X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

শেষবারের মতো বেঞ্চে বসলেন সিজেআই রঞ্জন গগৈ

বিদেশ ডেস্ক
১৫ নভেম্বর ২০১৯, ১৬:১৮আপডেট : ১৫ নভেম্বর ২০১৯, ১৬:২২

ভারতের প্রধান বিচারপতি (চিফ জাস্টিস অব ইন্ডিয়া- সিজেআই) রঞ্জন গগৈ অবসরে যাবেন আগামী ১৭ নভেম্বর।  শুক্রবার তিনি সুপ্রিম কোর্টের এক নম্বর আদালতে শেষবারের মতো এজলাসে বসেন।  শেষ দিন তিনি উত্তরাধিকারী হিসেবে মনোনীত বিচারপতি এস এ বোগদে’র সঙ্গে একই বেঞ্চে মাত্র চার মিনিট অবস্থান করেন। এসময় সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রধান বিচারপতিকে শ্রদ্ধা জানান প্রেসিডেন্ট রাকেশ খান্না। শেষবারের মতো বেঞ্চে বসলেন সিজেআই রঞ্জন গগৈ

গত বছরের ৩ অক্টোবর ভারতের ৪৬তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন রঞ্জন গগৈ। রাষ্ট্রপতি ভবনে তাকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।আসামের মানুষ হিসেবে তিনিই প্রথম প্রধান বিচারপতির দায়িত্ব পান তিনি। শপথ নিয়ে দিল্লিতে ভারতের জাতির জনক মহাত্মা গান্ধীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে রাজ ঘাটে যান রঞ্জন তিনি।

সুপ্রিম কোর্টের এক কর্মকর্তা জানিয়েছেন, রবিবার অবসর নেওয়ার আগেও তিনি মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা জানাতে সেখানে যাবেন। পরে একই দিন দেশের বিভিন্ন উচ্চ আদালতের প্রায় ৬৫০ বিচারপতি ও ১৫ হাজার বিচারিক কর্মকর্তার সঙ্গে ভিডিও কনফারেন্সে যোগ দেবেন। তাদের উদ্দেশে তিনি বক্তব্য রাখবেন বলে আশা করা হচ্ছে।

১৯৭৮ সালে আইনজীবী হিসেবে নথিভুক্ত হয়েছিলেন গগৈ। ২০০১ সালে গুয়াহাটি আদালতের বিচারপতি পদে উন্নীত হন তিনি। এর দশ বছর পরে পাঞ্জাব হরিয়ানা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হন। ২০১২ সালে সুপ্রিম কোর্টে বিচারপতি পদের দায়িত্ব নেন। ৬৪ বছরের গগৈ মৃদুভাষী ও কড়া আইনজীবী হিসেবেই পরিচিত। প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালনের সময় শতাব্দী প্রাচীন অযোধ্যা মামলাসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মামলার চূড়ান্ত নিষ্পত্তি করেছে তার নেতৃত্বাধীন বেঞ্চ।

/জেজে/এএ/
সম্পর্কিত
ভারতের লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোট কাল
ভারত থেকে বাংলাদেশে পণ্য খালাস করে গেলেন যে নারী ট্রাকচালক
ভারতের একটি হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৬
সর্বশেষ খবর
জাকার্তায় সোনা জিতে বাংলাদেশ পুলিশের ভানরুমের চমক
জাকার্তায় সোনা জিতে বাংলাদেশ পুলিশের ভানরুমের চমক
রাব্বির ব্যাটে শাইনপুকুরকে হারালো শেখ জামাল
রাব্বির ব্যাটে শাইনপুকুরকে হারালো শেখ জামাল
সমবায় সমিতির নামে কোটি টাকার দুর্নীতি: দুদকের অনুসন্ধান শুরু
সমবায় সমিতির নামে কোটি টাকার দুর্নীতি: দুদকের অনুসন্ধান শুরু
পার্বত্য অঞ্চলে অদৃশ্য শক্তি বলে কোনও কথা নেই: পার্বত্য প্রতিমন্ত্রী
পার্বত্য অঞ্চলে অদৃশ্য শক্তি বলে কোনও কথা নেই: পার্বত্য প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা