X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

পিয়ংইয়ংয়ের পরমাণু নিরস্ত্রীকরণ নিয়ে যুক্তরাষ্ট্র-জাপান-দ. কোরিয়ার বৈঠক

বিদেশ ডেস্ক
০৯ অক্টোবর ২০১৯, ১৫:৩২আপডেট : ০৯ অক্টোবর ২০১৯, ১৫:৩৯
image

যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তর কোরিয়ার আলোচনা বাতিলের পর পিয়ংইয়ংয়ের পরমাণু নিরস্ত্রীকরণ নিয়ে বৈঠক করেছেন ওয়াশিংটন, সিউল ও টোকিও’র কর্মকর্তারা। সুইডেনের ওই আলোচনা বাতিলের কয়েকদিন পর মঙ্গলবার (৮ অক্টোবর) ওয়াশিংটনে বৈঠক করেন তিন দেশের কর্মকর্তারা। এ সময় তারা পরমাণু নিরস্ত্রীকরণের উদ্দেশ্য বাস্তবায়নে সমন্বিতভাবে কাজের ওপর গুরুত্ব দেন।

পিয়ংইয়ংয়ের পরমাণু নিরস্ত্রীকরণ নিয়ে যুক্তরাষ্ট্র-জাপান-দ. কোরিয়ার বৈঠক

ফেব্রুয়ারিতে হ্যানয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-উত্তর কোরীয় নেতা কিম জং উনের বৈঠকে যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়াকে সব ধরনের পারমাণবিক অস্ত্র ত্যাগের কথা বললে পিয়ংইয়ং যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন সব আন্তর্জাতিক অবরোধ তুলে নেওয়ার দাবি করে। দুই পক্ষ পারস্পরিক সম্মতিতে পৌঁছাতে ব্যর্থ হওয়ায় ভেস্তে যায় আলোচনা। হ্যানয়ের বৈঠক ব্যর্থ হয়ে যাওয়ার পর গত ৩০ জুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এক বৈঠকে ওয়ার্কিং লেভেলে আলোচনা পুনরায় শুরুর বিষয়ে সম্মত হন উত্তর কোরীয় নেতা কিম জং উন। এর প্রেক্ষিতে গত শনিবার সুইডেনের স্টকহোমে বৈঠকে বসেন যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার প্রতিনিধিরা।

গত শনিবারের ওই আলোচনার ব্যর্থ হওয়ার পর উত্তর কোরিয়ার পরমাণু ইস্যুতে ওয়াশিংটনে প্রথম আলোচনা অনুষ্ঠিত হলো। এ প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, ওয়াশিংটনের উত্তর কোরিয়া বিষয়ক বিশেষ দূত স্টিফেন বেইগান দক্ষিণ কোরিয়া ও জাপানের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘উত্তর কোরিয়ার পরমাণু নিরস্ত্রীকরণ কর্মসূচি সম্পূর্ণ করতে সমন্বতিভাবে কাজের ওপর গুরুত্ব দিয়েছেন তারা।’ শনিবার সুইডেনের যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা বাতিলের পর উত্তর কোরিয়া জানিয়েছে, ওয়াশিংটন শত্রুতা বন্ধ না করা পর্যন্ত তাদের সঙ্গে কোনও আলোচনার ‘ইচ্ছা নেই’ পিয়ংইয়ংয়ের। সে সময় দেশটির পরমাণু বিষয়ক সর্বোচ্চ দূত কিম মিয়ং গিল বলেন, ‘সংলাপে আমাদের প্রত্যাশা পূরণ হয়নি এবং শেষ পর্যন্ত তা ব্যর্থ হয়েছে। যুক্তরাষ্ট্রের পুরনো ধ্যানধারণার কোনও পরিবর্তন হয়নি। দেশটিকে অবশ্যই এমন দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। তাদের প্রতিশ্রুতি পূরণ না করায় আমাদের হতাশ করেছে।’

এর পরপরই যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মরগান ওর্টেগাস বলেন, ‘ডিপিআরকে (উত্তর কোরিয়া) প্রতিনিধিদের মন্তব্য সাড়ে ৮ ঘণ্টার আলোচনার বিষয়বস্তু কিংবা উদ্যমের প্রতিফলন ঘটায়নি। এবারের আলোচনায় যুক্তরাষ্ট্র সৃজনশীল কিছু পরিকল্পনা নিয়ে এসেছিল এবং এগুলো নিয়ে ডিপিআরকে’র প্রতিনিধিদের সঙ্গে ভালো আলোচনা হয়েছে।’

/এইচকে/
সম্পর্কিত
বিরল সূর্যগ্রহণ দেখতে নায়াগ্রা জলপ্রপাতে জড়ো হবেন ১০ লাখ দর্শনার্থী
হোয়াইট হাউজের বিড়াল নিয়ে বই প্রকাশ করবেন মার্কিন ফার্স্টলেডি
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দুই প্রধান বিচারপতির সাক্ষাৎ
সর্বশেষ খবর
হৃদরোগ বিভাগে ছারপোকার রাজত্ব, হাসপাতাল পরিচালক দুষছেন রোগীদের
রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালহৃদরোগ বিভাগে ছারপোকার রাজত্ব, হাসপাতাল পরিচালক দুষছেন রোগীদের
‘মডার্ন মেট্রোপলিস’ থিমে ঈদ সংগ্রহ এনেছে ঢেউ
‘মডার্ন মেট্রোপলিস’ থিমে ঈদ সংগ্রহ এনেছে ঢেউ
কাপাসিয়ায় গরু চোর সন্দেহে ২ জনকে পিটিয়ে হত্যা
কাপাসিয়ায় গরু চোর সন্দেহে ২ জনকে পিটিয়ে হত্যা
ফায়ার সার্ভিসের সঙ্গে কবে সমন্বয় করবে রাজউক?
বহুতল ভবনের সংজ্ঞাফায়ার সার্ভিসের সঙ্গে কবে সমন্বয় করবে রাজউক?
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়