X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ভারতের সঙ্গে সম্পর্কোন্নয়নের বার্তা শ্রীলঙ্কার চীনপন্থী প্রেসিডেন্টের

বিদেশ ডেস্ক
০৩ ডিসেম্বর ২০১৯, ০৮:৫৯আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৯, ১৭:৪৪

ভারতের সঙ্গে সম্পর্কোন্নয়নের বার্তা দিয়েছেন চীনপন্থী হিসেবে পরিচিত শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপক্ষে। সোমবার টুইটারে দেওয়া এক পোস্টে এমন বার্তা দেন তিনি। এতে তিনি নিজের সাম্প্রতিক ভারত সফরে দিল্লির উষ্ণ অভ্যর্থনার কথা উল্লেখ করেন। ভারতের সঙ্গে সম্পর্কোন্নয়নের বার্তা শ্রীলঙ্কার চীনপন্থী প্রেসিডেন্টের
টুইটে গোটাবায়া রাজাপক্ষে বলেন, তার সাম্প্রতিক ভারত সফর অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। নরেন্দ্র মোদি সরকারের অসাধারণ অভ্যর্থনা, সম্মান প্রদর্শন ও আতিথেয়তার ফলে দুই দেশের মধ্যকার ঐতিহাসিক সম্পর্ক আরও উজ্জীবিত হয়েছে। পারস্পরিক সহযোগিতাপূর্ণ এই উষ্ণ দ্বিপাক্ষিক সম্পর্ককে আমি সবদিক থেকে আরও এগিয়ে নিয়ে যেতে চাই।

গত ২৮ থেকে ৩০ নভেম্বর দিল্লি সফর করেন গোটাবায়া রাজাপক্ষে। দিল্লির রাষ্ট্রপতি ভবনে তাকে আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানান ভারতের প্রসিডেন্ট রামনাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সফরে তিনি নরেন্দ্র মোদি ছাড়াও পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন। এসব বৈঠকে নিরাপত্তা ও উন্নয়নসহ নানা বিষয় নিয়ে আলোচনা হয়।

সফরে আর্থিক সহায়তা হিসেবে শ্রীলঙ্কাকে ৪০০ মিলিয়ন ডলারের তহবিল দেওয়ার ঘোষণা দেয় দিল্লি। এর বাইরে ‘সন্ত্রাসবাদ মোকাবিলায়’ বাড়তি আরও ৫০ মিলিয়ন ডলারের তহবিল দেওয়ারও ঘোষণা দেওয়া হয়।

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট তার দেশ সফরের জন্য ভারতের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানান। দিল্লিকে প্রতিশ্রুতি দেন, কলম্বো ভারতের সঙ্গে হাতে হাত মিলিয়ে এ অঞ্চলকে ‘শান্তিপূর্ণ অঞ্চল’ হিসেবে বজায় রাখবে। শ্রীলঙ্কার হেফাজতে থাকা ভারতীয় মৎস্যজীবীদের বোটও ছেড়ে দেওয়ারও নিশ্চয়তা দেন রাজাপক্ষে।

শ্রীলঙ্কার ভূ-রাজনৈতিক অবস্থান খুবই গুরুত্বপূর্ণ। ভারত মহাসাগরের উল্লেখযোগ্য পরিমাণ পানিসীমার মালিকানা দেশটির নিয়ন্ত্রণে। ফলে শ্রীলঙ্কাকে নিয়ে বরাবরই এ অঞ্চলের দুই প্রভাবশালী দেশ চীন ও ভারতের আগ্রহ রয়েছে। দেশটির বর্তমান চীনপন্থী প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপক্ষে তামিল ও মুসলিম সংখ্যালঘুদের কাছে অজনপ্রিয় হলেও দেশটির সিংহলিজ ও বৌদ্ধ যাজকদের কাছে যথেষ্ট শ্রদ্ধার পাত্র। সূত্র: এনডিটিভি।

/এমপি/এমওএফ/
সম্পর্কিত
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
ভারতের লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোট কাল
ভারত থেকে বাংলাদেশে পণ্য খালাস করে গেলেন যে নারী ট্রাকচালক
সর্বশেষ খবর
নির্দেশের পরও হল ত্যাগ করছেন না চুয়েট শিক্ষার্থীরা, বাসে আগুন
নির্দেশের পরও হল ত্যাগ করছেন না চুয়েট শিক্ষার্থীরা, বাসে আগুন
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
এক কোরাল ৩৩ হাজার টাকায় বিক্রি
এক কোরাল ৩৩ হাজার টাকায় বিক্রি
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা