইন্সল্যান্ডের সানশাইন উপকূলে একটি বড় দাবানল নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়েছে। ওই দাবানল পেরেজিয়ান বিচ-এর আবাসিক এলাকার ঘরবাড়ির জন্য হুমকি হয়ে দাড়িয়েছে। এখন পর্যন্ত দাবানলে পুড়ে গেছে সেখানকার বড় একটি বাড়ি।

কুইন্সল্যান্ডের ভারপ্রাপ্ত প্রিমিয়ার জ্যাকি ট্রাড মঙ্গলবার বলেন, ‘গত রাতে অগ্নিনির্বাপণকর্মীদের হারকুলিয়ান (গ্রিক বীর হারকিউলিস-এর মতো) প্রচেষ্টার ফল হয়েছে আশ্চর্য রকমের। তিনি সেখানকার বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশনা অনুসরণের আহ্বান জানিয়েছেন।

উপকূলীয় এলাকায় দাবানলের কারণে চার শতাধিক মানুষকে সরে যেতে বাধ্য করা হয়েছে। এই সপ্তাহের শুরুতে তাপমাত্রা বৃদ্ধিসহ জলবায়ু পরিবর্তনের কথা উল্লেখ করে জ্যাকি ট্রাড জানান, এসব কারণে এই অঞ্চলে দাবানলের ঝুঁকি বাড়িয়েছে।

সপ্তাহের শেষ দিকে কুইন্সল্যান্ডের দক্ষিণ-পূর্ব এলাকার রেইনফরেস্টে আগুনের ঘটনা ঘটে। চলতি বছর অল্প বৃষ্টিপাতের কারণে এই বনাঞ্চল শুষ্ক হয়ে পড়েছিল।

শুষ্ক ও গরম পরিস্থিতির পাশাপাশি ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগের বাতাস পেরেজিয়ান এলাকায় আগুন ছড়িয়ে পড়ায় ভূমিকা রাখছে। মঙ্গলবারও এই আগুন বেশ কিছু বাড়িঘরের জন্য হুমকি হয়ে দাঁড়ায়।

পুলিশ বলছে কীভাবে আগুন শুরু হয়েছে তা খতিয়ে দেখা শুরু করেছেন তারা।

কুইন্সল্যান্ডে সাধারণত দাবানলের ঘটনা খুব কম ঘটে বলে এখানে দাবানল মওসুমের কথা বিবেচনা করা হয় না। তবে নিউ সাউথ ওয়েলস ও ভিক্টোরিয়া অঙ্গরাজ্যে অক্টোবর থেকে এপ্রিল পর্যন্ত দাবানল মওসুম ধরা হয়।

 

/জেজে/এএ/
সম্পর্কিত
গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার
অভিবাসন সংকট: স্টুডেন্ট ভিসার নিয়ম কঠোর করলো অস্ট্রেলিয়া
প্রথম রোজার তারিখ ঘোষণা করলো অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও ব্রুনেই
সর্বশেষ খবর
জলপাইগুড়িতে বিজেপির ইস্যু বাংলাদেশের তেঁতুলিয়া করিডর
জলপাইগুড়িতে বিজেপির ইস্যু বাংলাদেশের তেঁতুলিয়া করিডর
নদীতে মাছ ধরার সময় জেলেদের ওপর ডাকাতের হামলা
নদীতে মাছ ধরার সময় জেলেদের ওপর ডাকাতের হামলা
ক্রিমিয়া উপকূলে রুশ সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত
ক্রিমিয়া উপকূলে রুশ সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত
হোয়াইট হাউজের বিড়াল নিয়ে বই প্রকাশ করবেন মার্কিন ফার্স্টলেডি
হোয়াইট হাউজের বিড়াল নিয়ে বই প্রকাশ করবেন মার্কিন ফার্স্টলেডি
সর্বাধিক পঠিত
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!