X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

বাগদাদে ক্ষেপণাস্ত্র হামলা

বিদেশ ডেস্ক
১৮ নভেম্বর ২০১৯, ১০:৫৮আপডেট : ১৮ নভেম্বর ২০১৯, ১৭:১৯

ইরাকের রাজধানী বাগদাদের সুরক্ষিত গ্রিন জোন এলাকার কাছে রবিবার মিসাইল হামলার ঘটনা ঘটেছে। তবে এতে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। কোনও গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। ফলে কারা এ হামলা চালিয়েছে তা এখনও জানা যায়নি। নিরাপত্তা বাহিনী সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি। বাগদাদে ক্ষেপণাস্ত্র হামলা
বাগদাদের গ্রিন জোন এলাকায় ইরাকের গুরুত্বপূর্ণ সরকারি অফিস এবং বিদেশি মিশন ভবনগুলো অবস্থিত। এই জোনের কাছেই রবিবার তিনটি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়।

ইতোপূর্বে সরকারবিরোধী বিক্ষোভেও বাগদাদের কেন্দ্রস্থলে অবস্থিত গ্রিন জোনে সহিংসতার ঘটনা ঘটে। ইরাকের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের হিসাবে গত ১ সেপ্টেম্বর থেকে দেশজুড়ে বিক্ষোভে নিহত হয়েছেন অন্তত ৩২৫ জন ইরাকি নাগরিক। আহত হয়েছেন প্রায় ১৫ হাজার মানুষ। তবে নির্বিচারে গুলিবর্ষণ করে বিক্ষোভকারীদের ওপর রাষ্ট্রীয় বাহিনীর হত্যাযজ্ঞের মধ্যেই ইরাক সরকারের পক্ষে অবস্থান পুনর্ব্যক্ত করেছে প্রতিবেশী দেশ ইরান।

গত ১ সেপ্টেম্বর থেকে কর্মসংস্থানের সংকট, নিম্নমানের সরকারি পরিষেবা এবং দুর্নীতির অভিযোগ তুলে বাগদাদের রাজপথে নামেন কয়েক হাজার বিক্ষোভকারী। নির্দিষ্ট কোনও রাজনৈতিক দলের অনুসারী না হয়েও রাষ্ট্রীয় কার্যক্রমে অনিয়মের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধের আওয়াজ নিয়ে রাজপথে নামেন আন্দোলনকারীরা। নিরাপত্তা বাহিনী টিয়ার গ্যাস ও গুলি চালিয়ে তাদের ওপর চড়াও হলে এই বিক্ষোভ আরও জোরালো হয়ে ওঠে, ছড়িয়ে পড়ে বিভিন্ন শহরে। বিশেষ করে শিয়া অধ্যুষিত দক্ষিণাঞ্চলীয় বেশ কয়েকটি শহরে বিক্ষোভ ব্যাপক আকার ধারণ করে। গ্রিন জোন ছাড়াও দেশজুড়ে বিভিন্ন স্থানে বিক্ষোভকারীদের ওপর গুলিবর্ষণ করে ইরাকি পুলিশ। অব্যাহত গণবিক্ষোভের মধ্যেই রবিবার গ্রিন জোনে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটলো। তবে এর সঙ্গে বিক্ষোভকারীদের কোনও সম্পৃক্ততার প্রমাণ মেলেনি। সূত্র: আনাদোলু এজেন্সি।

/এমপি/
সম্পর্কিত
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
প্যারিসে ইরানি কনস্যুলেটে নিজেকে উড়িয়ে দেওয়ার হুমকি, গ্রেফতার ১
স্থায়ী সংঘাতে পরিণত হচ্ছে ইরান-ইসরায়েল উত্তেজনা: তুরস্ক
সর্বশেষ খবর
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
নাটোরে উপজেলা নির্বাচনরুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া