X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

ফেসবুক-গুগলের তথ্য সংগ্রহ প্রক্রিয়া মানবাধিকারের জন্য হুমকি: অ্যামনেস্টি

বিদেশ ডেস্ক
২১ নভেম্বর ২০১৯, ১৩:০২আপডেট : ২১ নভেম্বর ২০১৯, ১৩:০৪

জনপ্রিয় সামাজিক যোগাযোগ-মাধ্যম ফেসবুক ও গুগলের মতো বিশ্বখ্যাত টেক প্রতিষ্ঠানের তথ্য সংগ্রহ করার ব্যবসায়িক প্রক্রিয়াটি মানবাধিকারের জন্য হুমকি বলে দাবি করেছে যুক্তরাজ্য-ভিত্তিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংস্থাটি বলেছে, বিনামূল্যে গ্রাহকদের অ্যাকাউন্ট খোলার সুবিধা দিয়ে ব্যক্তিগত তথ্য সংগ্রহ করার পর তাদের লক্ষ্য করে বিজ্ঞাপন প্রদর্শনের মাধ্যমে আয় মতপ্রকাশের স্বাধীনতা পরিপন্থী। ফরাসি বার্তা এএফপি’র এক প্রতিবেদনে বিষয়টি জানা গেছে।

ফেসবুক-গুগলের তথ্য সংগ্রহ প্রক্রিয়া মানবাধিকারের জন্য হুমকি: অ্যামনেস্টি

অ্যামনেস্টির এক প্রতিবেদনে বলা হয়েছে, ফেসবুক ও গুগল গ্রাহকদের যে সেবা দেয় সেটির বাস্তবিক তাৎপর্য থাকলেও এ জন্য ‘প্রক্রিয়াগত’ মূল্য দিতে হয় ব্যবহারকারীদের। প্রতিষ্ঠান দুটির নজরদারিভিত্তিক ব্যবসায়িক প্রক্রিয়া মানুষকে একটি ফশিয়ান( Faustian) পরিস্থিতিতে ফেলে। এতে করে তারা সম্ভাব্য মানবাধিকার লঙ্ঘনকারীদের হাতে তাদের তথ্য তুলে দিয়ে অনলাইনে মানবাধিকার পায়।

লন্ডন-ভিত্তিক সংস্থাটির মতে, বিশ্বব্যাপী নজরদারির কারণে গুগল ও ফেসবুক এত বিশাল সংখ্যক তথ্য সংগ্রহ করেছে যা  গ্রাহকদের বিরুদ্ধে ব্যবহার করা হতে পারে। তাদের ব্যবসায়িক মডেল ব্যক্তিগত গোপনীয়তার নীতির জন্য হুমকি। 

সংস্থাটির প্রতিবেদনে বলা হয়, সিলিকন ভ্যালির এই দুই প্রতিষ্ঠান অনলাইন জগতের প্রায় পুরোটা জুড়েই আধিপত্য বিস্তার করে আছে। মানুষের আধুনিক জীবনের তাদের অনেক বেশি প্রভাব।

অ্যামনেস্টির মহাসচিব কুমি নাইডু বলেন, গুগল ও ফেসবুক আমাদের জীবনের ওপর আধিপত্য বিস্তার করে আছে। ডিজিটাল বিশ্বে তাদের অপ্রতিদ্বন্দ্বী ক্ষমতা দিয়ে কোটি কাটি মানুষের ব্যক্তিগত তথ্যের ওপর আয় করছে তারা।  তিনি আরও বলেন, তাদের এই নিয়ন্ত্রণ ক্ষমতায় আমাদের গোপনীয়তার অধিকার ক্ষুণ্ণ হচ্ছে। এই যুগের অন্যতম মানবাধিকার লঙ্ঘন এটি।

এই বিষয়ে সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয় প্রতিবেদনে। সেখানে বলা হয়, প্রতিষ্ঠান কর্তৃক এই মানবাধিকার লঙ্ঘনের শিকার হওয়া মানুষদের সুরক্ষা দেওয়ার দায়িত্ব সরকারের। কিন্তু বিগত দুই দশক ধরে তাদের বিরুদ্ধে কোনও নীতি আরোপ করা হয়নি।

এই প্রতিবেদনের দাবি অস্বীকার করেছে ফেসবুক। তারা বলেছে, এই প্রতিবেদনে ভুল রয়েছে। তাদের ব্যবসায়িক মডেল নজরদারিভিত্তিক- এমন দাবির ব্যাপারে দৃঢ় অস্বীকৃতি জানিয়েছে কর্তৃপক্ষ। ফেসবুকের গোপনীয়তা ও নীতিবিষয়ক পরিচালক স্টিভ স্টারফিল্ড বলেন, আমাদের এই ব্যবসায়িক মডেল একটি গুরুত্বপূর্ণ সেবা দেয় যার মাধ্যমে সবাই মৌলিক মানবাধিকার চর্চা করতে পারে। সেখানে তারা মতপ্রকাশের স্বাধীনতা উপভোগ করছে। ফেসবুকের মডেল শুধু তথ্য সংগ্রহের ওপর ভিত্তি করেই করা নয় বলেও দাবি করেন তিনি। 

ফেসবুক জানায়, ‘আমরা তথ্য বিক্রি করি না। আমরা বিজ্ঞাপন প্রচার করি।’

ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গও সরকারকে তথ্য সংরক্ষণ নিয়ে নীতি বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন। তবে বাক-স্বাধীনতা নিয়ে সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি বেসরকারি প্রতিষ্ঠানের ওপর ছাড়তে বলেছেন তিনি।

অ্যামনেস্টির প্রতিবেদনের বিষয়ে গুগলের পক্ষ থেকে কোনও জবাব পাওয়া যায়নি।

 

 

/এমএইচ/এএ/
সম্পর্কিত
বিরল সূর্যগ্রহণ দেখতে নায়াগ্রা জলপ্রপাতে জড়ো হবেন ১০ লাখ দর্শনার্থী
ক্রিমিয়া উপকূলে রুশ সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত
হোয়াইট হাউজের বিড়াল নিয়ে বই প্রকাশ করবেন মার্কিন ফার্স্টলেডি
সর্বশেষ খবর
সিরিয়ায় ইসরায়েলি হামলায় নিহত ৩৮
সিরিয়ায় ইসরায়েলি হামলায় নিহত ৩৮
বেচাকেনা জমজমাট, কম দামে ভালো পাঞ্জাবিতে আগ্রহ ক্রেতাদের
বেচাকেনা জমজমাট, কম দামে ভালো পাঞ্জাবিতে আগ্রহ ক্রেতাদের
‘মাঝেমধ্যে ভাবি, আইপিএল কি আদৌ ক্রিকেট’
‘মাঝেমধ্যে ভাবি, আইপিএল কি আদৌ ক্রিকেট’
ঈদে আরিয়ানের একমাত্র নির্মাণ ‘তখন যখন’
ঈদে আরিয়ানের একমাত্র নির্মাণ ‘তখন যখন’
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়