X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

সৌদি আরবে গ্রেফতার, নিপীড়ন আর খুনের প্রাবল্যে উদ্বিগ্ন এইচআরডব্লিউ

বিদেশ ডেস্ক
০৫ নভেম্বর ২০১৯, ০১:৪৯আপডেট : ০৫ নভেম্বর ২০১৯, ১৫:৪৬

মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) বলছে, যুবরাজ মোহাম্মদ বিন সালমান সৌদি আরবে বেশ কিছু সংস্কার কার্যক্রম চালিয়ে গেলেও সেখানে নিপীড়ন আর অবমাননাকর আচরণ বেড়েছে। সোমবার যুক্তরাষ্ট্রভিত্তিক ওই সংস্থার নতুন প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৮ সালের অক্টোবরে সাংবাদিক জামাল খাশোগি হত্যার পর সৌদি কর্তৃপক্ষ সংঘত হলেও এখনও তাদের সমালোচকেরা নির্বিচার ভ্রমণ নিষেধাজ্ঞা ও হয়রানির শিকার হচ্ছে। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান

কট্টর ইসলামি শাসন ব্যবস্থার তেল নির্ভর অর্থনীতির দেশ সৌদি আরবে নারীদের জন্য অভিভাবকত্ব আইন প্রচলিত রয়েছে। এই আইন অনুযায়ী নারীদের ঘরের বাইরে বের হওয়াসহ অন্য কাজের আগে অভিভাবেকর অনুমতির দরকার পড়ে। ২০১৭ সালে যুবরাজ হিসেবে দায়িত্ব নেওয়ার পর অর্থনৈতিক নির্ভরতা কমাতে সৌদি যুবরাজ এক সংস্কার পরিকল্পনা ঘোষণা করেন। সেই প্রক্রিয়ার আওতায় এরইমধ্যে সৌদি নারীদের গাড়ি চালানো ও পুরুষ সঙ্গী ছাড়াই দেশের বাইরে ভ্রমণের অনুমতি পেলেও সব বাধা দূর হয়নি এখনও।অভিযোগ রয়েছে, ক্ষমতাসীন হওয়ার পর নিজের রাজনৈতিক উচ্চাভিলাষের পথে বাধা হতে পারেন এমন ব্যক্তিদের সরিয়ে দেওয়া শুরু করেন যুবরাজ। 

সোমবার প্রকাশিত এইচআরডব্লিউ’র ৬২ পৃষ্ঠার প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষমতাসীন হওয়ার পর থেকেই প্রখ্যাত আলেম, নারী অধিকার অ্যাক্টিভিস্ট এবং রাজপরিবারের বহু সদস্যকে লক্ষ্যবস্তু বানান যুবরাজ। সাবেক নিরাপত্তা ও গোয়েন্দা কর্মকর্তাদের মধ্যে শুদ্ধি অভিযান চালানোর পাশাপাশি তিনি দেশের বিচার ও নিরাপত্তা ব্যবস্থা রাজদরবারের তদারকির অধীনে নিয়ে আসেন। এরপরই ধারাবাহিক গ্রেফতার অভিযান শুরু করে সৌদি কর্তৃপক্ষ। ২০১৭ সালের অক্টোবরে মুসলিম নেতা, অ্যাকাডেমিক ও বুদ্ধিজীবীসহ ৭০ জন সমালোচককে গ্রেফতোরের মধ্য দিয়ে এই অভিযান শুরু হয়। ওই বছরের নভেম্বরে রাজপরিবারের সদস্য ও ব্যবসায়ীসহ অন্তত ৪০ জন অভিজাতকে আটক করে কয়েক সপ্তাহ ধরে রিয়াদের বিলাসবহুল রিটজ কার্লটন হোটেলে রাখা হয়। এই অভিযানকে দুর্নীতি বিরোধী অভিযান বলে আখ্যা দেয় সৌদি কর্তৃপক্ষ। পরের বছরের মে মাসের শুরুতে বহু নারী অধিকার অ্যাকটিভিস্টকে গ্রেফতার ও আটক করা হয় বলে জানানো হয়েছে এইচআরডব্লিউ’র প্রতিবেদনে। আটক অনেকেই হেফাজতে থাকা অবস্থায় নির্যাতনের শিকার হন। এইচআরডব্লিউ বলছে, গ্রেফতারের পাশাপাশি দেশটির সরকার সমর্থিত সংবাদমাধ্যমে আটককৃতদের বিরুদ্ধে মানহানিকর বক্তব্য প্রচার হতে থাকে।

এইচআরডব্লিউ’র প্রতিবেদন বলছে, সরকারি নীতির শান্তিপূর্ণ সমালোচনা বা মানবাধিকার নিয়ে কথা বলায় সৌদি আরবে নাগরিকদের গ্রেফতার কোনও নতুন পরিস্থিতি নয়। তবে ২০১৭ সালের গ্রেফতারের ঢলের পরের পরিস্থিতি উল্লেখযোগ্য আর আলাদা। এইচআরডব্লিউ’র মধ্যপ্রাচ্য বিষয়ক উপপরিচালক মাইকেল পেজ এক বিবৃতিতে বলেন, মোহাম্মদ বিন সালমান একটি বিনোদন সেক্টর প্রতিষ্ঠা করেছেন আর নারীদের গাড়ি চালনা ও ভ্রমণের অনুমতি দিয়েছেন কিন্ত সৌদি কর্তৃপক্ষ দেশের বহু সংস্কারপন্থী চিন্তাবিদ ও অ্যাকটিভিস্টকে আটক রেখেছেন। এসব চিন্তাবিদ ও অ্যাকটিভিস্টদের অনেকেই এসব সংস্কারের আহ্বান জানিয়ে আসছিলেন। তিনি বলেন, শীর্ষ অ্যাকটিভিস্টদের হয়রানি, আটক ও অসাদাচরণ করে সৌদি আরবের সত্যিকার সংস্কার হবে না।

২০১৮ সালে তুরস্কের ইস্তানবুল কনস্যুলেটে সৌদি এজেন্টদের হাতে খুন হন সাংবাদিক জামাল খাশোগি। এই ঘটনার পর সৌদি কর্তৃপক্ষ ৩০জনকে আটক করেছে বলে জানিয়েছে এইচআরডব্লিউ। সংস্থাটি বলছে, এই পদক্ষেপ সত্বেও প্রখ্যাত ভিন্নমতালম্বী ও অ্যাকটিভিস্টদের পরিবারের সদস্যদের খুব নীরবে লক্ষ্যবস্তু বানাচ্ছে রিয়াদ। প্রতিবেদনে বলা হয়েছে, সরকার সমালোচকদের অনলাইন অ্যাকাউন্ট হ্যাক করতে নজরদারি প্রযুক্তি ব্যবহার করছে সৌদি আরব। এছাড়া তাদের মোবাইল ফোনে পাঠানো হচ্ছে স্পাইওয়ার।

/জেজে/বিএ/
সম্পর্কিত
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
আত্মরক্ষার সিদ্ধান্ত আমরা নিজেরাই নেব: নেতানিয়াহু
যেকোনও ইসরায়েলি হামলা মোকাবিলায় প্রস্তুত সেনাবাহিনী: ইরান
সর্বশেষ খবর
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন