X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

অন্তঃসত্ত্বা স্ত্রী, ৬ বছরের ছেলেসহ পশ্চিমবঙ্গে আরএসএস কর্মীকে হত্যা

বিদেশ ডেস্ক
১০ অক্টোবর ২০১৯, ২০:৫৯আপডেট : ১০ অক্টোবর ২০১৯, ২১:৩৫

পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় আটমাসের অন্তঃসত্ত্বা স্ত্রী ও ছয় বছরের ছেলেসহ এক রাষ্ট্রীয় স্বয়ংস্বেবক সংঘ (আরএসএস) কর্মীকে হত্যা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে এই তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এখবর জানিয়েছে।

অন্তঃসত্ত্বা স্ত্রী, ৬ বছরের ছেলেসহ পশ্চিমবঙ্গে আরএসএস কর্মীকে হত্যা

নিহতরা হলেন, প্রকাশ পাল (৩৫), তার স্ত্রী বিউটি পাল (২৮) এবং তাদের ছেলে অঙ্গণ পাল (৬)। প্রকাশ ও বিউটির শরীরে কুপিয়ে জখম করার চিহ্ন পাওয়া গেছে। তবে শিশুটিকে তোয়ালে দিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।

তদন্তে নিয়োজিত জয়গঞ্জ পৌরসভার এক পুলিশ কর্মকর্তা জানান, মঙ্গলবার সকাল এগারোটায় সর্বশেষ প্রকাশ পালকে দেখার কথা জানিয়েছেন স্থানীয়রা। ওই সময় তিনি স্থানীয় বাজার থেকে ফিরছিলেন। এক ঘণ্টার মধ্যে পরিবারের তিনজনকে মৃত হিসেবে পাওয়া যায়।

মুর্শিদাবাদ (দক্ষিণ) বিজেপির সভাপতি হুমায়ুন কবির জানান, প্রকাশ পাল আরএসএস’র সদস্য ছিলেন। কিন্তু এই হত্যাকাণ্ডের সঙ্গে তার রাজনীতির কোনও সম্পর্ক নেই।

পুলিশ জানায়, প্রকাশ ও তার ছেলের মরদেহ পাওয়া গেছে কানাইগঞ্জ-লেবুতলার বাসার একটি কক্ষের ভেতর। বিউটির মরদেহ আরেকটি কক্ষে পাওয়া গেছে রক্তাক্ত অবস্থায়। তাদের বাড়ি একতলা। প্রকাশ পাল প্রাথমিক স্কুলে শিক্ষকতা করতেন। দুই বছর আগে বাড়িটি নির্মাণ করেন তিনি।

নিহতদের এক আত্মীয় রাজেশ ঘোষ বলেন, সোয়া এগারোটার দিকে আমার পরিবারের একজন সর্বশেষ প্রকাশ ও তার ছেলের সঙ্গে ফোনে কথা বলেছেন। কথা বলার কয়েক সেকেন্ড পর তাদের ফোন বিচ্ছিন্ন হয়ে যায়। আমাদের মনে হয় প্রকাশ যখন ফোনে কথা বলছিল তখন খুনি তাদের বাসাতেই ছিল।

 

/এএ/
সম্পর্কিত
পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোট শেষেই বিজয় মিছিল
লোকসভা নির্বাচনপ্রথম ধাপে ভোটের হার ৬০ শতাংশ, সর্বোচ্চ পশ্চিমবঙ্গে
পশ্চিমবঙ্গে কংগ্রেস, সিপিআই-এম ইন্ডিয়া জোট নয়, বিজেপির এজেন্ট: মমতা
সর্বশেষ খবর
মোংলার তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস, সহসা নামবে না বৃষ্টি
মোংলার তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস, সহসা নামবে না বৃষ্টি
‘আমি কোনও ছেলেকে বিশ্বাস করতে পারি না’
‘আমি কোনও ছেলেকে বিশ্বাস করতে পারি না’
তাপদাহে সুপ্রিম কোর্টের আইনজীবীদের গাউন পরিধানে শিথিলতা
তাপদাহে সুপ্রিম কোর্টের আইনজীবীদের গাউন পরিধানে শিথিলতা
সারা দেশে প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা
সারা দেশে প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া