X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০
দ্য ডিপ্লোম্যাট

বাংলাদেশ হয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করছে নাইজেরীয়রা

বিদেশ ডেস্ক
০৮ নভেম্বর ২০১৯, ১৭:৪৩আপডেট : ০৮ নভেম্বর ২০১৯, ১৭:৪৪

বাংলাদেশ থেকে ভারতের উত্তর-পূর্বাঞ্চলে অবৈধভাবে নাইজেরীয় নাগরিকরা প্রবেশ করছে। গত কয়েক মাসে অন্তত তেইশ জন নাইজেরীয় নাগরিককে অনুপ্রবেশের দায়ে গ্রেফতার করেছে ভারত। জাপানভিত্তিক এশীয় সংবাদমাধ্যম দ্য ডিপ্লোম্যাট-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, এসব বিদেশিদের বাংলাদেশ সীমান্তবর্তী ভারতের মেঘালয়, আসাম ও ত্রিপুরা রাজ্যের বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করা হয়েছে।

বাংলাদেশ হয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করছে নাইজেরীয়রা

মেঘালয়ের পুলিশ প্রধান আর চন্ত্রনাথ বলেন, আমরা বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনায় নিচ্ছি। সব কিছু খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে তবে এখনও উপসংহারে পৌঁছার মতো কিছু হয়নি। যাতে করে নাইজেরীয়দের উদ্দেশ্য সম্পর্কে জানা যাবে।

মেঘালয় রাজ্য সরকারের সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, যেসব নাইজেরীয় নাগরিকদের আটক করা হয়েছে তারা দেশটির খ্রিস্টান অধ্যুষিত এলাকার বাসিন্দা। এদের ভ্রমণ সংশ্লিষ্ট সবকিছু নাইজেরিয়ার রাজধানী লাগোসে বাংলাদেশি এজেন্ট দ্বারা ঠিক করা হয়েছে। কীভাবে সীমান্ত পার হয়ে ভারতে প্রবেশ করবে তাও বাংলাদেশি এজেন্ট জানিয়েছে। আদ্দিস আবাবা থেকে ব্যাংকক হয়ে তারা ঢাকায় প্রবেশ করে। এর আগে দলটি ইস্তানবুলে অবতরণ করে।

সূত্রটি আরও জানায়, দলটির সব সদস্য গুয়াহাটি থেকে নয়া দিল্লিগামী ট্রেনে ভ্রমণের পরিকল্পনা করেছিল। সেখানে অনেক নাইজেরীয় নাগরিক বসবাস করছে। সেখানকার অনেকেই ভারতে মাদক মামলায় দোষী সাব্যস্ত হয়েছে। তবে পুলিশের ধারণা, ভারতে এই দলের সফরের কারণ হতে পারে সাইবার অপরাধের মাধ্যমে অর্থ সংগ্রহ করা।

ভারতে নাইজেরীয় নাগরিকরা মাদক সংশ্লিষ্ট মামলায় দোষী সাব্যস্ত হয়েছে। নারকোটিকস কন্ট্রোল ব্যুরো (এনসিবি)-র সর্বশেষ তথ্য অনুসারে, ২০১৭ সালে ভারতে মাদক অপরাধে গ্রেফতারকৃত বিদেশিদের মধ্যে ৪০ শতাংশই নাইজেরীয়।

এছাড়া গত কয়েক বছরে সাইবার অপরাধের জড়িত থাকার অভিযোগে নাইজেরীয় নাগরিকদের গ্রেফতার করা হয়েছে। দুই বছর পূর্বে মেঘালয় ও দিল্লি পুলিশের একটি যৌথ দল ভারতের রাজধানী থেকে এক ফেসবুক প্রতারককে গ্রেফতার করে। মুম্বাই ও দিল্লিতে জুন মাসে সাইবার অপরাধের দায়ে চার নাইজেরীয়কে গ্রেফতার করা হয়েছে। এই মামলায় ওই দলটি প্রায় ২ হাজার ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করে। আয়কর বিভাগের ভুয়া ওয়েব পেইজ বানিয়ে এই জালিয়াতি করে তারা। প্রায় ক্ষেত্রেই স্থানীয় অপরাধীদের সঙ্গে কাজ করে তারা।

রাজস্ব গোয়েন্দা বিভাগের মধ্যমসারির এক কর্মকর্তা দাবি করেন, যদি তারা প্রতারণা করে অর্থ সংগ্রহ করতে পারে তাহলে নিশ্চই তারা একই রুটে বাংলাদেশ ফিরে যায়। যদি তারা দোষী সাব্যস্তও হয় তাহলে কারাবাসের পর তাদের নিজ দেশে ফেরত পাঠানো হয়। কিন্তু তারা অর্থ পাচার করার ফলে এই ঝুঁকি নেয়।

 

/এএ/
সম্পর্কিত
সরকার ক্ষমতায় থাকতে ভোটের ওপর নির্ভর করে না: সাকি
সীমান্তে কোনও ধরনের হত্যাকাণ্ড চায় না বাংলাদেশ
কেক কেটে আর কাচ্চি বিরিয়ানিতে বন্ধুত্বের উদযাপন দিল্লি ও ঢাকার
সর্বশেষ খবর
আইসিসি এলিট প্যানেলে প্রথম বাংলাদেশি আম্পায়ার সৈকত
আইসিসি এলিট প্যানেলে প্রথম বাংলাদেশি আম্পায়ার সৈকত
অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে ভুটানের রাজার সন্তোষ প্রকাশ
অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে ভুটানের রাজার সন্তোষ প্রকাশ
ট্যুর অপারেশনে ব্যাংকে থাকতে হবে ১০ লাখ টাকা
ট্যুর অপারেশনে ব্যাংকে থাকতে হবে ১০ লাখ টাকা
এনভয় টেক্সটাইলসের ২৮তম বার্ষিক সাধারণ সভা
এনভয় টেক্সটাইলসের ২৮তম বার্ষিক সাধারণ সভা
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে