X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

'প্রথম রাজ্য হিসেবে পশ্চিমবঙ্গে নাগরিকত্ব আইন বাস্তবায়ন '

বিদেশ ডেস্ক
১৪ ডিসেম্বর ২০১৯, ১১:৩২আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৯, ১১:৪৬

বিতর্কিত নাগরিকত্ব আইন বাস্তবায়নে প্রথম রাজ্য হবে পশ্চিমবঙ্গ বলে দাবি করেছেন ভারতের কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেছেন, যতই নাগরিকত্ব আইনের বিরোধিতা করুন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস, এই আইন চালু হবে পশ্চিমবঙ্গেও। নাগরিকত্ব আইনের আওতাভুক্ত হিসেবে ‘প্রথম রাজ্য’ হতে চলেছে বাংলা।

'প্রথম রাজ্য হিসেবে পশ্চিমবঙ্গে নাগরিকত্ব আইন বাস্তবায়ন '

বৃহস্পতিবার রাতে রাষ্ট্রপতির স্বাক্ষরের পরেই দেশের আইনে পরিণত হয়েছে বিতর্কিত নাগরিকত্ব বিল। তারপর থেকেই সহিংসতা বেড়েছে উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে। প্রতিবাদের আগুনে বেশি জ্বলছে আসাম ও ত্রিপুরা। বাংলাদেশ, আফগানিস্তান ও পাকিস্তান থেকে নিপীড়নের মুখে ভারতে পালিয়ে যাওয়া হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, পার্সি ও খ্রিস্টানদের নাগরিকত্ব নিশ্চিতে সম্প্রতি আইন সংশোধন করেছে ভারত। তবে এই আইনকে মুসলিমদের প্রতি বৈষম্যপূর্ণ এবং ভারতের ধর্মনিরপেক্ষ সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হিসেবে দেখা হচ্ছে।

শুক্রবার কেরল-পাঞ্জাবসহ একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রীদের মতোই নাগরিক আইনের বিরোধিতায় সরব হয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা। রাজ্যজুড়ে বহু প্রতিবাদ মিছিল পথে নামে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে। শুধুই প্রতিবাদ করে থেমে থাকেননি মমতা। সাংবাদিক সম্মেলন আয়োজন করে বলেন, ‘কোনও পরিস্থিতিতে’ই এই আইন রাজ্যে কার্যকর হতে দেবেন না। পাশাপাশি ঘোষণা করেন একাধিক সভা করা হবে নাগরিকত্ব আইনের প্রতিবাদে।

মমতা দাবি করেন, সংসদে পাস হলেও আমরা নাগরিকত্ব বিল বাংলায় কার্যকর  হতে দেব না’। একইসঙ্গে কেন্দ্রের বিরুদ্ধে বিজেপি শাসিত নয় এমন রাজ্যগুলিতে জোর করে ‘অসাংবিধানিক’ আইন চাপিয়ে দেওয়ার অভিযোগ তোলেন তিনি। 

মমতার  এই অভিযোগের জবাবে পশ্চিমবঙ্গের বিজেপি নেতা দিলীপ বলেন, ‘এর আগে মমতা সংবিধানের ৩৭০ ধারা বাতিল ও নৈরাজ্যবাদের বিরোধিতা করেছিলেন। কিন্তু কেন্দ্রের হস্তক্ষেপে কার্যকর হয়েছে ৩৭০ ধারা। একইভাবে নতুন নাগরিকত্ব আইনটিও রাজ্যে প্রয়োগ করবে বিজেপি সরকার’।

দিলীপ ঘোষ আরও বলেন, ‘কেন নাগরিক আইনের বিরোধিতা মুখ্যমন্ত্রী করছেন সেই বিষয়টি সবার আগে স্পষ্ট হওয়া দরকার’। তিনি প্রশ্ন তোলেন, তবে কি ভোট হারানোর ভয়ে এই আইন রাজ্যে কার্যকর হতে দিতে চাইছেন না মমতা? তাই যদি হয় তবে এক্ষেত্রে তাকে ও শাসকদলকে মাথায় রাখতে হবে, তারা চান বা না চান, কেন্দ্র খুব শিগগিরিই এই আইন সবার প্রথমে চালু করতে চলেছে পশ্চিমবঙ্গে।

একই সঙ্গে বিজেপি নেতা আরও বলেন, দীর্ঘদিন ধরে হিন্দু শরণার্থীরা এই আইনের অপেক্ষায় রয়েছেন। এটি তাদের মৌলিক অধিকার। তাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করতে চান মমতা কোন অধিকারে?

দিলীপ ঘোষের মতোই মমতা বন্দ্যোপাধ্যায়কে একহাত নিয়েছেন বিজেপির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়। তিনি বলেছেন, প্রতিবারই নিজে ভুল বুঝে বাংলার মানুষদের ভুল পথে চালিত করেন মুখ্যমন্ত্রী। তার এই প্রতিবাদ আন্দোলনেরও তাই কোনও মূল্য নেই। আসলে এই প্রতিবাদের পেছনে রয়েছে বাংলায় অনুপ্রবেশকারীদের প্ররোচনা। পক্ষান্তরে তাদরকেই মদত দিচ্ছেন তিনি। শরণার্থীদের নিয়ে তিনি যদি সত্যিই চিন্তিত হন তাহলে হিন্দু শরণার্থীদের জন্য একটি শব্দও কেন খরচ করছেন না? সূত্র: এনডিটিভি

 

/এএ/
সম্পর্কিত
লোকসভা নির্বাচন: প্রথম ধাপে পশ্চিমবঙ্গের ৩ আসনে ভোট আজ
মানব ও সুপারি পাচারের অভিযোগে ভারতে শুল্ক কর্মকর্তা গ্রেফতার 
ভুয়া পরিচয়ে ভারতে বসবাস বাংলাদেশির, ৪ বছরের কারাদণ্ড
সর্বশেষ খবর
গরমে বেড়েছে অসুখ, ধারণক্ষমতার তিন গুণ বেশি রোগী হাসপাতালে
ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালগরমে বেড়েছে অসুখ, ধারণক্ষমতার তিন গুণ বেশি রোগী হাসপাতালে
টিভিতে আজকের খেলা (১৯ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (১৯ এপ্রিল, ২০২৪)
মিয়ানমার থেকে চোরাই পথে আসা ৫ টন কফি পাউডার জব্দ
মিয়ানমার থেকে চোরাই পথে আসা ৫ টন কফি পাউডার জব্দ
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন