X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

ইরানের সঙ্গে বর্ডার ক্রসিং বন্ধ করে দিলো ইরাক

বিদেশ ডেস্ক
১৬ নভেম্বর ২০১৯, ২২:৫৩আপডেট : ১৬ নভেম্বর ২০১৯, ২৩:৪৬

জ্বালানির দাম বৃদ্ধির প্রতিবাদে ইরানজুড়ে তীব্র বিক্ষোভের মুখে দেশটির সঙ্গে থাকা দুই বর্ডার ক্রসিং বন্ধ করে দিয়েছে ইরাক। শুক্রবার ইরানে বিক্ষোভ ছড়িয়ে পড়ার পর শনিবার এ সিদ্ধান্ত নেয় ইরাকি কর্তৃপক্ষ। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি। ইরানের সঙ্গে বর্ডার ক্রসিং বন্ধ করে দিলো ইরাক
প্রতিবেদনে বলা হয়, ইরানি কর্তৃপক্ষের অনুরোধে শনিবার এ সিদ্ধান্ত নেয় ইরাকি বর্ডার পোর্টস কমিশন। ক্রসিং দুইটি শুধু লোকজনের চলাচলের জন্য বন্ধ থাকবে। তবে পণ্য পরিবহন কার্যক্রম স্বাভাবিক থাকবে।

ইরাকি বর্ডার পোর্টস কমিশন-এর এক বিবৃতিতে বলা হয়েছে, ইরাকি নাগরিকদের ইরান সফর পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে।

এদিকে জ্বালানির দাম বৃদ্ধির প্রতিবাদে ইরানে সিরজান শহরে শুক্রবার রাতভর তীব্র বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। এদিন কর্তৃপক্ষ সরকারি রেশনে দেওয়া পেট্রোলের দাম ৫০ শতাংশ বাড়ানোর ঘোষণা দিলে প্রতিবাদে রাজপথে নামেন হাজার হাজার মানুষ। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত একজন নিহত হয়েছেন। আহত হয়েছে আরও অনেকে।

শুক্রবারের সরকারি ঘোষণায় লিটার প্রতি রেশনের পেট্রোলের দাম ১০ হাজার থেকে বাড়িয়ে ১৫ হাজার রিয়াল করার কথা জানায় কর্তৃপক্ষ। এছাড়া ব্যক্তিগত গাড়ির জন্য মাসিক বরাদ্দ হিসেবে তেলের পরিমাণ ৬০ লিটার নির্ধারণ করে দেওয়া হয়। এর বাইরে বাড়তি পেট্রোলের প্রয়োজন পড়লে লিটার প্রতি দাম পড়বে ৩০ হাজার রিয়াল। সরকারের ওই ঘোষণার পরই দেশজুড়ে ব্যাপক নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি হয়। মাশহাদ, কেরমান, তেলসমৃদ্ধ খুজেস্তানসহ বিভিন্ন শহরের রাজপথে নেমে আসে হাজার হাজার মানুষ। তবে বিক্ষোভের তীব্রতা বেশি ছিল সিরজান শহরে। সেখানে রাতভর প্রতিবাদ বিক্ষোভে অংশ নেয় বিক্ষুব্ধ ইরানিরা। বিক্ষোভকালে উত্তেজিত জনতা একটি জ্বালানির গুদামে হামলা চালিয়ে সেখানে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করে। এমন পরিস্থিতিতেই লোকজনের চলাচলের জন্য বর্ডার ক্রসিং বন্ধের সিদ্ধান্ত নেয় ইরাক। সূত্র: আনাদোলু এজেন্সি, আল জাজিরা।

/এমপি/
সম্পর্কিত
সমলিঙ্গের বিয়ে অনুমোদনের পথে থাইল্যান্ড
রাজনীতিকদের বিরোধে ক্ষোভ বাড়ছে ইসরায়েলি সেনাদের
দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৭
সর্বশেষ খবর
বিএসএফের গুলিতে নিহত যুবকের মরদেহ হস্তান্তর
বিএসএফের গুলিতে নিহত যুবকের মরদেহ হস্তান্তর
এশিয়া প্যাসিফিক গ্রুপের সভায় সভাপতিত্ব করা ছিল অসাধারণ অভিজ্ঞতা: স্পিকার
এশিয়া প্যাসিফিক গ্রুপের সভায় সভাপতিত্ব করা ছিল অসাধারণ অভিজ্ঞতা: স্পিকার
বিএসএমএমইউ’র দায়িত্ব নিয়ে যা বললেন নতুন ভিসি
বিএসএমএমইউ’র দায়িত্ব নিয়ে যা বললেন নতুন ভিসি
বাজেটে শিক্ষা খাতে ১৫ শতাংশ বরাদ্দের দাবি
বাজেটে শিক্ষা খাতে ১৫ শতাংশ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে