X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

মার্কিন পার্লামেন্টে উইঘুর বিল পাস: যুক্তরাষ্ট্রকে কড়া ‍হুঁশিয়ারি চীনের

বিদেশ ডেস্ক
০৪ ডিসেম্বর ২০১৯, ২০:৫২আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৯, ২০:৫৮
image

উইঘুর মুসলিমদের ওপর চীনা নির্যাতনের অভিযোগ এনে মার্কিন পার্লামেন্টে বিল পাস করায় যুক্তরাষ্ট্রকে মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে বেইজিং। মঙ্গলবার (৩ নভেম্বর) ওই সম্প্রদায়ের ওপর নির্যাতনের অভিযোগ তুলে চীনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব এনে একটি বিল পাস করে ওয়াশিংটন। পরদিন বুধবার ওই বিলের নিন্দা জানিয়ে প্রতিশোধের হুমকি দেয় চীন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি।

মার্কিন পার্লামেন্টে উইঘুর বিল পাস: যুক্তরাষ্ট্রকে কড়া ‍হুঁশিয়ারি চীনের

চীনে প্রায় দেড় কোটি উইঘুর মুসলমানের বাস। জিনজিয়াং প্রদেশের জনসংখ্যার ৪৫ শতাংশই উইঘুর মুসলিম। এই প্রদেশটি তিব্বতের মতো স্বশাসিত একটি অঞ্চল। বিদেশি মিডিয়ার সেখানে প্রবেশের ব্যাপারে কঠোর বিধিনিষেধ রয়েছে। কিন্তু গত বেশ কয়েক বছর ধরে বিভিন্ন সূত্রে খবর আসছে, সেখানে বসবাসরত উইঘুরসহ ইসলাম ধর্মাবলম্বীদের ওপর ব্যাপক ধরপাকড় চালাচ্ছে বেইজিং। জাতিসংঘের বিশেষজ্ঞ ও অ্যাক্টিভিস্টরা দীর্ঘদিন থেকেই বলে আসছেন, জিনজিয়াং-এর বিভিন্ন বন্দিশিবিরে অন্তত ১০ লাখ মুসলিমকে আটক করে রেখেছে চীন। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচসহ মানবাধিকার সংগঠনগুলোও জাতিসংঘের কাছে এ ব্যাপারে উদ্বেগ জানিয়েছে। তবে চীন বরাবরই মুসলিমদের গণগ্রেফতারের অভিযোগ অস্বীকার করে আসছে। সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে মঙ্গলবার মার্কিন পার্লামেন্টে একটি বিল পাস হয়েছে। ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত ওই প্রতিনিধি পরিষদে ৪০৭-১ ভোটে বিলটি পাস হয়।

বুধবার যুক্তরাষ্ট্রকে সতর্ক করে চীন বলছে, উইঘুর মুসলিমদের ওপর নির্যাতনের অভিযোগ তুলে মার্কিন পার্লামেন্টে পাসকৃত বিলের জন্য ওয়াশিংটনকে অবশ্যই মূল্য দিতে হবে। এক সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনিং বলেন, ‘সব ভুল কার্যক্রম ও মন্তব্যের জন্য (যুক্তরাষ্ট্রকে) যথাযথ মূল্য দিতে হবে।’

উইঘুর বিল পাসের ফলে চলমান বাণিজ্য আলোচনায় পড়বে কী না এমন প্রশ্নের জবাবে সরাসরি কোনও মন্তব্য করেননি তিনি। ওই বিলের সমালোচনা করে হুয়া বলেছেন, ‘এটা (বিল) জিনজিয়াংকে শাসন করার ক্ষেত্রে চীন সরকারের নীতির ওপর সহিংস আক্রমণ।’ এর ফলে কী ধরনের পদক্ষেপ নেবে বেইজিং সে সম্পর্কে বিস্তারিত কোনও তথ্য না জানিয়ে তিনি বলেন, যুক্তরাষ্ট্রেকে যে মূল্য দিতে হবে তার ঘোষণা শিগগিরই আসছে।

এর আগে গত সপ্তাহে হংকংয়ের গণতন্ত্রপন্থীদের সমর্থন করে মার্কিন পার্লামেন্টে উত্থাপন করা একটি বিলে স্বাক্ষর করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  এরপরই হংকংয়ে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী যুদ্ধজাহাজ প্রবেশ ও  মার্কিন মানবাধিকার সংস্থার উপর নিষেধাজ্ঞা আরোপ করে চীন।

সম্প্রতি চীনে কয়েক লাখ উইঘুর মুসলিমকে গোপন বন্দিশিবিরে আটকে রেখে কীভাবে তাদের মগজ ধোলাই করা ও শাস্তি দেওয়া হচ্ছে তার কিছু দলিলপত্র ফাঁস হয়েছে। বেইজিং-এর দাবি, সন্ত্রাসবাদ মোকাবিলায় গত তিন বছর ধরে এসব প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলা হয়েছে। সেখানে মূলত কারিগরি প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। মুসলিমরা স্বেচ্ছায় এখানে প্রশিক্ষণ নিতে গেছে। কিন্তু এখন ফাঁস হওয়া দলিলপত্র থেকে পরিষ্কার এসব শিবিরের ভেতরে আসলে কী ঘটছে।  

/এইচকে/এমএইচ/
সম্পর্কিত
ইউরোপ ধ্বংস হয়ে যেতে পারে: ম্যাক্রোঁ
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিমার্কিন মানবাধিকার প্রতিবেদনে ভিত্তিহীন তথ্য রয়েছে
মহাকাশে অস্ত্র প্রতিযোগিতা বন্ধে জাতিসংঘের ভোটে রাশিয়ার ভেটো
সর্বশেষ খবর
মীনা বাজার এখন মিরপুর-১২ নম্বরে
মীনা বাজার এখন মিরপুর-১২ নম্বরে
কুবিতে উপাচার্য-ট্রেজারার-প্রক্টরকে অবাঞ্ছিত ঘোষণা, ৩ দফতরে তালা
কুবিতে উপাচার্য-ট্রেজারার-প্রক্টরকে অবাঞ্ছিত ঘোষণা, ৩ দফতরে তালা
ইউরোপ ধ্বংস হয়ে যেতে পারে: ম্যাক্রোঁ
ইউরোপ ধ্বংস হয়ে যেতে পারে: ম্যাক্রোঁ
রবিবার থেকে শিক্ষা প্রতিষ্ঠান খুলছে, শনিবারও ক্লাস চলবে
রবিবার থেকে শিক্ষা প্রতিষ্ঠান খুলছে, শনিবারও ক্লাস চলবে
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা