X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

লন্ডনে লাইসেন্স হারাচ্ছে উবার

বিদেশ ডেস্ক
২৬ নভেম্বর ২০১৯, ০৫:৪৮আপডেট : ২৬ নভেম্বর ২০১৯, ০৫:৫০

যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে কার্যক্রম পরিচালনার লাইসেন্স হারাতে যাচ্ছে অ্যাপভিত্তিক পরিবহন প্রতিষ্ঠান উবার। সোমবার লন্ডনের পরিবহন কর্তৃপক্ষ টিএফএল (ট্রান্সপোর্ট ফর লন্ডন) জানিয়েছে, নিরাপত্তা ব্যর্থতার কারণে তাদের নতুন লাইসেন্স দেওয়া হবে না। তবে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবে প্রতিষ্ঠানটি। আর এই প্রক্রিয়া শেষ হওয়ার আগ তারা কার্যক্রম চালাতে পারবে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। লন্ডনে লাইসেন্স হারাচ্ছে উবার

নিরাপত্তা উদ্বেগের কারণে ২০১৭ সালের অক্টোবরে প্রাথমিকভাবে উবারের লাইসেন্স নবায়নে অস্বীকৃতি জানায় লন্ডন কর্তৃপক্ষ। পরে দুই দফায় তাদের সময় দেওয়া হয়। শেষবার বর্ধিত সময় শেষ হয়েছে সোমবার। এদিন লন্ডন কর্তৃপক্ষ বলেছে, প্রতিষ্ঠানটি লাইসেন্স ধারণের যোগ্য নয়।

বিশ্বব্যাপী উবারের শীর্ষ পাঁচ বাজারের একটি লন্ডন। শহরটিতে প্রতিষ্ঠানটির প্রায় ৪৫ হাজার চালক রয়েছে। নিরাপত্তা নিয়ে উদ্বেগ নিরসনে গত কয়েক মাসে প্রতিষ্ঠানটি বেশ কিছু ইতিবাচক পরিবর্তন আনে। তবে তাতে সন্তুষ্ট নয় লন্ডন কর্তৃপক্ষ।

সোমবার লন্ডনের পরিবহন কর্তৃপক্ষ বলেছে, তারা উবারের ‘ব্যর্থতার ধরন’ শনাক্ত করেছে যা যাত্রীদের নিরাপত্তা ঝুঁকিতে ফেলেছে। এর মধ্যে রয়েছে অনিবন্ধিত চালকের ছবি অন্য উবার চালকের অ্যাকাউন্টে ব্যবহারের সুযোগ দেওয়া। এছাড়া বাতিল হয়ে যাওয়া চালক পরে আবারও উবার অ্যাকাউন্ট খুলে যাত্রী পরিবহন করেছে বলেও দেখতে পেয়েছে কর্তৃপক্ষ।

লন্ডনের মেয়র সাদিক খান বলেছেন, ‘এই সিদ্ধান্ত ব্যবহারকারীদের পছন্দ নাও হতে পারে জানি কিন্তু তাদের নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার। লন্ডনের বাসিন্দাদের নিরাপত্তার জন্যই নিয়ম বানানো হয়েছে’।

লন্ডন কর্তৃপক্ষের সিদ্ধান্ত ভুল আখ্যা দিয়েছে উবার। তাদের দাবি গত দুই মাসে প্রতিটি চালককেই নিরীক্ষা করা হয়েছে এবং উবার ব্যবহারের প্রক্রিয়া শক্তিশালী করা হয়েছে। লাইসেন্স নবায়ন না করার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছে তারা।

বিবিসি’র খবরে বলা হয়েছে, উবারের আপিল শুনানি শেষে ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এটি লন্ডনের রাস্তায় চলাচলের লাইসেন্স পাওয়ার যোগ্য কিনা সেই সিদ্ধান্ত দেবেন। এই সিদ্ধান্ত আসতে কয়েক সপ্তাহ বা মাস সময় লাগতে পারে। ফলে ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক অন্য কোনও সিদ্ধান্ত দেওয়ার আগ পর্যন্ত লন্ডনের রাস্তায় কার্যক্রম চালাতে পারবে উবার।

/জেজে/
সম্পর্কিত
ইউক্রেনের ড্রোনের জন্য নতুন প্রযুক্তি নিয়ে কাজ করছে যুক্তরাজ্য
যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণের বিরুদ্ধে আপিল করতে পারবেন অ্যাসাঞ্জ
গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
শিশুশিক্ষার্থীকে বেধড়ক মারপিট, মাদ্রাসাশিক্ষক আটক
শিশুশিক্ষার্থীকে বেধড়ক মারপিট, মাদ্রাসাশিক্ষক আটক
এবার ‘হুব্বা’ নামে হলো গানচিত্র
এবার ‘হুব্বা’ নামে হলো গানচিত্র
আঙুরের গোড়া কালো হয়ে যাচ্ছে? জেনে নিন টিপস
আঙুরের গোড়া কালো হয়ে যাচ্ছে? জেনে নিন টিপস
টেকনাফে ১০ জন কৃষক অপহরণের ঘটনায় ২ জন আটক
টেকনাফে ১০ জন কৃষক অপহরণের ঘটনায় ২ জন আটক
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা