X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ফ্রান্সের পণ্যে শতভাগ শুল্ক আরোপের হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

বিদেশ ডেস্ক
০৩ ডিসেম্বর ২০১৯, ১৩:২৪আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৯, ১৬:২৭

ফ্রান্সের পণ্যে শতভাগ পর্যন্ত শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার ট্রাম্প প্রশাসনের বাণিজ্য বিষয়ক দূত রবার্ট লাইটহাইজার এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ফরাসি সংবাদমাধ্যম এএফপি। ফ্রান্সের পণ্যে শতভাগ শুল্ক আরোপের হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের
ফ্রান্সে ডিজিটাল ট্যাক্সের আওতায় মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ওপর বাড়তি শুল্ক আরোপের ঘটনায় পাল্টা ব্যবস্থা হিসেবে এ পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছে ওয়াশিংটন। এক বিবৃতিতে বিষয়টি নিয়ে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিষয়ক দূত রবার্ট লাইটহাইজার। তিনি বলেন, ওয়াশিংটনের স্পষ্ট বার্তা ফ্রান্সের বৈষম্যমূলক ডিজিটাল ট্যাক্সের বিরুদ্ধে ব্যবস্থা নেবে যুক্তরাষ্ট্র।

এএফপি জানিয়েছে, ২ দশমিক ৪ বিলিয়ন ডলারের ফরাসি পণ্যে শতভাগ পর্যন্ত শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছে ওয়াশিংটন। ফ্রান্সের ডিজিটাল ট্যাক্সকে ‘বৈষম্যমূলক’ হিসেবে আখ্যায়িত করে সোমবার এ পাল্টা প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেয় ট্রাম্প প্রশাসন।

ফ্রান্সের তৈরি যেসব পণ্যে শতভাগ পর্যন্ত শুল্ক আরোপ করা হতে পারে তার তালিকায় ফ্রেঞ্চ ওয়াইন, দই এবং রোকেফোর্ট চিজের মতো পণ্যসামগ্রী রয়েছে। ২০২০ সালের জানুয়ারির মাঝামাঝি নাগাদ এসব পণসামগ্রীকে লক্ষ্যবস্তুতে পরিণত করা হতে পারে।

এর আগে ডিজিটাল সার্ভিসেস অ্যাক্ট নামের আইনে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ওপর শুল্ক আরোপের ঘোষণা দেয় ফ্রান্স। যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিষয়ক দূতের দফতরের এক প্রতিবেদনে উঠে আসে এ আইনের ফলে গুগল, অ্যাপল, ফেসবুক ও অ্যামাজনের মতো বৃহৎ মার্কিন প্রতিষ্ঠানগুলোকে বড় অঙ্কের শুল্ক গুণতে হবে। এর প্রতিক্রিয়া হিসেবেই পাল্টা ব্যবস্থা হিসেবে ফরাসি মদে শুল্ক আরোপের উদ্যোগ নেয় ওয়াশিংটন।

আনুষ্ঠানিক ব্যবস্থা নেওয়ার আগেই গত জুলাইয়ের শেষ দিকে এ ইস্যুকে কেন্দ্র করে ফরাসি মদের ওপর শুল্ক আরোপের হুমকি দেন ট্রাম্প। তার প্রশাসন মনে করে ওই ডিজিটাল অ্যাক্টে অন্যায্যভাবে মার্কিন কোম্পানিগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়েছে। হোয়াইট হাউস মনে করে, এ সিদ্ধান্তের মধ্য দিয়ে ফ্রান্স যুক্তরাষ্ট্রে তাদের প্রধান রফতানি পণ্যকেই হুমকির মুখে ফেলে দিয়েছে।

/এমপি/
সম্পর্কিত
মার্কিন কংগ্রেসে ইউক্রেনের বহুল প্রতীক্ষিত সহায়তা প্যাকেজ পাস
যুক্তরাষ্ট্র বড় শক্তি, তাদের পরোয়া করতে হয়: শ্রম প্রতিমন্ত্রী
ঘুষ মামলায় আদালতের আদেশ লঙ্ঘন, ট্রাম্পের শাস্তি চান প্রসিকিউটররা
সর্বশেষ খবর
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ৩০ মামলার বিচার শেষের অপেক্ষা
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ৩০ মামলার বিচার শেষের অপেক্ষা
উপজেলা নির্বাচন: ওসির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ
উপজেলা নির্বাচন: ওসির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ
মেলায় জাদু খেলার নামে ‘অশ্লীল নৃত্য’, নারীসহ ৫ জন কারাগারে
মেলায় জাদু খেলার নামে ‘অশ্লীল নৃত্য’, নারীসহ ৫ জন কারাগারে
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা