X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

চাপ উপেক্ষা করে সিরিয়ায় অভিযান চালানোর ঘোষণা এরদোয়ানের

বিদেশ ডেস্ক
১৬ অক্টোবর ২০১৯, ১৮:১২আপডেট : ১৬ অক্টোবর ২০১৯, ১৮:৪৬

‘সেফ জোন’ তৈরি না হওয়া পর্যন্ত সিরিয়ায় অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরাদায়ান। তিনি বলেন,  এখনই সন্ত্রাসীদের অস্ত্র ফেলে আত্মসমপর্ণের আহ্বান জানাচ্ছি আমরা। আমরা কোনও নিষেধাজ্ঞা ভয় পাই না।

চাপ উপেক্ষা করে সিরিয়ায় অভিযান চালানোর ঘোষণা এরদোয়ানের

সিরিয়ার উত্তরাঞ্চলে কুর্দিদের পক্ষে মোতায়েন মার্কিন সেনাদের গত সপ্তাহে প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। এরপর সিরিয়ার সীমান্ত এলাকায় সেনা সমাবেশ ঘটিয়ে কুর্দিদের ওপর হামলা শুরু করে তুরস্ক। এই হামলায় তুরস্কের সঙ্গে রয়েছে সিরিয়ার বিদ্রোহী যোদ্ধারা। তুরস্ককে সিরিয়ার সঙ্গে কোনভাবেই সংঘাতে জড়াতে দেবেন না বলে ঘোষণা দেয় রাশিয়া। অন্যদিকে অস্ত্রবিরতি আাহ্বান জানায় যুক্তরাষ্ট্রও।  

তবে সবকিছু উপেক্ষা করে অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে তুরস্ক। বুধবার  আঙ্কারায় এক ভাষণে এরদোয়ান বলেন,   আমরা যেই সেফ জোন চিহ্নিত করেছি সেখান থেকে অবিলম্বে চলে যেতে হবে সন্ত্রাসীদের। মানবিজ থেকে ইরাক সীমান্ত থেকে ৩২ কিলোমিটার অঞ্চলজুড়ে তিনি একটি সেফ জোন তৈরি করতে চান। সেখানেই তুরস্কে আশ্রয় নেওয়া ২০ লাখ সিরীয়র আবাসন গড়ে তোলা হবে বলে জানান তিনি।

কুর্দিদের সাথে মধ্যস্থতার সব প্রস্তাবও উড়িয়ে দিয়েছেন এরদোয়ান। তিনি বলেন, তুরস্ক কখনই অস্ত্রবিরতিতে সম্মত নয়। তারা আমাদের চাপ দিচ্ছে যেন অভিযান বন্ধ করা হয়। তারা নিষেধাজ্ঞা আরোপের কথা বলছে। কিন্তু আমরা কোনও নিষেধাজ্ঞা নিয়ে উদ্বিগ্ন নই।

তুর্কি সরকারের সঙ্গে বিচ্ছিন্নতাবাদী কুর্দিদের বিরোধ অনেক পুরনো। ১৯৮০’র দশক থেকে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে)-র সঙ্গে দীর্ঘদিন ধরে লড়াই হয়েছে দেশটির নিরাপত্তা বাহিনীর। ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র ও তুরস্ক পিকেকে-কে সন্ত্রাসী গ্রুপ আখ্যা দিয়ে থাকে। এই পর্যন্ত পিকেকের সঙ্গে লড়াইয়ে ৪০ হাজার মানুষ নিহত হয়েছে। ২০১২ সালে তুরস্ক সরকার ও কুর্দিদের মধ্যে সম্পাদিত শান্তি চুক্তি দীর্ঘ আড়াই বছর পর ২০১৬ সালের জুন মাসে ভেঙে যায়। এরপর দুপক্ষের সংঘাত ফের শুরু হয়।

 

 

/এমএইচ/
সম্পর্কিত
গাজার হাসপাতালে গণকবর, আতঙ্কিত জাতিসংঘ মানবাধিকার প্রধান
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
ইরাক ও সিরিয়ায় মার্কিন বাহিনীর ওপর ড্রোন ও রকেট হামলা
সর্বশেষ খবর
ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচন ৫ জুন
ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচন ৫ জুন
সোনার দাম ভ‌রিতে কমলো ৩ হাজার টাকা
সোনার দাম ভ‌রিতে কমলো ৩ হাজার টাকা
অস্ত্র লুটের ঘটনায় বহিষ্কৃত ছাত্রলীগ নেতাসহ আরও ৭ জন কারাগারে
অস্ত্র লুটের ঘটনায় বহিষ্কৃত ছাত্রলীগ নেতাসহ আরও ৭ জন কারাগারে
তিন গোলে জেতার আশা করেননি পুলিশের রোমানিয়ান কোচ
তিন গোলে জেতার আশা করেননি পুলিশের রোমানিয়ান কোচ
সর্বাধিক পঠিত
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা
অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা
উৎপাদন খরচ হিসাব করেই ধানের দাম নির্ধারণ হয়েছে: কৃষিমন্ত্রী 
উৎপাদন খরচ হিসাব করেই ধানের দাম নির্ধারণ হয়েছে: কৃষিমন্ত্রী 
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ