X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

চিকিৎসার জন্য নওয়াজ শরীফের বিদেশযাত্রা স্থগিত

বিদেশ ডেস্ক
১১ নভেম্বর ২০১৯, ২২:১০আপডেট : ১১ নভেম্বর ২০১৯, ২২:১০

চিকিৎসার জন্য পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের পূর্বনির্ধারিত বিদেশ যাত্রা স্থগিত করেছে দেশটির সরকার।  এক্সিট কন্ট্রোল লিস্টে এখনো তার নাম থাকার কারণে চিকিৎসার জন্য লন্ডন যাওয়ার বিষয়টি আটকে যায়।

চিকিৎসার জন্য নওয়াজ শরীফের বিদেশযাত্রা স্থগিত

দুর্নীতির দায়ে কারাবন্দি থাকা অবস্থায় গত ২২ অক্টোবর নওয়াজের রক্তের প্লেটলেট অত্যন্ত সংকটজনক মাত্রা ২,০০০-এ নেমে আসলে তাকে লাহোরের সার্ভিসেস হাসপাতালে ভর্তি করা হয়। তবে গত দুই সপ্তাহেরও বেশি সময় ধরে চিকিৎসা নিলেও তার শারীরিক অবস্থার বিশেষ উন্নতি হয়নি। প্লেটলেট কাউন্ট কিছুতেই স্বাভাবিক অবস্থায় আসছে না। এরকম পরিস্থিতিতে শুক্রবার তার দেশত্যাগের নিষেধাজ্ঞা তুলে নিলে ৬৯ বছর বয়সী নওয়াজকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার প্রস্তুতি নেয় তার পরিবার।

সে অনুযায়ী সোমবার পাকিস্তান থেকে কাতারের রাজধানী দোহা হয়ে নওয়াজ শরীফের লন্ডনে যাওয়ার কথা ছিল। তার সঙ্গে ছোটভাই শাহবাজ শরীফ এবং পারিবারিক ডাক্তার আদনান খানের যাওয়ার কথা ছিল। কিন্তু বিদেশযাত্রার বিষয়টি স্থগিত হয়ে যায়। তবে  বিমান টিকিট ক্যানসেল করেননি তিনি। আগামী ২৭ নভেম্বর নওয়াজ শরীফের পাকিস্তান ফিরে আসার কথা ছিল। বিদেশ যাওয়ার বিষয়টি আগেই তিনি পাকিস্তানের আইন মন্ত্রণালয়কে জানিয়েছিলেন। বিদেশের চিকিৎসা নেওয়ার ব্যাপারে লাহোর ও ইসলামাবাদ হাইকোর্ট নওয়াজ শরিফকে জামিন দিয়েছে।  

এই ঘটনার নিন্দা জানিয়েছে তার মেয়ে মরিয়ম নওয়াজ। তিনি বলেন, এক্সিট কন্ট্রোল লিস্ট থেকে নাম না থাকায় চিকিৎসকরা বিপাকে পড়েছেন। এখন তাকে প্লাটিলেট বাড়ার জন্য স্টেরয়েড দিতে হবে। তার জীবন এখন ঝুঁকির মধ্যে রয়েছে।   

পাঞ্জাবের গভর্নর চৌধুরী মুহাম্মাদ সারোয়ার বলেছেন, এক্সিট কন্ট্রোল লিস্ট থেকে নওয়াজ শরীফের নাম প্রত্যাহার করে নেয়া হবে। লাহোরে সাংবাদিকদের তিনি বলেন, “মেডিক্যাল বোর্ডও নওয়াজ শরিফকে বিদেশে চিকিৎসা নেয়ার সুপারিশ করেছে। আমরা সবাই নওয়াজ শরীফের স্বাস্থ্য নিয়ে চিন্তিত। আমি ব্যক্তিগতভাবে সংশ্লিষ্ট বিভাগগুলোর সঙ্গে যোগাযোগ রাখছি। আমরা কেউই তার স্বাস্থ্যের ব্যাপারে কোনো রকমের ঝুঁকি নেব না। তার নাম আজই এক্সিট কন্ট্রোল লিস্ট থেকে প্রত্যাহার করে নেওয়া হবে।

 

/এমএইচ/
সম্পর্কিত
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
তাইওয়ানের পূর্ব উপকূলে সিরিজ ভূমিকম্প
আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলো উত্তর কোরিয়া
সর্বশেষ খবর
সিঙ্গাপুরে রডচাপায় বাংলাদেশি তরুণের মৃত্যু
সিঙ্গাপুরে রডচাপায় বাংলাদেশি তরুণের মৃত্যু
দলের সিদ্ধান্ত না মেনে ভোটে আছেন মন্ত্রী-এমপির যেসব স্বজন
উপজেলা নির্বাচনদলের সিদ্ধান্ত না মেনে ভোটে আছেন মন্ত্রী-এমপির যেসব স্বজন
টিভিতে আজকের খেলা (২৪ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৪ এপ্রিল, ২০২৪)
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক