X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

দারিদ্র্য কোনও সমস্যা নয়: নোবেলজয়ী অভিজিৎ

বিদেশ ডেস্ক
১৫ অক্টোবর ২০১৯, ১২:৫৬আপডেট : ১৫ অক্টোবর ২০১৯, ১২:৫৯
image

ভারতের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে সংবাদমাধ্যমে  উদ্বেগ প্রকাশ করেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ ব্যানার্জি। বৈশ্বিক দারিদ্র্য লাঘবে অবদান রাখায় অর্থনীতিতে অমর্ত্য সেনের পর দ্বিতীয় বাঙালি হিসেবে নোবেল পেয়েছেন তিনি। সংবাদমাধ্যমকে বলেছেন, দারিদ্র্য কোনও সমস্যা নয়। গবেষণার মধ্য দিয়ে দারিদ্র্য বিমোচনের পথ বের করা সম্ভব।

দারিদ্র্য কোনও সমস্যা নয়: নোবেলজয়ী অভিজিৎ

বাংলাদেশ সময় সোমবার (১৪) বিকেল সাড়ে ৩টায় রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস অভিজিৎ ব্যানার্জিসহ ৩ নোবেল বিজয়ী অর্থনীতিবিদের নাম ঘোষণা করে। উন্নয়ন অর্থনীতির মধ্য দিয়ে দারিদ্র্য বিমোচনে অবদান রাখার স্বীকৃতিস্বরূপ তাদের এই পুরস্কার দেওয়া হয়েছে।  পুরস্কারপ্রাপ্ত বাকি দুই অর্থনীতিবিদ হলেন অভিজিতের স্ত্রী ফরাসি নাগরিক অ্যাস্থার ডাফলো এবং মার্কিন নাগরিক মাইকেল ক্রেমার। সম্মানী হিসেবে তাদের ১১ লাখ মার্কিন ডলারও দেওয়া হচ্ছে।

নোবেল জয়ের খবর পাওয়ার পর অভিজিৎ ব্যানার্জি সংবাদমাধ্যমকে বলেছেন, ‘খবর পেয়েই ঘুমিয়ে পড়েছিলাম। তারপর উঠে দেখি প্রচুর ফোন আসছে। বন্ধুবান্ধবরা ফোন করছেন। যদিও এখনও কারও সঙ্গে কথা হয়নি। মায়ের সঙ্গেও কথা বলে উঠতে পারিনি।’ভারতের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে জানতে চাইলে অভিজিৎ সংবাদমাধ্যমকে বলেছেন, ‘এই মুহূর্তে ভারতের অর্থনৈতিক পরিস্থিতি খুব ভাল নয়। বিভিন্ন রিপোর্টে অর্থনীতি সংক্রান্ত যে পরিসংখ্যান প্রকাশিত হচ্ছে, তাতে কোনোভাবেই আশ্বস্ত হতে পারছি না। কয়েকবছর আগেও আর্থিক বৃদ্ধির হার ভাল ছিল। এখন আর সেই আশাও দেখছি না।’

গবেষণার বিষয় নিয়ে অভিজিৎ বলেন, ‘বিশ্বব্যাপী দারিদ্র্য দূরীকরণ নিয়ে দীর্ঘদিন ধরে গবেষণা করছি। দারিদ্র্য কোনও সমস্যা নয়। এই সমস্যার অনেকগুলি স্তর রয়েছে। সমস্যাগুলিকে এক এক করে খুঁজে বের করা সমাধানের পথ কী হবে তা নির্ধারণ করা নিয়েই গবেষণা করি। পরীক্ষামূলক গবেষণার মাধ্যমেই দারিদ্র্য সমস্যার সমাধান সম্ভব।’

কবে থেকে গবেষণার কাজ করছেন, এমন এক প্রশ্নের উত্তরে অভিজিৎ জানান, ১৯৯৫–৯৬ সাল থেকে তিনি গবেষণা করছেন। বলেন, ‘বিশ্বের বিভিন্ন দেশে ২০ বছর ধরে এই গবেষণার কাজ করেছি। সাউথ আফ্রিকা, কেনিয়া, ইন্দোনেশিয়া, চীন, কানাডায় কাজ করেছি। পশ্চিমবঙ্গের অর্থনৈতিক পরিস্থিতিও গবেষণার কাজে যুক্ত করেছি। এই বাংলাতেই কেটেছে আমার ছেলেবেলা। এখানেই পড়াশোনা। মূলত বাংলার অর্থনৈতিক ইতিহাস আমায় গবেষণার কাজে অনেকটাই সাহায্য করেছে।’

/বিএ/
সম্পর্কিত
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা
ভারতের মণিপুরে হয়রানির শিকার হয়েছে সাংবাদিক-সংখ্যালঘুরা: যুক্তরাষ্ট্র
ভারতের রাষ্ট্রপতির হাত থেকে পদ্মশ্রী নিলেন রেজওয়ানা চৌধুরী বন্যা
সর্বশেষ খবর
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
ইউক্রেনের মার্কিন সামরিক সহায়তা আইনে স্বাক্ষর বাইডেনের
ইউক্রেনের মার্কিন সামরিক সহায়তা আইনে স্বাক্ষর বাইডেনের
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
আজকের আবহাওয়া: দুই বিভাগে বৃষ্টির আভাস
আজকের আবহাওয়া: দুই বিভাগে বৃষ্টির আভাস
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা