X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

কাশ্মিরকে ফিলিস্তিনের সঙ্গে তুলনা করলেন জাকির নায়েক

বিদেশ ডেস্ক
১৩ সেপ্টেম্বর ২০১৯, ০৯:৪৫আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৯, ১৪:৫৬

ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরকে ফিলিস্তিনের সঙ্গে তুলনা করলেন বিতর্কিত ইসলামি বক্তা ডা. জাকির নায়েক। বুধবার কাশ্মিরে চলমান সংকটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমালোচনা করে তিনি বলেন, ‘কাশ্মিরকে আরেকটি ফিলিস্তিন হওয়া থেকে বাঁচাতে হবে আমাদের।’

কাশ্মিরকে ফিলিস্তিনের সঙ্গে তুলনা করলেন জাকির নায়েক গত ৫ আগস্ট ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের মধ্য দিয়ে কাশ্মিরের স্বায়ত্তশাসনের অধিকার ও বিশেষ মর্যাদা কেড়ে নেয় বিজেপি নেতৃত্বাধীন দেশটির কেন্দ্রীয় সরকার। লাদাখ ও কাশ্মিরকে দুটি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করতে পার্লামেন্টে বিল পাস হয়। এই পদক্ষেপকে কেন্দ্র করে কাশ্মিরজুড়ে মোতায়েন করা হয়েছে বিপুলসংখ্যক অতিরিক্ত সেনা। জারি করা হয়েছে বিধিনিষেধ।

এক বিবৃতিতে জাকির নায়েক বলেন, ‘কাশ্মির সংকটের মাধ্যমে আসলে আরেকটি ফিলিস্তিন তৈরি করা হয়েছে। কাশ্মিরের এই পরিস্থিতি যে উগ্র ডানপন্থী বিজেপি সরকারের বিদ্বেষের কারণে তৈরি হয়েছে তা সবাই বুঝতে পারছেন।

জাকির নায়েক বলেন, স্বায়ত্তশাসন বাতিল ও লাখ লাখ সেনা সদস্য মোতায়েন করে কাশ্মিরিদের স্বাধীনতা কেড়ে নেওয়া যুদ্ধ ঘোষণার শামিল। তবে এটা কেবল শুরু। পরিস্থিতি আরও খারাপ হওয়ার আগেই আমাদের কিছু করতে হবে।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে নরেন্দ্র মোদির বন্ধুত্বের কথা উল্লেখ করে তিনি বলেন, কাশ্মির নিয়ে ইসরায়েল ভারতকে পরামর্শ দিলেও আমি অবাক হবো না। তিনি আরও অভিযোগ করেন, জম্মু ও কাশ্মিরে অনেক রাজনীতিবিদ ও অ্যাক্টিভিস্টকে অবৈধভাবে আটক করা হচ্ছে। ঘণ্টার পর ঘণ্টা তাদের ওপর নিপীড়ন করা হচ্ছে।

ভারতের আদালতে অর্থপাচার ও ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর মধ্য দিয়ে জিহাদি কার্যক্রমে উদ্বুদ্ধ করার অভিযোগ রয়েছে জাকিরের বিরুদ্ধে। দিল্লির পক্ষ থেকে তাকে ফেরত পাঠানোর আনুষ্ঠানিক আবেদন করা হলে ২০১৮ সালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ এ ব্যাপারে অনিচ্ছা প্রকাশ করেছিলেন। এ বছর জুনের দ্বিতীয় সপ্তাহেও মাহাথির বলেছিলেন, ন্যায়বিচার ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা থাকলে জাকির নায়েককে ভারতে ফেরত পাঠানো হবে না।

/এমএইচ/এমওএফ/
সম্পর্কিত
ভারতে দ্বিতীয় দফায় ভোটপ্রচণ্ড গরমেও ভোটকেন্দ্রে ভোটার, ভোটদানের হার ৬১ শতাংশ
ভোট গণনা প্রক্রিয়ায় কোনও পরিবর্তন হবে না: ভারতীয় সুপ্রিম কোর্ট
কেমন চলছে ভারতের লোকসভার দ্বিতীয় দফার ভোট?
সর্বশেষ খবর
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা