X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট হচ্ছেন ‘চীন-ঘনিষ্ঠ’ রাজাপক্ষে

বিদেশ ডেস্ক
১৭ নভেম্বর ২০১৯, ১৫:৩৮আপডেট : ১৭ নভেম্বর ২০১৯, ১৭:৪১
image

প্রেসিডেন্ট নির্বাচনের প্রাথমিক ফলাফলে এগিয়ে রয়েছেন শ্রীলঙ্কার সাবেক প্রতিরক্ষামন্ত্রী গোটাবায়া রাজাপক্ষে। চীন-ঘনিষ্ঠ এই প্রার্থী এরইমধ্যে নিজেকে জয়ী দাবি করেছেন। তার প্রধান প্রতিদ্বন্দ্বী ক্ষমতাসীন ইউনাইটেড ন্যাশনাল পার্টির (ইউএনপি) প্রার্থী সাজিথ প্রেমাদাসা পরাজয় স্বীকার করেছেন। তবে নির্বাচনি কর্তৃপক্ষ এখনও আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেনি।

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট হচ্ছেন ‘চীন-ঘনিষ্ঠ’ রাজাপক্ষে

২০১৯ সালের ২১ এপ্রিল শ্রীলঙ্কায় ভয়াবহ সিরিজ বিস্ফোরণে নিহত হন অন্তত ২৫৮ জন। সন্ত্রাসী হামলার পর সমালোচনার মুখে প্রার্থী না হওয়ার সিদ্ধান্ত নেন বর্তমান প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা। এই পরিস্থিতিতে শনিবার অনুষ্ঠিত নির্বাচনে লাখ লাখ মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নতুন প্রেসিডেন্ট এই সংকট থেকে দেশকে বের করে নিয়ে আসবেন বলে আশা তাদের।

২০০৯ সালে গৃহযুদ্ধ শেষ হওয়ার পর এটি শ্রীলঙ্কার তৃতীয় প্রেসিডেন্ট নির্বাচন। কমিশন সূত্রকে উদ্ধৃত করে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, নির্বাচনে ৮০ ভাগ ভোটার ভোট দিয়েছেন। এরমধ্যে রাজাপক্ষে ৫০ শতাংশ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। প্রেমাদাসা পেয়েছেন ৪৩ ভাগ ভোট। প্রেসিডেন্ট নির্বাচনে মোট ৩৫ জন প্রার্থী ছিলেন।

বিশ্লেষকরা বলেছেন, রাজাপক্ষে সংখ্যাগরিষ্ঠ সিংহলিদের ভোটে জয়ী হয়েছেন আর তামিল অধ্যুষিত উত্তরাঞ্চলে এগিয়ে রয়েছেন তার প্রধান প্রতিদ্বন্দ্বী প্রেমাদাসা। রাজাপক্ষের মুখপাত্র বলেছেন, ‘চূড়ান্ত ফলাফলে ৫৩ বা ৫৪ শতাংশ ভোট পেয়ে জয়ী হওয়ার প্রত্যাশা করছেন তিনি (রাজাপক্ষে)। আর এটা প্রকাশ্যে স্বীকার করে নিয়েছেন প্রেমাদাসা।’

প্রেমাদাবাস বলেছেন, ‘জনগণের সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে শ্রীলঙ্কার সপ্তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ায় গোটাবায়া রাজাপক্ষেকে অভিনন্দন জানাচ্ছি।’ তিনি আরও বলেন, ‘কোনও নাগরিক বা নিউ ডেমোক্র্যাটিক পার্টির কোনও সমর্থক যেন আমাকে সমর্থনের জন্য ক্ষতির শিকার না হয় এবং নির্বাচন-পরবর্তী শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে রাজাপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।’

প্রাথমিক ফলাফলের পর এক টুইটবার্তায় জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন রাজাপক্ষে। তিনি বলেন, ‘শ্রীলঙ্কার সব অধিবাসী এই জয়ের অংশীদার।’

/এইচকে/বিএ/এমওএফ/
সম্পর্কিত
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
তাইওয়ানের পূর্ব উপকূলে সিরিজ ভূমিকম্প
আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলো উত্তর কোরিয়া
সর্বশেষ খবর
দলের সিদ্ধান্ত না মেনে ভোটে আছেন মন্ত্রী-এমপির যেসব স্বজন
উপজেলা নির্বাচনদলের সিদ্ধান্ত না মেনে ভোটে আছেন মন্ত্রী-এমপির যেসব স্বজন
টিভিতে আজকের খেলা (২৪ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৪ এপ্রিল, ২০২৪)
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক