X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

বলিভিয়ায় গণহত্যা ঠেকাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি মোরালেসের আহ্বান

বিদেশ ডেস্ক
২২ নভেম্বর ২০১৯, ০৫:৪৮আপডেট : ২২ নভেম্বর ২০১৯, ০৫:৫২
image

লাতিন আমেরিকার দেশ বলিভিয়ায় সরকারবিরোধী বিক্ষোভকারীদের ওপর নিরাপত্তা বাহিনীর ‘গণহত্যা’ বন্ধের জন্য জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট ইভো মোরালেস। বুধবার (২০ নভেম্বর) তিনি এ আহ্বান জানান।

বলিভিয়ায় গণহত্যা ঠেকাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি মোরালেসের আহ্বান

২০ অক্টোবর বলিভিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে জয়ী হন ইভো মোরালেস। তবে বিরোধীরা তার বিরুদ্ধে কারচুপির অভিযোগ আনে। এক পর্যায়ে মোরালেসের বিরুদ্ধে তীব্র আন্দোলন শুরু হয়। ১০ নভেম্বর (রবিবার) সেনাবাহিনী ও বিরোধী রাজনৈতিক শক্তির চাপের মুখে পদত্যাগের ঘোষণা দেন বলিভিয়ার প্রথম আদিবাসী প্রেসিডেন্ট মোরালেস। পরদিন তাকে রাজনৈতিক আশ্রয় দেওয়ার কথা জানায় মেক্সিকো। একদিন পর তিনি মেক্সিকোয় পৌঁছে রাজনৈতিক লড়াই অব্যাহত রাখার ঘোষণা দেন। এরই মধ্যে ১২ নভেম্বর পার্লামেন্টে কোরাম সংকটের মধ্যে নিজেকে বলিভিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেন দেশটির বিরোধীদলীয় সিনেটর জেনিন আনেজ। এরপরই রাজনৈতিক সংকট সমাধানে জাতিসংঘকে হস্তক্ষেপের আহ্বান জানান মোরালেস। আর তাকে দেশে ফিরিয়ে আনতে আন্দোলন করে তার সমর্থকরা। পরে তাদের সঙ্গে পুলিশের কয়েক দিনের সংঘর্ষে এ পর্যন্ত ৩২ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে।

বুধবার মোরালেস বলেন, ‘শান্তিপূর্ণ প্রতিবাদকারীদের ওপর বলিভিয়ার অন্তর্বর্তী সরকার মাত্রাতিরিক্ত শক্তি ব্যবহার করছে।’ বলিভিয়ার এল আলতো শহরে একটি গ্যাস স্থাপনা অবরোধের সময় পুলিশের গুলিতে ছয় বিক্ষোভকারী নিহত হওয়ার পর মোরালেস এ আহ্বান জানালেন।

বলিভিয়ার বামপন্থী এ নেতা জাতিসংঘ এবং মানবাধিকার সংক্রান্ত ইন্টার-আমেরিকান কমিশনের প্রতি হামলা ও হত্যাকাণ্ডের নিন্দা জানানো এবং তার সমর্থকদের ওপর গণহত্যা বন্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। এর একদিন আগে মোরালেস বলিভিয়ার অন্তর্বর্তী সরকার এবং সামরিক বাহিনীর বিরুদ্ধে গণহত্যার নীতি গ্রহণের অভিযোগ করেন। তিনি বলেন, তার সমর্থকদের ব্যাপারে সরকার এই নীতি গ্রহণ করেছে। 

/এইচকে/
সম্পর্কিত
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দেওয়া ব্যক্তির মৃত্যু
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দিলেন এক ব্যক্তি
কানাডার ইতিহাসে বৃহত্তম স্বর্ণ ডাকাতির ঘটনায় গ্রেফতার ৬
সর্বশেষ খবর
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী