X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

নিউ জিল্যান্ডে অগ্ন্যুৎপাতে ‘চেরনোবিল’ দুর্ঘটনার মতো পরিস্থিতি

বিদেশ ডেস্ক
১১ ডিসেম্বর ২০১৯, ০১:০৬আপডেট : ১১ ডিসেম্বর ২০১৯, ০১:১৬

নিউ জিল্যান্ডের হোয়াইট আইল্যান্ডের আগ্নেয়গিরিতে সোমবার অগ্ন্যুৎপাতের পর সেখানে উদ্ধার তৎপরতায় অংশ নেওয়া এক প্যারামেডিক সেখানকার পরিস্থিতির বর্ণনা দিয়েছেন। রাসেল ক্লার্ক নামের ওই প্যারামেডিক বলেছেন, অগ্ন্যুৎপাতের পর সেখানে চেরনোবিলের পারমাণবিক দুর্ঘটনার পরের পরিস্থিতির মতো অবস্থা তৈরি হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যম নিউ জিল্যান্ড টিভিকে তিনি বলেন, সবকিছুই ছাইয়ে মোড়া।

নিউ জিল্যান্ডে অগ্ন্যুৎপাতে ‘চেরনোবিল’ দুর্ঘটনার মতো পরিস্থিতি

প্রশান্ত মহাসাগরের ওশেনিয়া অঞ্চলে অবস্থিত দ্বীপরাষ্ট্র নিউ জিল্যান্ডের হোয়াইট আইল্যান্ডে সোমবার আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত শুরু হয়। স্থানীয় সময় বেলা আড়াইটার দিকে আগুন ছড়িয়ে পড়তে শুরু করে। ওই সময়ে সেখানে বহু পর্যটক উপস্থিত ছিল। অগ্ন্যুৎপাতে ছয় জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। ধারণা করা হচ্ছে আরও আটজনের মৃত্যু হতে পারে। এছাড়া মারাত্মকভাবে পুড়ে গেছে আরও ৩০ জন।

উদ্ধার তৎপরতায় অংশ নেওয়া চারটি হেলিকপ্টারের কর্মীদের প্রশংসা করেছেন নিউ জিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্দা আর্ডেন। মঙ্গলবার তিনি সাংবাদিকদের বলেন, ওই পাইলটেরা চরম বিপদজনক পরিস্থিতিতে মানুষ উদ্ধারে মারাত্মক সাহসী সিদ্ধান্ত নিয়েছিলেন। তিনি আরও বলেন, যারা মারা গেছেন বা নিখোঁজ রয়েছেন তাদের পরিবার ও বন্ধুদের চরম বিষাদ ও দুঃখের সমব্যাথী আমরাও।

অগ্ন্যুৎপাতের পর হোয়াইট আইল্যান্ড ঘুরে আসার পর এক সাক্ষাৎকারে সেখানকার পরিস্থিতির বর্ণনা দিয়েছেন প্যারামেডিক রাসেল ক্লার্ক। তিনি বলেন, ঘটনাস্থলে তিনি ও তার সহকর্মীরা পৌঁছানোর পর ভয়াবহ চিত্র দেখেছেন। দ্বীপে একটি হেলিকপ্টার ছিল। অগ্ন্যুৎপাতে হয়ত সেটির পাখাগুলো বিচ্ছিন্ন হয়েছিল।

অগ্ন্যুৎপাতের সময় দ্বীপটিতে অন্তত ৪৭ জন পর্যটক উপস্থিত ছিলেন। অগ্ন্যুৎপাত শুরুর অন্তত তিন সপ্তাহ আগে সতর্ক করেছিলেন বিশেষজ্ঞরা। তারপরও কেন পর্যটকদের সেখানে যাওয়ার অনুমোদন দেওয়া হয়েছিল তা নিয়ে প্রশ্ন উঠেছে। মঙ্গলবার পার্লামেন্টে প্রধানমন্ত্রী জাসিন্ডা আর্ডেন বলেন, ‘এই প্রশ্ন অবশ্যই করা হবে আর তাদের অবশ্যই জবাব দিতে হবে’।  ওই ঘটনায় একটি পুলিশি তদন্তও শুরু হয়েছে। 

/জেজে/এএ/
সম্পর্কিত
বাংলাদেশ-অস্ট্রেলিয়ার মধ্যে বাণিজ্যিক সম্পর্ক বাড়ানোর ওপর গুরুত্বারোপ
অস্ট্রেলিয়ান নাগরিক প্রবেশ নিষিদ্ধ করলো রাশিয়া
সিডনির গির্জায় ছুরিকাঘাতকে সন্ত্রাসী হামলা ঘোষণা
সর্বশেষ খবর
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
ইউক্রেনের মার্কিন সামরিক সহায়তা আইনে স্বাক্ষর বাইডেনের
ইউক্রেনের মার্কিন সামরিক সহায়তা আইনে স্বাক্ষর বাইডেনের
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
আজকের আবহাওয়া: দুই বিভাগে বৃষ্টির আভাস
আজকের আবহাওয়া: দুই বিভাগে বৃষ্টির আভাস
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা