X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

বিশ্ববিদ্যালয়ে ৪ হাজার পেট্রোলবোমা পাওয়ার দাবি হংকং পুলিশের

বিদেশ ডেস্ক
২৯ নভেম্বর ২০১৯, ১৯:০০আপডেট : ২৯ নভেম্বর ২০১৯, ১৯:৫২

বিক্ষোভকারীরা ছেড়ে যাওয়ার পর হংকং পলিটেকনিক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রায় চার হাজার পেট্রোলবোমা পাওয়ার দাবি করেছে সেখানকার পুলিশ। দুইদিন ধরে অভিযান চালিয়ে শুক্রবার সেখানে বিস্ফোরকদ্রব্য, এসিড ও অস্ত্র পাওয়া গেছে বলে জানানো হয়েছে। পরে ক্যাম্পাসটি ব্যবস্থাপনা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ে ৪ হাজার পেট্রোলবোমা পাওয়ার দাবি হংকং পুলিশের

হংকংয়ে চলমান বিক্ষোভের অন্যতম কেন্দ্রবিন্দু হয়ে ওঠে পলিটেকনিক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। সেখানে প্রবেশের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয় পুলিশ। পরে মূল প্রবেশপথ বন্ধ করে দিলে ভেতরে আটকা পড়ে কয়েক হাজার বিক্ষোভকারী। প্রায় দুই সপ্তাহ ধরে পুলিশের প্রবেশ ঠেকিয়ে রাখার পর বৃহস্পতিবার ক্যাম্পাসে প্রবেশে সক্ষম হয় কর্মকর্তারা।

শুক্রবার হংকং পুলিশ জানিয়েছে, পলিটেকনিক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ করায় ১ হাজার ৩৭৭ জনকে আটক করা হয়েছে। ক্যাম্পাস ত্যাগের সময় আটক হয়েছে ৮১০ জন। আর আশপাশের এলাকা থেকে আটক হয়েছে ৫৬৭ জন।

অবরোধের মধ্যে পাঁচদিন পলিটেকনিক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছিলেন ১৯ বছর বয়সী শিক্ষার্থী এলভিস। তিনি বলেন, ব্যারিকেড তৈরি করতে চেয়ার-টেবিল সব নিয়ে যাওয়া হয়। ফলে আমরা সবাই মাটিতে ঘুমাতাম। তারপরও সেটা আরামের ছিল। কারণ, সবাই খুবই ক্লান্ত থাকতাম। তিনি বলেন, ‘অনেকেই ধরা পড়েছিল। তিনবার আমরা পালানোর চেষ্টা করে ব্যর্থ হয়েছি। কারণ, পুলিশ আমাদের দিকে টিয়ারগ্যাস ও রাবার বুলেট ছোড়ে। মনে হয় না তারা আমাদের পালাতে দিতে চেয়েছে। পরিস্থিতি ছিল খুবই ভীতিকর। সব জায়গায় রক্ত ছড়িয়ে ছিল’।

অবরোধের মধ্যে সংবাদমাধ্যম কর্মী বা মেডিক্যাল টিমের কাছ থেকে পাওয়া সামগ্রী দিয়ে রান্না করে খাওয়ার ব্যবস্থা চালিয়েছে বিক্ষোভকারীরা। এলভিস বলেন, সব পানিতেই টিয়ারগ্যাসের স্বাদ পাওয়া যায়। সে কারণে আমরা বোতলজাত পানি পান করতাম। চতুর্থ দিন সব পানির বোতল শেষ হয়ে যায়। সে কারণে আমরা ফেলে দেওয়া বোতল থেকে পানি সংগ্রহের চেষ্টা করতে থাকি। এলভিস বলেন, কেউ কেউ একটি সড়ক সেতু থেকে ঝোলানো দড়ি বেয়ে নেমে পালাতে পেরেছে। কিন্তু অন্যদের ছেড়ে বিপজ্জনক এই উপায়ে পালাতে চাননি এলভিস। একবার চেষ্টা চালাতে গিয়ে পায়ে আঘাত পান তিনি।

বিক্ষোভকারীরা ক্যাম্পাস ছেড়ে যাওয়ার পর ওই এলাকা পরিষ্কার করতে গিয়ে তিন হাজার ৯৮৯টি পেট্রোলবোমা, এক হাজার ৩৩৯টি বিস্ফোরক সামগ্রী, ৬০১ বোতল এসিড এ ৬৭৩টি অস্ত্র পাওয়া গেছে বলে দাবি করেছে পুলিশ।

প্রসঙ্গত, একসময়ের ব্রিটিশ উপনিবেশ হংকং এখন চীনের অংশ। ‘এক দেশ, দুই নীতি’র অধীনে কিছু মাত্রায় স্বায়ত্তশাসন ভোগ করছে হংকং। অঞ্চলটির নিজস্ব বিচার ও আইন ব্যবস্থা রয়েছে, যা মূল চীনের চেয়ে ভিন্ন। গত ৯ জুন থেকে সেখানে কথিত অপরাধী প্রত্যর্পণ বিল বাতিলের দাবিতে বিক্ষোভ শুরু হয়।

/জেজে/এমওএফ/
সম্পর্কিত
মিয়ানমারে বিদ্রোহী-নিয়ন্ত্রিত শহরে কোণঠাসা জান্তা
ঢাকায় চীনের ভিসা সেন্টার, প্রয়োজন হবে না দূতাবাসে যাওয়ার
আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা চায় চীন ও ইন্দোনেশিয়া
সর্বশেষ খবর
চুয়াডাঙ্গায় ৪২ পেরোলো তাপমাত্রা, জনজীবনে হাঁসফাঁস
চুয়াডাঙ্গায় ৪২ পেরোলো তাপমাত্রা, জনজীবনে হাঁসফাঁস
ব্রাদার্সের জালে মোহামেডানের ৮ গোল, দিয়াবাতের ৫
ব্রাদার্সের জালে মোহামেডানের ৮ গোল, দিয়াবাতের ৫
ইউক্রেনের খারকিভে হামলার প্রস্তুতি নিচ্ছে রুশ সেনারা
ইউক্রেনের খারকিভে হামলার প্রস্তুতি নিচ্ছে রুশ সেনারা
প্রবাসীদের ফেসবুক আইডি হ্যাক করে কোটিপতি, দুই ভাই গ্রেফতার
প্রবাসীদের ফেসবুক আইডি হ্যাক করে কোটিপতি, দুই ভাই গ্রেফতার
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া