X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

'নিরাপদ সিরীয় অঞ্চল' প্রতিষ্ঠায় অংশ নেবে না যুক্তরাষ্ট্র: প্রতিরক্ষামন্ত্রী

বিদেশ ডেস্ক
১৯ অক্টোবর ২০১৯, ০৮:৫১আপডেট : ১৯ অক্টোবর ২০১৯, ১২:৩৪

যুক্তরাষ্ট্র জানিয়েছে, তারা 'নিরাপদ সিরীয় অঞ্চল' প্রতিষ্ঠায় কোনও পদক্ষেপ নেবে না। সে দেশের প্রতিরক্ষামন্ত্রী মাইক এস্পার শুক্রবার বলেছেন, তার দেশের সেনারা সিরিয়ার উত্তরাঞ্চলে সেফ জোন প্রতিষ্ঠায় অংশ নেবে না। এর সঙ্গে ওই এলাকা থেকে ধারাবাহিকভাবে সেনা প্রত্যাহারও অব্যাহত রাখা হবে বলে জানিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী মাইক এস্পার

৯ অক্টোবর তুরস্কের সীমান্তবর্তী সিরিয়ার উত্তরাঞ্চলীয় এলাকা থেকে সিরিয়ার কুর্দি বিদ্রোহীদের উৎখাতে অভিযান শুরু করে তুরস্ক। আঙ্কারা বলছে, তুরস্কে আশ্রয় নেওয়া ২০ লাখেরও বেশি শরণার্থীকে পুনর্বাসনের জন্য সেখানে তারা একটি সেফজোন গড়ে তুলতে চায়। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স এবং পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওকে তুরস্কে পাঠানোর ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাদের সঙ্গে বৈঠকের পর পেন্স জানান, পাঁচদিনের জন্য যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে তুরস্ক।

শুক্রবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেব এরদোয়ান জানান, সিরিয়ার উত্তরাঞ্চল জুড়ে বেশ কিছু পর্যবেক্ষণ পোস্ট নির্মাণ করবেন তারা। এছাড়া সেফ জোনের আকারও বাড়ানো হবে বলে জানান তিনি। এই সেফ জোনে টহল দেবে তুরস্কের সেনাবাহিনী। আঙ্কারা চায় ইউফ্রেতিস নদী থেকে ইরাক সীমান্ত পর্যন্ত পুরো এলাকার নিয়ন্ত্রণ। গত কয়েক দিনের অভিযানের পর এই এলাকার এক চতুর্থাংশের নিয়ন্ত্রণ রয়েছে তুর্কি বাহিনীর হাতে। বাকি এলাকার নিয়ন্ত্রণ রয়েছে কুর্দি নেতৃত্বাধীন বাহিনী বা সিরিয়ার সরকারি বাহিনীর নিয়ন্ত্রণে। তাদের সমর্থন দিয়ে যাচ্ছে রাশিয়া। এমন প্রেক্ষাপটে শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী মাইক এস্পার বলেন, যুক্তরাষ্ট্রের মাঠ পর্যায়ের কোনও সেনা সেফ জোন প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে না। তারা তুরস্ক ও কুর্দি বাহিনী উভয়ের সঙ্গে যোগাযোগ রাখবে।

তিনি বলেন, ভবিষ্যতে আইএসবিরোধী লড়াই চালিয়ে যাওয়ার বিষয়ে তিনি মধ্যপ্রাচ্য ও ব্রাসেলস সফর করবেন। তুরস্কের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে শুক্রবার কথা বলেছেন জানিয়ে এস্পার বলেন, আঙ্কারার নিয়ন্ত্রিত এলাকায় মানুষের নিরাপত্তা শ্চিত করার আহ্বান জানিয়েছেন তিনি।

/জেজে/বিএ/
সম্পর্কিত
রাজনীতিকদের বিরোধে ক্ষোভ বাড়ছে ইসরায়েলি সেনাদের
দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৭
যুদ্ধবিরতির আলোচনা: উত্তর গাজায় ফিলিস্তিনিদের ফিরতে দেবে ইসরায়েল
সর্বশেষ খবর
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বিরল সূর্যগ্রহণ দেখতে নায়াগ্রা জলপ্রপাতে জড়ো হবেন ১০ লাখ দর্শনার্থী
বিরল সূর্যগ্রহণ দেখতে নায়াগ্রা জলপ্রপাতে জড়ো হবেন ১০ লাখ দর্শনার্থী
সর্বাধিক পঠিত
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি