X
শনিবার, ৩০ মার্চ ২০২৪
১৬ চৈত্র ১৪৩০

নিষেধাজ্ঞা তুলে নিতে ইউরোপ-আমেরিকাকে আহ্বান জানালেন জিম্বাবুয়ের প্রেসিডেন্ট

বিদেশ ডেস্ক
২৬ সেপ্টেম্বর ২০১৯, ১৩:১২আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৯, ১৩:১৪

জিম্বাবুয়ের ওপর আরোপিত ইউরোপ ও আমেরিকার নিষেধাজ্ঞাকে অবৈধ আখ্যা দিয়ে তা প্রত্যাহার করে নেওয়ার আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট এমারসন মানগাগওয়া। জিম্বাবুয়ের অর্থনৈতিক বিপর্যয় কাটিয়ে উঠতে তার নেওয়ার পদক্ষেপের ওপর আস্থা রাখার আহ্বানও জানান তিনি। মানগাগওয়া বলেন, নিষেধাজ্ঞার কারণে বিপর্যয় কাটিয়ে ওঠার গতি ধীর হয়ে যাচ্ছে। বুধবার জাতিসংঘের সাধারণ অধিবেশনের ভাষণে এসব কথা বলেন জিম্বাবুয়ের প্রেসিডেন্ট। জিম্বাবুয়ের প্রেসিডেন্ট এমারসন মানগাগওয়া

১৯৮০ সালে স্বাধীনতা লাভের পর জিম্বাবুয়ের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন রবার্ট মুগাবে। চার দশক ধরে ক্ষমতায় থাকার পর ২০১৭ সালের নভেম্বরে এক সেনা অভ্যুত্থানের মধ্য দিয়ে তিনি ক্ষমতাচ্যুত হন। জিম্বাবুয়ের ক্ষমতাসীন দল জানু-পিএফ এর দলীয় প্রধানের পদ থেকেও তাকে বরখাস্ত করা হয়। মুগাবের স্থলাভিষিক্ত হন সাবেক ভাইস প্রেসিডেন্ট এমারসন এমনানগাগওয়া। অভ্যুত্থানের দুই সপ্তাহ আগে ভাইস প্রেসিডেন্টের পদ থেকে তাকে বরখাস্ত করেছিলেন মুগাবে। চলতি মাসে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। বর্তমান প্রেসিডেন্ট মানগাগওয়ার বিরুদ্ধেও রয়েছে বিরোধীদের ওপর নিপীড়নের অভিযোগ।

তবে বুধবার জাতিসংঘের সাধারণ অধিবেশনের ভাষণে নিপীড়নের অভিযোগের বিষয়ে কোনও মন্তব্য করেননি মানগাগওয়া। অর্থনৈতিক ও রাজনৈতিক সংস্কার নিয়ে বিতর্কের জন্য সব দলের সমন্বয়ে একটি উন্মুক্ত প্লাটফর্ম গঠন করা হচ্ছে বলে জানান মানগাগওয়া।

জিম্বাবুয়ের প্রেসিডেন্ট বলেন, আমেরিকা ও ইউরোপের আরোপিত নিষেধাজ্ঞা অর্থনৈতিক অগ্রগতির প্রক্রিয়াকে ধীর করে দিচ্ছে আর এতে শাস্তি পাচ্ছে দেশটির দরিদ্রতম মানুষ। তিনি বলেন, ‘আমি বিশ্ববাসীকে ধৈর্য্য নিয়ে আমাদের সমর্থন দেওয়ার আহ্বান জানাচ্ছি আর চলুন নতুন এক উদ্দিপনাময় যাত্রায় আমরা সবাই শামিল হই’।

মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের জেরে প্রায় দুই দশক আগে জিম্বাবুয়ের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র ও ইউরোপ। গত মাসে জিম্বাবুয়ের সাবেক এক জেনারেলের ওপরও নতুন করে নিষেধাজ্ঞার তালিকায় যুক্তরাষ্ট্র।

/জেজে/
সম্পর্কিত
এমভি আবদুল্লাহকে মুক্ত করতে ‘অভিযানের প্রস্তুতি’ নিচ্ছে আন্তর্জাতিক নৌবাহিনী
তিউনিসিয়া উপকূলে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ আরও ৩৪
হোটেলে হামলাকারীদের ‘নিষ্ক্রিয়’ করার দাবি সোমালিয়ার
সর্বশেষ খবর
দস্যুদের সঙ্গে মালিকপক্ষের আলোচনা, ঈদের আগে ২৩ নাবিকের মুক্তির আশা
দস্যুদের সঙ্গে মালিকপক্ষের আলোচনা, ঈদের আগে ২৩ নাবিকের মুক্তির আশা
টিভিতে আজকের খেলা (৩০ মার্চ, ২০২৪)
টিভিতে আজকের খেলা (৩০ মার্চ, ২০২৪)
সাতক্ষীরার কলারোয়া সীমান্ত পথে অবৈধভাবে আসছে ভারতীয় পণ্য
সাতক্ষীরার কলারোয়া সীমান্ত পথে অবৈধভাবে আসছে ভারতীয় পণ্য
বন্ধুকে ডেকে খুন! গ্রেফতার ৪
বন্ধুকে ডেকে খুন! গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
বুয়েটে ছাত্রলীগের প্রবেশের সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষার্থীর সিট বাতিল
বুয়েটে ছাত্রলীগের প্রবেশের সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষার্থীর সিট বাতিল
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’